বাংলালিংক-এর নতুন প্রিপেইড সংযোগে দারুণ অফার!

এখন কোনো টেনশন ছাড়াই উপভোগ করুন ভয়েস বা ইন্টারনেট! ৪৮ টাকা প্রথম রিচার্জে পাচ্ছেন ৫৪ পয়সা/মিনিট যেকোনো অপারেটরে! মেয়াদ ৩ মাস! এক সেকেন্ড পালস প্রযোজ্য। এছাড়াও ৪৮ টাকা প্রথম রিচার্জের সাথে সাথে পাবেন 1GB ইন্টারনেট, একদম ফ্রি! এই অফারটি সেইসব প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা ১ সেপ্টেম্বর, ২০১৮ বা তারপর থেকে সংযোগ ব্যবহার করা শুরু করেছেন।
৪৮ টাকা প্রথম রিচার্জে:

    • যেকোনো নাম্বারে ৫৪ পয়সা/ মিনিট, ১ সেকেন্ড পালস, মেয়াদ ৯০ দিন। 1GB ইন্সট্যান্ট ইন্টারনেট, মেয়াদ ১৫ দিন। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *124*5# 1GB ইন্টারনেট প্যাকের প্রতিদিনের সর্বোচ্চ ব্যবহারের কোনো লিমিট নেই ইন্টারনেট প্যাকের ভলিউম অথবা মেয়াদ শেষ হবার পর Pay-As-You-Go রেট হচ্ছে ১ টাকা/MB প্রথম রিচার্জের অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং শুধুমাত্র ৪৮ টাকা প্রথম রিচার্জে অফারটি পাওয়া যাবে। বোনাস ইন্টারনেট শেষ? কোনো সমস্যা নেই! আপনার নতুন বাংলালিংক সংযোগে পাবেন ৩৩ টাকায় ৭ দিনের মেয়াদে 1GB ইন্টারনেট। প্রথম ৯০ দিনে প্যাকটি কিনুন যত খুশি ততবার, কোনো ডেইলি ক্যাপিং নেই, কোনো দুশ্চিন্তাও নেই!


দুশ্চিন্তাহীন বান্ডেল :

      • শুধুমাত্র নতুন প্রিপেইড সংযোগ গ্রহণকারীরা এই বান্ডেলটি কিনতে পারবেন সংযোগ অ্যাক্টিভেশনের প্রথম ৯০ দিনের মধ্যে যতবার খুশি ততবার বান্ডেলটি কেনা যাবে একই বান্ডেল একাধিকবার ক্রয়ের ক্ষেত্রে, সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে এই বান্ডেলটির কোনো অটো রিনিউয়াল নেই অব্যবহৃত ইন্টারনেট ভলিউম যোগ করা হবে না এই অফারটি সীমিত সময়ের জন্য

অ্যাক্টিভেশন বোনাস:

        • প্রি-লোডেড ৫ টাকা ব্যালেন্স, ১৫ দিনের মেয়াদে যেকোনো বাংলালিংক সার্ভিসে ব্যবহারের জন্য মূল অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *124# 50MB বোনাস ইন্টারনেট, মেয়াদ ৩ দিন। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *124*5# ৫০টি বোনাস SMS যেকোনো অপারেটরে, মেয়াদ ১০ দিন। ব্যালেন্স জানতে ডায়াল *124*300# ২২ পয়সা/১০ সেকেন্ড যেকোনো নাম্বারে দিন-রাত ২৪ ঘন্টা

অন্যান্য শর্তাবলী :

        • এই অফারটি সীমিত সময়ের জন্য চলবে এই অফারটি শুধুমাত্র ‘দেশ এক রেট দারুণ’ গ্রাহকদের জন্য প্রযোজ্য
        সৌজন্যঃ

      TipsNow24.Com

       

      Level 4

      আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


      টিউনস


      আরও টিউনস


      টিউনারের আরও টিউনস


      টিউমেন্টস