আসস্লামু আলাইকুম...শুভেচ্ছা সবাইকে।
সবাই কেমন আছেন? এতদিন টেকটিউন্স এর টিউনারদের জটিল জটিল টিউন দেখে মুগ্ধ হয়ে গেছিলাম।
এখন ভাবলাম নিজেই কিছু টিউন করি। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রথমে ইয়াহু থেকে সাইন আউট হয়ে টাস্কবার থেকে ইয়াহু মেসেঞ্জার এক্সিট করুন। তারপর রান অপশনে গিয়ে রেজিস্ট্রি এডিটে যান। এরপর নিচের পদ্ধতি অনুসরন করুনঃ-
1. Go to Start —-> Run . Type regedit, then enter .
2. Navigate to HKEY_CURRENT_USER ——–> Software —> yahoo —>pager—->Test
3. On the right page , right-click and choose new "Dword value" .
4. Rename it as "Plural".
5. Double click and assign a decimal value of 1.
এখন রেজিস্ট্রি এডিটর বন্ধ করে ইয়াহু মেসেঞ্জারে লগইন হন। একবার লগইন হয়ে ডেস্কটপ বা স্টার্ট মেনু থেকে ইয়াহু মেসেঞ্জার এ আবার ক্লিক করে বিভিন্ন আইডি দিয়ে পুনরায় লগইন হন। এভাবে যতবার খুশি ততবার লগইন হন!!!
সম্পুর্ন নিজ ইচ্ছা বা দায়িত্বে ব্যবহার করুন...
***কোনপ্রকার প্রতারনার জন্য আমি দায়ী থাকিব না****
আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুজি নাই । সরল করে বলেন