প্রযুক্তির এই যুগে এখনো কেন সেই “লিমিটেড লাইফ” বেছে নেয়া!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

বাবা ভালো মতো লেখা-পড়া শেষ করে একটা ভালো চাকুরী করে নিজের পায়ে নিজে দাড়াও এই দোআ করি।

 

হ্যা, এটা আমাদের দেশের ৯৯.৯৯% গুরুজনের আশীর্বাদের ধরন।

 

তাদের কাছে ১৮ - ২০ বছর পড়াশুনা করে অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যদের স্বপ্ন পূরণে নিয়োজিত করার নামই সফলতা, সম্মান, আরো অনেক কিছু।

 

আমি এই গুরুজনদের ছোট করছি না।

 

তাদের পূর্বপুরুষদের কাছ থেকেই তো শেখা কিভাবে গোলামী করতে হয় কারণ আগে তো ছিল রাজা-বাদশাদের যুগ যেখানে থাকবে গুটি কয়েক রাজা আর সব প্রজা।

 

তবে অতীত যুগের নবী-রাসূলরা,  ঋষি-মনিঋষিরা কিন্তু তেমন ছিলেন না!

 

তাঁরা ছিলেন নেতা এবং নেতারা যা অর্জন করে তার প্রাপ্য তার অনুসারীদের ও হয়।

 

যাই হোক যে কথা বলছিলাম যে আমাদের তো উচিত এখন প্রত্যেকেরই উদ্যোক্তা হওয়া।

 

হাতের মুঠোয় প্রযুক্তির ছোঁয়া, হাতের নাগালেই ইন্টারনেট কানেকশন, এরপর ও যদি আপনি নিজে নিজের একটি ইনকাম সোর্স বের না করে শুধু ফেসবুকে হাই, হ্যালো করেন, তবে তার দায় কে নেবে বলেন!

 

তো আমার কথা খুবই সিম্পল। এতো এতো পড়াশুনা ও পরিশ্রম করে শেষে দেখলেন যে সব কষ্ট দিয়ে আপনি আপনারই বসের স্বপ্নকে এতদিন ধরে তিলে তিলে গড়ে তুলেছেন, তখন নিজের শূন্য হাত দেখতে কি একটুও খারাপ লাগবে না আপনার?

 

তাই একটু মাথা খাটিয়ে আপনার উর্বর মস্তিষ্কের কিছু আইডিয়া নিয়ে কাজে নেমে পড়ুন।

 

দেখুন আইডিয়া অনেকেরই আছে, কিন্তু যত দ্রুত সম্ভব তা ইমপ্লিমেন্ট করা হলো স্মার্টনেস ও সফল হওয়ার জন্য উপযোগী।

 

দেখছেনই তো আপনার আশে-পাশের অনেকেই অনলাইনে বা ইনোভেটিভ কত কাজ করে কত আয় করছে।

 

তবে আপনি ও আপনার স্বপ্ন পূরণ করে আপনার নিজস্ব একটি এম্পায়ার তৈরী করতে পারবেন না কেন?

 

অবশ্যই পারবেন।

 

এমন একটি অ্যাসেট তৈরী করুন যা আপনাকে নিয়মিত অর্থ যোগাবে।

 

দেখবেন আপনি এরকম অ্যাসেট এর প্রেমে পড়ে গেছেন ও এরকম অ্যাসেট আরো আরো বানাতে চাচ্ছেন!

 

বর্তমান বিশ্বের সব বিলিয়নেয়াররা কিন্তু এরকম অ্যাসেট তৈরী করেই পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে।

 

এগিয়ে যান

 

ভালো থাকবেন

 

কোনো কিছু বলতে চাইলে টিউমেন্ট করুন আর টিউনটি ভালো লাগলে জোসস করতে ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু!

Level 0

আমি এস এম এন জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম এন জামান ও আমি জানি কিভাবে টেক কাজে লাগিয়ে আয় করা যায়। দীর্ঘদিন ধরে আমি টেক বিশেষ করে ইন্টারনেটে কাজের সাথে যুক্ত ও এ বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি। আর ইচ্ছা হলো যে আমার এই সীমিত জ্ঞান অন্যদের মাঝেও শেয়ার করি। তাইতো একজন টিউনার হিসেবে নিজেকে তৈরী...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস