“প্রশ্নোত্তর” নামে নতুন একটা ফিচার যোগ করেছে ফেসবুক । এখানে আপনি আপনার বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন করতে পারবেন এবং তারা তার উত্তর দেবে। একটা উদাহরণ দিইঃ ( ঢাকার সবচেয়ে ভাল রেস্টুরেন্ট কোনটা? ১। ভুতের আড্ডা ২। KFC ৩। BFC ) আপনার ফ্রেন্ডরা ভোট দিতে পারবে। আর নতুন কিছু জানাতে চাইলে মন্তব্যে জানাতে পারে। আপনার কোন বন্ধু প্রশ্নের উত্তর দিলে তার বন্ধুদের নিউজ ফিডে সেই প্রশ্ন দেখাবে। এভাবে চেইন আকারে পুরো ফেসবুকে প্রশ্নটা ছড়িয়ে পড়বে। আপনি চাইলে আপনার বন্ধু নয় এরকম ফেসবুক সদস্যরাও আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। তবে ইয়াহু এ্যানসারের মত কোন ক্যাটাগরী থাকবেনা। ফলে প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য কোন ডাটাবেজে জমা থাকবেনা। শুধু ফ্রেন্ডদের এবং তার ফ্রেন্ডদের করা প্রশ্নগুলো দেখতে পাবেন আপনি।
যেভাবে প্রশ্ন করবেনঃ
প্রথমে এখানে ক্লিক করুন। এরপর আপনার হোমপেজে Question ট্যাবে ক্লিক করে যে প্রশ্নটি করতে চান তা লিখুন এরপর Add pool এ ক্লিক করে অপশন দিতে চাইলে অপশন দিতে পারেন।আর বন্ধুদের করা প্রশ্নগুলো দেখতে পাবেন এই লিঙ্ক থেকে।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
দারুন তো….
ধন্যবাদ জানানোর জন্য 😀