প্রতিদিন ১৫-২০ USD আয় করুন আর পেমেন্ট নিন বিকাশে

আসসালামু আলাইকুম,
আজকে এমন একটি সাইট নিয়ে কথা বলবো তার নাম অনেকেই হয়তো আগে থেকেই জানেন, আর যারা না জানেন অথবা বিস্তারিত জানেন না তারা পোস্টটি ভালোভাবে পড়বেন।

সাইটটির নাম (YOURLCASH.COM), মূলত এটি একটি ইউ আর এল (URL) শর্টনার সাইট অর্থাৎ এই সাইটে আপনি আপনার লিঙ্ক/ইউ আর এল কে এই সাইটের ডোমেইনের এক্সটেনশনে পরিবর্তন করতে পারবেন।

ধরুন আপনার একটি লিঙ্ক আছে,  (https://angrysource.com/threads/seo-combo-pack-7-get-premium-seo-tool-for-free-with-licence-key.33/) কিন্তু এই লিঙ্কের কিছু সমস্যা হলো লিঙ্কটি খুব বড়, তাছাড়া আপনার এই লিঙ্কে কতজন প্রবেশ করছে, কোথা থেকে প্রবেশ করছ্‌ তাদের রেফারেন্স কি, কোন ডিভাইস ইউজ করছে ইত্যাদি। মাঝে মাঝে এইসব তথ্য খুব জরুরী হয়ে পরে কিন্তু আমাদের এই তথ্যগুলো পাওয়ার কোন উপায় থাকে না। এই কারনে URL শর্টনার ব্যবহার করা হয়।

URL শর্টনার এর প্রধান তিনটি কাজ হচ্ছেঃ

  1. URL/Link আকারে ছোট করা।
  2. প্রোটেক্ট করা।
  3. এনালাইসিস করা।

উপরের এই লম্বা URL টি yourlcash.com থেকে শর্ট করার পর (https://yourlcash.com/u8VuzKl) এই লিঙ্ক টি দাঁড়াবে আর এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আগের লম্বা লিঙ্ক (https://angrysource.com/threa.ence-key.33/) এ চলে যাবে কিন্তু তার মাঝখানে ১০ সেকেন্ড অপেক্ষা করবে এবং এড দেখাবে। আর এই সাইট থেকে পাবলিশার মূলত এই এড দেখানোর জন্যই আর্ন করে আর সেই আর্নিং এর কিছু অংশ yourlcash.com রাখে আর বাকী অংশ পাবলিশার পায়।

আমি এই সাইটের সম্বন্ধে জানতে পারি এই মাসের ১৪-১৫ তারিখের দিকে, জানার পরে পরীক্ষামূলকভাবে আমার ফোরামের (angrysource.com) লিঙ্ক  yourlcash.com দিয়ে শর্ট করি। এবং কিছুদিনের মধ্যেই আমার একাউন্টে ৩০$ এর মতো জমা হয় এবং রেফারেল থেকে আরো কিছু আর্নিং হয়। ততক্ষন পর্যন্ত শিওর হতে পারছিলাম না যতক্ষন না টাকা হাতে পাই তাই গতকাল একাউন্টের পুরো ৫৩$ উইথড্র করি আমার পেপালে।

উইথড্র করার ৪ ঘন্টার মাথায় টাকা আমার পেপালে পেয়ে যাই, সত্যি বলতে আমি এমনটা ভাবিনি যে এতো তারাতারি রেস্পন্স পেয়ে যাবো যদিও ডিস্ক্লেইমারে ছিলো সর্বোচ্চ ২-৩ দিন ও লাগতে পারে তাই অনেকটাই এক্সাইটেড এমন সার্ভিসে তাই নিজ দ্বায়িত্বে একটা টিউন লিখে ফেললাম। আর পেমেন্ট প্রুফের কিছু স্ক্রিন শট নিচে এড করছি,

