১০টি অন্যরকম ওয়েবসাইট যা ভিজিট করলে আর্শ্চয্য হয়ে পড়বেন ১০০ গ্যারান্টি!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

ইন্টারনেট ব্যবহার করার সুবাদে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করে থাকি। এদের মধ্যে থাকে কাজের ওয়েবসাইট, খবরের ওয়েবসাইট, সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ইত্যাদি। কিন্তু ইন্টারনেটে এমন কিছু কিছু ইউনিক ধাঁচের ওয়েবসাইট রয়েছে যেগুলো ভিজিট না করলে আপনি জানতেনই না এ সকল ধরনের ওয়েবসাইটও  রয়েছে। মানে হলো মানুষের কতটা “ফ্রি” টাইম থাকলে এই জাতীয় ওয়েবসাইটগুলো তৈরি করা যায় তা আজকের টিউনটি পড়লেই বুঝতে পারবেন। আজকের টিউনে আমি এমনই ১০টি “অন্যরকম” ওয়েবসাইটের কথা আপনাদের সামনে নিয়ে এলাম। তো চলুন দেখে নেই কেমন এই ওয়েবসাইটগুলো এবং এদের কাজ কি:

১) Incredibox

মিউজিক ভালোবাসেন? তাহলে মিউজিক নিয়ে এই মজার ওয়েবসাইটটি আপনার বেশ ভালো লাগবে! Incredibox হচ্ছে একটি মিউজিক ওয়েবসাইট যেখানে আপনি এনিমেশন কার্টুনের বিটবক্সারের সাহায্যে নিজস্ব মিউজিক তৈরি করতে পারবেন। ২০০৯ সালে নির্মিত এই ওয়েবসাইটে বর্তমানে ৪৫ মিলিয়ন ইউজার রয়েছেন। সরাসরি নিজে ট্রাই করে দেখুন। ট্রাই করতে চলে যান https://www.incredibox.com/ লিংকে। হোম পেজে গিয়ে আপনার পছন্দসই বিটবক্সারকে সিলেক্ট করুন। তারপর নিচের বক্সের আইকনগুলোর থেকে আপনার পছন্দমতো আইকনকে বিটবক্সারের ক্যারেক্টারের উপর ছেড়ে দিলেই নিজস্ব বিটবক্স মিউজিক আপনি তৈরি করতে পারবেন!

২) Fat Lady Loves Apples!

মোটা মহিলা অ্যাপল ভালোবাসে! ওয়েবসাইটের নামটাই কেমন জানি অদ্ভুত! এর কাজও সেরকমই অদ্ভুত! এই “মানসিক ভারসাম্যহীন” ওয়েবসাইটের কনসেপ্ট হচ্ছে একটি মোটা মহিলাকে মাউসের সাহায্যে অ্যাপল খাওয়ানো। মাউসের সাহায্যে মহিলাটি হাতকে নিয়ন্ত্রিত করে লেফট ক্লিকের মাধ্যমে অ্যাপলকে ধরুন, তারপর তার মুখে কাছে মাউস ড্রাগ করে এনে ছেড়ে দিন, মহিলাটি অ্যাপলকে খেয়ে ফেলবে, তারপর আবার নতুন আরেকটি অ্যাপল আসবে। সাইটটি ক্রিয়েটিভ হলেও একটু অন্যরকম। সাইটের লিংক: https://www.iloveyoulikeafatladylovesapples.com/

৩) Draw a Stickman

এটা একটি বেশ ইন্টারেটিং ওয়েবসাইট। এখানে আপনি নিজে একটি stickman এঁকে নিয়ে তার উপর ওয়েসাইটির তৈরিকৃত বিভিন্ন এডভেঞ্চারে যেতে পারবেন (মানে খেলতে পারবেন আরকি)। প্রথম ২টি পর্ব ফ্রিতে হলেও পরের পর্বটি উপভোগ করতে হলে আপনাকে পয়সা খরচ করতে হবে। ক্রিয়েটিভ ভাবে টাইমপাস করার জন্য এটি একটি দারুণ ওয়েবসাইট।  ওয়েবসাইটটির লিংক: http://www.drawastickman.com/

৪) Patience is a Virtue

পুরাই লুল মার্কা এই ওয়েবসাইটের আলাদা কোনো বিশেষ গুণ নেই। এই ওয়েবসাইটে গেলে আপনি শুধু দেখবেন যে স্ক্রিণে Loading please wait. নামের কথা ভেসে রয়েছে। তবে এই উদ্ভট ওয়েবসাইটেও আপনি উদ্ভট ভাবে কাজে লাগাতে পারেন, যেমন আপনার কোনো বন্ধুর ব্রাউজারে এই ওয়েবসাইটকে হোমপেজ হিসেবে সেট করে দিন। সে যদি একটু বোকা প্রকৃতির হয় তাহলে পরবর্তী সময় সে যখন তার পিসির ব্রাউজারচালু করবে এবং এই সাইটি হোমপেজ হিসেবে চালু হবে তখন সে ভাববে সে তার ইন্টারনেটের গতি অনেক স্লো হয়ে গিয়েছে! সাইটটির লিংক: http://www.patience-is-a-virtue.org/

