Passport এর জন্য অনলাইনে কি ভাবে আবেদন করবেন আপনার মোবাইল থেকে? Passport এর বর্তমান অবস্থা কি ভাবে জানবেন? চলুন জেনে নেই বিস্তারিত

দেশ থেকে বাহিরে যেতে হলেই আমাদের পাসপোর্ট লাগে। আজ আপনাদের কে বলে দিব কি ভাবে নিজের মোবাইল থেকে ই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন। বা আবেদন করা থাকলে বর্তমান হাল অবস্থা দেখবেন। প্রথমে এই খানে ক্লিক করে মোবাইল এর সফটওয়্যারটি ডাউনলোড করে নেন। করে ওপেন করে নিচের বর্ণ্নার সাথে মিলিয়ে আবেদন বা বর্তমান হাল অবস্থা দেখতে পারবেন।

সফটওয়্যারটি ওপেন করার পর সরাসরি পাসপোর্ট এর ওয়েব সাইটে চলে যাবে। প্রথম পেইজ এ ই আপনারা কিছু নির্দেশনা পাবেন। পাসপোর্টের জন্য কি কি লাগবে। কি ভাবে লাগবে বিস্তারিত। সব গুলো ভালো করে পরে নিচে নামলে এইটা চেক বক্স পাবে। এই টা তে মার্ক করে কন্টিনিউ টু অনালাইন এন্ড্রোলমেন্ট এ ক্লিক করুন। এই টা তে আপনার সকল তথ্য সঠিক ভাবে পূরণ করবেন। কোন তথ্য ভুল দেয়া যাবেনা। যে গুলো স্টার মার্ক করা লাল কালিতে ঐগুলো অবশ্যই পূরণ করতে হবে। সব গুলো পূরণ হয়ে গেলে ফর্ম টি সবামিট করবেন। করার পর ২ কপি কালার প্রিন্ট করে প্রয়োজনী সকল কাগজ সত্যাহিত করে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে জামা দিয়ে দিন। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আবেদন করার ১৫ দিনের মধ্যে অবশ্যই আপনাকে প্রিন্ট কপি নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন করার পূর্বে যে ব্যাংকে টাকা জমা দিতে হবে। কারণ অনলাইনে আবেদন করার সময় টাকা জমা দেয়ার স্লিপ নাম্বার চাইবে।

আবেদন করা হলে আপনার পাসপোর্টের হাল অবস্থা জানতে আপনার মোবাইলে আসা এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার পাসপোর্টের হাল অবস্থা জানতে পারবেন।

আপনাদের এর বাহিরে কোন কিছু জানার থাকলে টিউমেন্ট করতে পারেন। আমি যতটুকু সম্ভ্যব আপনাদের হেল্প করব।

Level 0

আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস