Minuteworkers এ কিভাবে কাজ করবেন ?? নবিনদের জন্যে।

কিছুদিন  আগে আমি Minuteworkers নিয়ে ২টো পোস্ট করেছিলাম এবং আমার প্রথম অভিগ্যতার করা কিছু লিখেছিলাম। Minuteworkers এর কাজ গুলো কি রকম হয় তার একটা রাফ্‌ ধারনাও লিখেছিলাম, সাথে আমার পেমেন্ট প্রুফও ছিলো ।

আজকের টিউন্‌টি তাদের জন্যে যারা Minuteworkers এ আমার রেফারেল এ তো কেবল জইন ই করেছেন, কিন্তু এখনও অব্ধি কোনো কাজ করেন নি !!

প্রথমেই ধন্যবাদ জানাই তাদের,যারা Minuteworkers এ আমার রেফারেল এ জইন করেছেন।

যারা জইন করে কাজ করেছেনঃ

Tawhid/ rezaul86/ kader313bdguy/ rifatm/ shimulraj/ payel/ rqmurad/ sohel1978

যারা এখনও একটাও কাজ করেন নিঃ

itssuman88/ Dewan/ abdullah58/ myjewel/ selimdh/ munnarko/ runboyjony/ r2zrocky/ saifyea/ AzharulSojib/ hasan4486/ razu1800/ ashraful2k3/ mahmood81/ ikrambd/ sawkat/ ahammed

যারা জইন করে রীতিমতো কাজ শুরু করেছেন তারা আশা করছি এতদিনে ভালো ইনকাম করিতেছেন। কিন্তু যারা কেবল জইন ই করেছেন, কিন্তু  কিভাবে কাজ করতে হয় কিছুই  বুঝে উঠতে পারছেন না, তারা কি করবেন ??

কিছু ছোট্ট tips নবিনদের জন্যে।

১. প্রথমে নিজের ইউজার নামে এবং পাসওয়াড দিয়ে লগিন্‌ করেন।

২.লগিন্‌ সাক্সেসফুল্‌ হওয়ার পর বাদিকে Available Jobs এ ক্লিক করুন।

৩. Available Jobs এ ক্লিক করলে যত নতুন কাজ আছে আপনি তা দেখতে পারবেন।

৪.Scroll করে কিছুটা নিচের দিকে নামুন এবং যে কাজগুলি আপনি করতে পারবেন সেগুলো আস্তে আস্তে একটার পর একটা করার চেষ্টা করুন।

.”Simple easy signup” এর কাজ করতে বেশিখ্যন লাগে না, খুব্বেশী হলে ২ মিনিট লাগবে।

৬.যেখানে বিভিন্ন পিটিসি সাইটে signup করতে বলা হয়, সে কাজ গুলো ও আপনি করতে পারেন। কিন্তু আগে ভালো করে দেখতে হবে যে কোন পিটিসি সাইটে জইন করতে বলেছে এবং মোট কটা Ads ক্লিক করতে হবে আর কদিন টাইম দিয়েছে কাজটা শেষ করতে।

যেসব পিটিসি সাইটে আপনার একাউন্ট আছে, কিন্তু আপনি জানেন যে ওই সব সাইটে ক্কোনোদিন টাকা পাবেন না, সেসব সাইটে মন খুলে signup করুন। কিন্তু যদি বলে vcbux or onbux এ signup করতে কিন্তু আপনার already এসব সাইটে একাউন্ট আছে, ভুল করেও ২য় বার signup করবেন না, কারন আপনি জানেন যে এসব সাইটে কেবল মাত্র ১টাই একাউন্ট থাকতে হয়।

৭. Facebook or twitter এর কাজ গুলো ও ভিসন সোজা হয়ে থাকে, আপনি করতে পারেন।

৮. শেষ কথা, আপনি যে কাজ ই করেন না কেন, আপনাকে payment proof হিসেবে employer কি কি payment proof চেয়েছে, সেগুলো submit করতে হবে।

কেমন করে করবেন ???

মনেকরুন, আপনি “Simple easy signup” এর কোনো কাজ করলেন, কাজটা করার পর Minuteworkers এর পেজে দেখেন একজায়গাই লেখা আছে...

