গ্রামীনফোন ইন্টারনেট অফার। এখন জিপি গ্রাহরা পাচ্ছেন ১০ জিবি ইন্টারনেট মাত্র ১৯৮ টাকা। ১০ জিবি ইন্টারনেট প্যাকটি সকল গ্রাহকরা উপভোগ করতে পাবেন। ১৯৮ টাকায় ১০ জিবি (৫ জিবি রেগুলার ডাটা + ৫ জিবি ৪ জি ডাটা) পাবেন। অফারটি নিতে ডায়াল করুন *121*3133#। ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন। (অ্যাক্টিভেশনের সময় + ৬ দিন)। গ্রামীনফোনে এই অফারটি ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় ব্যবহার উপযোগি। আরও 1GB@5TK অফার জানেত - GP new offer 2019
শর্তাবলী:
ইন্টারনেট অফারটি Active করতে ডায়াল *121*3133#।
১০ জিবি ইন্টারনেট ১৯৮ টাকা (৫ জিবি রেগুলার + 5 জিবি 4জি ডাটা) ৭ দিন মেয়াদ।
সকল জিপি গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য।
পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
অটো রিনিউয়াল প্রযোজ্য নয়।
ইন্টারনেট অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাকটি ১৯৮ টাকা ১০ জিবি ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে।
অফারের ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা 1.22/MB(SD+VAT+SC সহ) চর্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫ MB পযর্ন্ত। একই রেটে ২০০ এমবি পর্যন্ত রনরবিছিন্ন ইন্টারনেট সংযোগ অব্যাহত রাখতে ডায়াল করুন *121*3352# অথবা ইন্টারনেট প্যাক কিরতে ডায়াল করুন *121*3#।
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*4#।
অফারটি বাতিল করতে ডায়াল *121*3041#।
অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।
আমি মানিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।