আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হবে। এই উপলক্ষে অনেকেই বিশেষ কিছু আয়োজন করে। এছাড়া শুভেচ্ছা জানানোর একটা ব্যাপার তো থাকেই। এই দিনটি সবাই অনেক আনন্দের সাথে পালন করে। কিন্তু এই দিনটির পিছনে একটি করুন ইতিহাস রয়েছে। চলুন জেনে নেই ভালোবাসা দিবসের ইতিহাস।
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। (তথ্যসূত্রঃঃ উইকিপিডিয়া)
এবার আমাদের মূল বিষয় অর্থাৎ অনলাইনে কিভাবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাবেন, সেই বিষয়ে ফিরে যাই।
ধাপ-১ঃ
প্রথমেই আপনার ব্রাউজারে http://e-wish.ml লিখে এন্টার চাপুন বা প্রবেশ করুন। নিচের চিত্রের মত দেখতে একটি পাতা খুলবে।
ধাপ-২ঃঃ
একটি পপ আপ প্রদর্শিত হবে। "Please enter your name" লেখার নিচের বক্সে যাকে শুভেচ্ছা জানাতে চান তার নাম লিখে Ok বাটনে ক্লিক করুন। এবার নিচের মত একটি পেজ দেখতে পাবেন।
ধাপ-৩ঃ
এবার এটি শেয়ার করার পালা। পেজের নিচের দিকে Facebook ও WhatsApp এ শেয়ার করার জন্য দুটি শেয়ার বাটন দেখতে পাবেন। কাঙ্ক্ষিত বাটনে ক্লিক করে শেয়ার করুন।
মেসেঞ্জারে শেয়ার করতে ব্রাউজারের এড্রেস বার থেকে ঠিকানাটি কপি করুন। এবার এই ঠিকানাটি যাকে পাঠাতে চান তাকে মেসেজের মাধ্যমে পাঠান।
ব্যস! কাজ শেষ!
লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভালোবাসা দিবসের অগ্রীম শুভেচ্ছা।
আমি শাহরিয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।