সকলেই আশা করি আল্লাহের অশেষ রহমতে ভালো আছেন আমার আজকের টিউন হেডিং শুনেই বুঝতে পেরে গিযেছেন । বর্তমানে নাম করা ব্রাউজার দের মধ্য সাড়া জাগানো ব্রাউজার হল গুগলের ক্রোম মাত্র কয়েক বছরেই নাম করা ব্রাউজারদের পিছনে ফেলে দিয়েছে ,এক সমীক্ষা আনুসারে ২০১২ তে প্রথম ব্রাউজার হিসাবে থাকবে ক্রোম (বর্তমানে Firefox এর পরেই) কারন ক্রোমের প্রধান শক্তিশালী দিক হল জাভা স্ক্রিপে দ্রুত লোড করার ক্ষমতা সাধারন একটা জাভা স্ক্রীপ অন্য ব্রাউজার দের তুলনায় Chrome সব থেকে দ্রুত লোড হয়।এছাড়াও চালু হবার সময় সবথেকে কম সময় নেয় আর ফায়ার ফক্স এর মতন Extension এর সুবিধা এগুলো তো আপনারা জানেনই শুধু যেটা বলতে আমার টিউন যারা Chrome একবারও ব্যবহার করেন নি তাদের নিকট অনুরোধ একবার ব্যবহার করেই দেখেন না । ক্রোম আপনি উবুন্টু, ফিডোরা, এক্সপি, ভিসতা বা সেভেনের মতো নাম O.S তে ইনস্টল করতে পারবেন তাহলে দেরি কেন ডাউনলোড করে ব্যবহার করে দেখুন । ৯৯ % আমার বিশ্বাস এর স্পীড আমাদের মতোন খুবই হাইস্পীড ইন্টারনেট ব্যবহার কারীদের জন্য উপকার জনক।
আরও জানতে http://www.google.com/chrome
ডাউনলোড করুন গুগলের ক্রোম ১১
উবুন্টুর জন্য (.deb 32 Bit) ডাউনলোড করতে ক্লিক করুন সাইজ - 22.72 MB
ফিডোরার জন্য (.rmp 32 Bit) ডাউনলোড করতে ক্লিক করুন সাইজ - 29.35 MB
উইন্ডোজের জন্য ডাউনলোড করতে ক্লিক করুন (Offline) সাইজ - 25.23 MB
এই টিউনটি আমার ব্লগে পূর্বে প্রকাশিত
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
ক্রোম ব্যাবহার করেছি, অপেরা, এক্সপ্লোরার, সাফারিও….কিন্তু কোন এক বিচিত্র কারনে ফায়ারফক্সের ফক্সহোলে আটকে গেছি – বেরোতে ইচ্ছা করছে না। 🙂