এবার সাইটের বিভিন্ন ফিচার আর কিভাবে কাজ করে তা বলা যাক,

এই সাইট CPM (কস্ট পার মাইল) এর উপর ভিত্তি করে পে করে। আর CPM রেট মোটামুটি হাই। প্রতি ১০০০ লিঙ্ক ভিজিটে সর্বোচ্চ ৪$ পর্যন্ত দিয়ে থাকে (অবস্থানের উপর ভিত্তি করে), রিয়েল টাইম এনালিটিক্স, ডিসস্ক্রিপ্টিভ এনালাইসিস (ইনফরমেশন) যেমন কোন লিঙ্ক কতবার ভিজিট হয়েছে কোন অবস্থান থেকে ভিজিট হয়েছে কোন ডিভাইস দিয়তে ইত্যাদি। আর মিনিমাম পে-আউট হচ্ছে ৫$। আর আমার সবচাইতে প্রিয় হচ্ছে রেফারেল সিস্টেম, yourlcash.com ১৫% রেফারেল বোনাস দিয়ে থাকে। অর্থাৎ আপনার রেফারেল এর আয় এর ১৫% আপনি বোনাস হিসেবে পাবেন লাইফটাইমের জন্য।

পেমেন্ট উইথড্র করার জন্য রয়েছে ৫ টি মাধ্যম।

  1. পেপাল। (Paypal)
  2. স্ক্রীল। (Skrill)
  3. পায়যা। (Payza)
  4. বিকাশ/পে-টিএম। (Bkash/Paytm)
  5. কয়েনবেজ। (Coinbase)

পেমেন্ট উত্তোলনের জন্য নির্দিষ্ট সময় নেই যেকোন সময় উত্তোলন করা যায়

 

রুলসঃ

  • লিঙ্ক ভিজিটের পর ভিজিটর কে ১০ সেকেন্ড অপেক্ষা করে আসল লিঙ্কে যেতে হবে, তাহলেই ভিজিট কাউন্ট হবে।
  • দৈনিক এক আইপি থেকে একবার ই ভিজিট কাউন্ট হবে।
  • এক ব্যক্তির একাধিক আইডি থাকতে পারবে।
  • রেফারেল ভ্যালিড হতে হবে (তবে কোন লিমিট নেই)।
  • ভূয়া অথবা বট এর ট্রাফিক গননা হবে না, এবং সন্দেহজনক এক্টিভিটি ধরা পড়লে প্রথমবার ওয়ার্নিং দেয়া হবে এবং দ্বিতীয়বার আইপি ব্লাক্লিস্ট অথবা আর্নিং সাময়িক অথবা পারমানেন্ট ডিজেবল করে দেয়।

আশা করি যতটুকু জানা প্রয়োজন আপনার আর্নিং শুরু করতে তা এই টিউনের মধ্যে পেয়ে যাবেন বাকীটা সরাসরি সাইট ভিজিট করে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও জানতে পারবেন।

এবার একটা রিকোয়েস্ট, আমার মনে হয় এই সামান্য কষ্টের বিনিময়ে আমি একটা রেফারেল পাওয়ার আশা রাখতে পারি।

এইটা আমার রেফারেল লিঙ্কঃ (https://yourlcash.com/ref/rifatcr)

আমি সবাইকে এই লিঙ্কে সাইন আপ করার জন্য অনুরোধ করছি।
আশা করি আমার এই টিউনে কিছুটা হলেও এক্সট্রা আর্ন করতে পারবেন এবং উপকৃত হবেন।
ধন্যবাদ।

Level 0

আমি রিফাত সিআর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

আমি রিফাত, পেশায় বেকার আদর করে বাস কনট্রাকটর মামা 'স্টুডেন্ট' বলে। আমি টেকনোলজি এবং ক্রিয়েটিভ জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। কেয়ারলেস এবং কনফিডেন্ট, ইন্টারেস্টেড ইনঃ মেশিন লার্নিং, ডি-সেন্ট্রালাইজড এপ, ব্লকচেইন এবং অবশ্যই পাইথন প্রোগ্রামিং।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস