গুগল ক্রোম ব্রাউজারের অফলাইন মোডে কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবহার Uses of google chrome browser in offline mode for windows computer besides internet browsing

গুগল ক্রোম ব্রাউজারের অফলাইন মোডে কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবহার

(Uses of google chrome browser in offline mode for windows computer besides internet browsing)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য গুগল ক্রোম ব্রাউজারের কিছু চমৎকার ব্যবহার সম্পরকে আলোচনা করব। গুগল ক্রোম ব্রাউজার হচ্ছে গুগলের তৈরি একটি সহজ সাধারন, দ্রুতগতিসম্পন্ন ও শক্তিশালী ওয়েব ব্রাউজার। এটি প্রচলিত ওয়েব ব্রাউজিং এর পাশাপাশি অফলাইন মোডে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে। এটি প্রাত্যহিক জীবনে ব্যবহৃত কম্পিউটারের অনেক কাজকে সহজ করতে পারে। নিচে কতিপয় গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করা হল। তবে ক্রোম ব্রাউজারে অধিক সুবিধা পাওয়ার জন্য গুগল একাউন্ট দিয়ে সাইন্ড ইন থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

১। উইন্ডোজ কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল ফাইলকে খুলতে ও সম্পাদনা (opening & editing) করতে পারে।

  • গুগল ক্রোমের সাহায্যে খুলুন (Open with google chrome) বা পিডিএফ ফাইলকে ধরে এবং টেনে এনে (drag and drop) ক্রোম ব্রাউজারের মধ্যে ছেড়ে দিন।
  • তবে এর জন্য office editing for docs, sheets & slides এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে সংযুক্ত করতে হবে।
চিত্র: ক্রোম ব্রাউজারে ওয়ার্ড প্রসেসিং এর চিত্র

২। পিডিএফ ফাইল খুলতে/পড়তে পারে।

  • গুগল ক্রোমের সাহায্যে খুলুন (Open with google chrome) বা পিডিএফ ফাইলকে ধরে এবং টেনে এনে (drag and drop) ক্রোম ব্রাউজারের মধ্যে ছেড়ে দিন।

৩। অডিও এবং ভিডিও চালাতে পারে।

  • গুগল ক্রোমের সাহায্যে খুলুন (Open with google chrome) বা পিডিএফ ফাইলকে ধরে এবং টেনে এনে (drag and drop) ক্রোম ব্রাউজারের মধ্যে ছেড়ে দিন।

৪। ছবি (Image) ফাইলকে খুলতে পারে।

  • গুগল ক্রোমের সাহায্যে খুলুন (Open with google chrome) বা পিডিএফ ফাইলকে ধরে এবং টেনে এনে (drag and drop) ক্রোম ব্রাউজারের মধ্যে ছেড়ে দিন।

৫। যে কোন ওয়েব পেজকে এইচটিএমএল আকারে সংরক্ষন (Save) করতে পারে।

  • তিন বিন্দু পছন্দসমূহের তালিকাতে যান এবং ‘‘সেভ পেজ এস” অপশনে ক্লিক করে সংরক্ষন (Save) করুন।

৬। যে কোন ওয়েব পেজকে পিডিএফ আকারে সংরক্ষন (Save) করতে পারে।

  • তিন বিন্দু পছন্দসমূহের তালিকাতে যান এবং ‘‘সেভ এস পিডিএফ” অপশনে ক্লিক করে সংরক্ষন (Save) করুন।

৭। যে কোন ডকস্, পিডিএফ বা ওয়েব পেজকে  আকারে মুদ্রণ/প্রিন্ট (Print) করতে পারে।

  • তিন বিন্দু পছন্দসমূহের তালিকাতে (Three Dots menu option) যান এবং প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্টার নির্বাচন করে প্রিন্ট করুন।
  • গুগল ক্লাউড প্রিন্ট: সাইন ইন কৃত ক্রোম ব্রাউজারে প্রিন্টার যোগ করুন এবং ক্লাউড প্রিন্টিং করুন।

৮। ক্রোম ওয়েব স্টোর সার্ভিস

  • বুকমার্ক বারে যান এবং বামদিকে অ্যাপস্ আইকনে করলে ডানদিকে নিচে ক্রোম ওয়েব স্টোর আইকন দেখতে পাবেন।
  • ক্রোম ওয়েব স্টোর খুলুন এবং বিভিন্ন ধরনের এক্সটেনসন এবং থিমসমূহ যোগ করুন।  যেমন- office editing for docs, sheets & slides; google dictionary, google translate, grammarly for chrome  ইত্যাদি।

৯।  এইচটিএমএল টেক্সট এডিটর হিসেবে কাজ করতে পারে।

  • ব্রাউজারের সার্চ বক্সে এই লেখা টাইপ করে এন্টার বাটন চাপুন। ‘‘data:text/html, <html contenteditable>”
  • এবার যে কোন এইচটিএমএল জাতীয় লেখা টাইপ করুন।

১০। কম্পিউটারের ফাইল এক্সপ্লোরার হিসেবে কাজ করতে পারে।

  • ব্রাউজারের সার্চ বক্সে এই লেখা টাইপ করে এন্টার বাটন চাপুন। ‘‘file:///C:/”
  • এনড্রয়েড মোবাইলে ব্রাউজারের সার্চ বক্সে এই লেখা টাইপ করে এন্টার বাটন চাপুন। ‘‘file:///sdcard/”

১১।  পাসওয়ার্ড সেভ ম্যানেজমেন্ট

  • ব্রাউজারের সেটিংসে গিয়ে পাসওয়ার্ড সেভ অপশনটি চালু করুন।

১২। এডভান্সড হিডেন অপশন

  • ব্রাউজারের সার্চ বক্সে এই লেখা টাইপ করে এন্টার বাটন চাপুন। ‘‘chrome://chrome-urls”
  • ব্রাউজারের সার্চ বক্সে এই লেখা টাইপ করে এন্টার বাটন চাপুন। ‘‘chrome://flags” এখান থেকে ক্রোম ব্রাউজারে ‘‘home” বাটন সংযুক্ত করা যায়।

ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভাল থাকুন এবং অন্যদেরকেও ভাল রাখুন। আল্লাহ হাফেজ।

Level 1

আমি মোঃ মোখলেসুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস