শুক্রবার(১.৪.১১) এর অন্যআলোতে "যোগাযোগও হয় কাজও হয়" শিরোনাম এর একটি লিখা ছাপা হয় | এতে যে website গুলোর নাম ছিল তার মধ্যে Facebook , twitter ,last.fm এর কথা জানা থাকলে ও আমার জন্য quora ছিল নতুন | quora সম্পর্কে...
"কুয়োড়া (www.quora.com): ইন্টারনেটে বিভিন্ন মানুষের লিখিত সমাধান থেকে সমস্যার সমাধান করা যায়। তবে এসব সমস্যা ও সমাধান সব সময় এক জায়গায় থাকে না। এগুলোকে এক জায়গায় এনেছে কুয়োড়া। কুয়োড়াকে জ্ঞানের তথ্যভান্ডারও বলা যায়। এখানে সব ধরনের অজানা উত্তর দেওয়া হচ্ছে দিন দিন। এ ডেটাবেইস তৈরি করছে মানুষ এবং সংযুক্ত হচ্ছে সমমনাদের সঙ্গে |"
তাই দেরী না করে ডুকে পরলাম সমস্যা সমাধান এর জগতে | কিছু topics search দিলাম জটিল জটিল কিছু solution ও পেয়েগেলাম,এই পর্যন্ত সবই ঠিক আছে , কিন্তু কাহিনী শুরু হইলো যখন signup করতে গেলাম | বলে কি আমারে নাকি কেউ invite করতে হইব, না হইলে A /C খুলতে পারুম না| কি আর করা quora তেই search দিলাম এবং সমাধান ও পেয়ে গেলাম মুহুর্তেই | বাংলাদেশ এর IP দিয়া সরাসরি signup করা যাবে না | করতে হবে US IP দিয়ে |
অনেক গুলো সমাধান ছিল এরথেকে IP change করে signup করাটাই আমার সবচেয়ে সহজ মনে হয়েছে |
আমি এর জন্য hide-my-ip software টি use করেছি |
http://www.hide-my-ip.com/hidemyip.exe
software টি install করার পর যখন ওপেন করবেন তখন শুধু Require US base IP তে click করে Hide my IP তে click করুন | বেশ হয়ে গেল কাজ | এবার quora গিয়ে signup e ক্লিক করলে দেখবেন signup করার জন্য আপনের কত option Facebook, twitter, email আপনের যেভাবে ইচ্ছা signup করুন |
hide-my-ip trial version এ ইন্টারনেট connection বেশ sloe হয়ে যায় তাই কাজ সেস করে hide-my-ip থেকে stop hiding ip ক্লিক করুন | এবার যখন খুশি প্রবেশ করুন আপনের quora a/c এ | ধন্যবাদ
আমি তালপাতার সিপাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MSc (Statistics), University of Chittagong. Full time freelancer. Like to talk and being with my friends.
বলেন কি!!!! আমি তো এইমাত্র একাউন্ট ওপেন করলাম। ইনভাইটেশন বা প্রক্সি কোন কিছু ছাড়াই। আমার প্রোফাইলঃ http://www.quora.com/MD-Al-Amin-Babar