“I don’t accept this job”

“I accept this Job”

“I accept this Job” ওখানে ক্লিক করার পর একটা  নিচে textbox খুলবে, সেখানে Employer  কি কি চেয়েছে (for eg. Your username & email address ) সেটা লিখে সাবমিট করুন, বেস্‌ কাজ শেষ।

For Example: এখানে একটা পিটিসি সাইটের signup & ads clicks নিয়ে একটা কাজের ধরন দেখুনঃ

1. Go to http://www.Buxp.info/?rh=16ca80542

2. Register to the site

3. Confirm your email and log in to the site

4. Go to view advertisements page

5. Click 4 ads.

6. Click minimum total 12 ads to get this credit.

7. Done

YOU Have to Submit:

1. Your UserName on BuxP

প্রথমে Register করুন http://www.Buxp.info/?rh=16542 এখানে

তারপর ৪টে Ads Click করে বেরিয়ে আসুন।

“I accept this Job” এ ক্লিক করে Textbox এ আপনার UserName টা পেস্ট করুন, বেস্‌  কাজ শেষ।

এখানে বলেছে ১২ টা Ads Click করতে ...মানে আপনাকে ৩দিন ওই সাইটে ৪টে করে Ads Click করলেই আপনি আপনার  credit পেয়ে জাবেন।

আশা করি এখন সবাই Minuteworkers এ কাজ করতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না।

যদি কারোর কোনো তাও প্রব্লেম থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন

Minuteworkers Registration:

http://minuteworkers.com/register.php?ref=ami_kaspersky007

Mail me @   : [email protected]

Level 0

আমি ani। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি যতদুর জানি Minuteworkers রেট টা খুব কম দেয়?

    ঠিক বলেছেন এবং সব কাজ করা যায় না বেশীর ভাগই usa only লেখা। যদিও নতুনদের কাজে আসবে। ধন্যবাদ।

    Level 0

    @kalu
    ami 1 mase $22 korechi, taw abar natun abostai…kichue jana chilo na.abar bolun rate besi na kom?

Boss Shared IP দিয়ে কিভাবে Join করবো । Registration করতে গেলে " ERROR: The IP address is already registered. " এইটা দেখায়

    আমারও তো একই অবস্থা।

    Level 0

    natun kore abar registration korun..taw na hole abar modem reconnect kore machine restart kore try kore dekhte paren….

Level 0

Assalamu Alaikum.Brother pls give ur mbl no.I would like to talk u.

Level 0

Boss অাপনার েমাবাইল নম্বর টি িদেবন কারন এ লাইেন অািম নতুন

Level 0

congtz..
carry on & happy earning.

Thanks for your nice tune. I am trying to join.

মিনিটওয়ার্কারস এর রেপুটেশান খারাপ।ওরা বায়ারদের কথাই বিশ্বাস করে।কোনো বায়ার কাজ সম্পন্ন করে টাকা না দিলে মাইক্রোওয়ার্কারস এ যেমন রিপোর্ট করলে তা বাপ্যারটা খতিয়ে দেখে কিন্তু মিনিটওয়ার্কারস এর ক্ষেত্রে সেটা হয় না।কোন কোন অসাধু বায়ার কাজ সঠিকভাবে সম্পন্ন করলেও Unsatisfied দিয়ে দেয়।আপনারা যারা এসব সাইটে কাজ করেন তারা নিচের সাইটটা দেখতে পারেন।এরা নতুন হিসেবে অনেক বড় আকারে সাইটটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে।কারীগরি সমস্যা সমাধানের জন্য এখন মনে হয় সাইটটা ডাউন হয়ে আছে।পরবর্তীতে চেষ্টা করে দেখতে পারেন।

http://www.microjob.co/

    Level 0

    @নিশাচর নাইম
    ami jakhon minuteworkers natun join korechilam, takhon kichu signup ar kaj submit korechilam…2/1 diner modhye amar kajer credit diyechilo….o kichu kaj denined korechilo..but ami sure chilam j ami kajgulo thik e korecilam…tai site ar admin ke ami akta eequest pathalam j amar kajer credit dewa hoi ni,plz r ak bar recheck korun?
    next din ami amar denined kajer credit peyechilam…
    abar bolun ami ki akhankar admin ke trusted na scam ar list a felbo?

ভাই, এই সাইটে কি এখন আর কাজ করা যায়? জানাবেন।

আপনার সফটওয়্যারের লিংক গুলো তো ট্রায়াল সম্ভব হলে ফুল ভারশন দিন। awsurveys এর হ্যাকিং টিপসটা দিন।