৫) Engrish

ইংরেজি বানানের ভূলগুলো দেখতে আপনি পছন্দ করেন? তাহলে এই সাইটটি আপনারই জন্য। এই সাইটে গেলে আপনি বিভিন্ন ধরনের হাস্যকর বানানের ভূলগুলো এবং হাস্যকর ইংরেজি উচ্চারণগুলো দেখতে পারবেন। এই সাইটকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, সেগুলো আপনি নিজে নিজে ঘেঁটে ঘেঁটে দেখতে পারেন এবং নির্মল “বিনোদন” লুটে নিতে পারেন! সাইটটির লিংক: http://www.engrish.com/

৬) Fliptext

এই ওয়েবসাইটও লোকজনদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে। এই সাইটে গেলে দুটি বক্স পাবেন আপনি। ওপরের বক্সে কিছু একটা লিখুন, তাহলে দেখবেন যে নিচের বক্সে ওই লেখাটার উল্টো করে সাজানো হয়েছে। এবার আপনার কাজ হচ্ছে নিচের বক্সের উল্টো লেখাকে কপি করে নিয়ে আপনার বন্ধুদেরকে চমকে দেওয়া! সাইটটির লিংক: http://www.fliptext.org/

৭) Radiooooo

ইতিহাসের প্রায় ১০০ বছরের মিউজিকগুলোকে নিয়ে একটি ইউনিক সাইট হচ্ছে এই Radiooooo। সাইটকে গেলে আপনি একটি কাটুর্নের মতো বিশ্বের ম্যাপ পাবেন। এবার আপনার কাজ হলো মাউসের সাহায্যে ম্যাপে যেকোনো একটি দেশকে সিলেক্ট করা। তারপর নিচের টাইমলাইনে পছন্দমতো যুগ নির্বাচন করুন; তাহলে দেখবেন যে ওই দেশের ওই যুগের একটি গান বাজা শুরু হয়েছে! ম্যাপে আপনি অনান্য সাধারণ ম্যাপের মতোই জুম ইন করতে পারবেন! মিউজিক নিয়ে বেশ ইউনিক একটি সাইট এটি। সাইটটির লিংক: http://radiooooo.com/

৮) Doughnut Kitten

এটাও আরেকটি “ননসেন্স” সাইট। সাইটে গেলে দেখতে পারবেন যে একটি ডোনাটের উপর একটি বিড়াল বসে আছে এবং বিড়ালসহ ডোনাটি রংধনুর উপরে ভাসছে! এবার বিড়ালটির উপর মাউস ক্লিক করলে দেখবেন যে বিড়ালটি পরিবর্তিত হয়ে যাচ্ছে! আপনারাই বলেন এটা আসলেই ননসেন্স কিনা! সাইটটির লিংক: http://doughnutkitten.com/

৯) Funny or Die

২০০৭ সালে Will Ferrell, Adam McKay, Michael Kvamme এবং Chris Henchy মিলে এই কমেডি ভিডিও ওয়েবসাইটটি তৈরি করেন। সাইটটিতে আপনাকে মজা দেওয়ার জন্য বিভিন্ন মাত্রার মজাদার ফানি ভিডিও দেওয়া রয়েছে। টাইম পাস করার জন্য এটি আরেকটি চমৎকার “ফাউ” ওয়েবসাইট। সাইটটির লিংক: http://www.funnyordie.com/

১০) PointerPointer

আমাদের আজকের অন্যরকম ১০টি ইউনিক ওয়েবসাইটের একদম শেষে চলে এসেছি। আর এদের মধ্যে সবথেকে বেস্ট, সবথেকে ফাউল এবং সবথেকে “আজাইরা” ওয়েবসাইটটিকে আমি একদম শেষে রেখেছি। আমাদের আজকের লিস্টের শেষ স্থানে রয়েছে PointerPointer ওয়েবসাইটটি। পুরোই নির্মল বিনোদন পাবার জন্য আপনি এই সাইটটি থেকে ঢুঁ মেরে আসতে পারেন। সাইটটির কাজ কি? আসুন তা আপনাকে আমি নিচে বুঝিয়ে দিচ্ছি:

সাইটে যান https://www.pointerpointer.com/। এবার কালো বক্সের ভিতর আপনার মাউস পয়েন্টারটি নিয়ে আসুন এবং ২/৩ সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন যে আপনার পয়েন্টারটি যেখানে রয়েছে সেখানে “পয়েন্ট” করে একটি হাস্যকর ছবি চলে এসেছে।

এখানে আমার পয়েন্ট ছিলো এখানে আর ছবির মানুষটিও পয়েন্ট করছে সেখানে

আবার এইখানে আমার পয়েন্টারটি ছিলো উপরের দিকে, দেখুন এখানে ছবির মানুষটিও আমার পয়েন্টারের দিকে “পয়েন্ট” করছে!

এই ছবিগুলো ইন্টারনেট থেকে র‌্যানডম ভাবে সংগ্রহিত আর তাই এখানে মজাও বেশি! ফ্রি টাইম থাকলে এই ওয়েবসাইটটি থেকে এখনই ঘুরে আসুন!

পরিশিষ্ট:

এই ছিলো ১০টি ইউনিক অন্যরকম ওয়েবসাইট। আপনার যদি এগুলো ছাড়াও অন্যরকম অন্য কোনো ওয়েবসাইটের ঠিকানা জানা থাকে তাহলে নিচের টিউমেন্ট বক্সে সেটা টিউমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর টিউনটি পড়ে মজা পেলে অবশ্যই উপরের জোস বাটনে ক্লিক করতে ভূলবেন না যেন! আজ এ পর্যন্তই। পরবর্তী টিউন করার আগ পর্যন্ত এই ওয়েবসাইটগুলো মজা লুটতে থাকুন! আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice

ভালোই তো