যারা গুগলের ক্রোম এখনও ব্যবহার করেন নি

সকলেই আশা করি আল্লাহের অশেষ রহমতে ভালো আছেন আমার আজকের টিউন হেডিং শুনেই বুঝতে পেরে গিযেছেন । বর্তমানে নাম করা ব্রাউজার দের মধ্য সাড়া জাগানো ব্রাউজার হল গুগলের ক্রোম মাত্র কয়েক বছরেই নাম করা ব্রাউজারদের পিছনে ফেলে দিয়েছে ,এক সমীক্ষা আনুসারে ২০১২ তে প্রথম ব্রাউজার হিসাবে থাকবে ক্রোম (বর্তমানে Firefox এর পরেই) কারন ক্রোমের প্রধান শক্তিশালী দিক হল জাভা স্ক্রিপে দ্রুত লোড করার ক্ষমতা সাধারন একটা জাভা স্ক্রীপ অন্য ব্রাউজার দের তুলনায় Chrome সব থেকে দ্রুত লোড হয়।এছাড়াও চালু হবার সময় সবথেকে কম সময় নেয় আর ফায়ার ফক্স এর মতন Extension এর সুবিধা এগুলো তো আপনারা জানেনই শুধু যেটা বলতে আমার টিউন যারা Chrome একবারও ব্যবহার করেন নি তাদের নিকট অনুরোধ একবার ব্যবহার করেই দেখেন না । ক্রোম আপনি উবুন্টু, ফিডোরা, এক্সপি, ভিসতা বা সেভেনের মতো নাম O.S তে ইনস্টল করতে পারবেন তাহলে দেরি কেন ডাউনলোড করে ব্যবহার করে দেখুন । ৯৯ % আমার বিশ্বাস এর স্পীড আমাদের মতোন খুবই হাইস্পীড ইন্টারনেট ব্যবহার কারীদের জন্য উপকার জনক।
আরও জানতে http://www.google.com/chrome
ডাউনলোড করুন গুগলের ক্রোম ১১

উবুন্টুর জন্য (.deb 32 Bit) ডাউনলোড করতে ক্লিক করুন সাইজ - 22.72 MB
ফিডোরার জন্য (.rmp 32 Bit) ডাউনলোড করতে ক্লিক করুন সাইজ - 29.35 MB
উইন্ডোজের জন্য ডাউনলোড করতে ক্লিক করুন (Offline) সাইজ - 25.23 MB
এই টিউনটি আমার ব্লগে পূর্বে প্রকাশিত

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রোম ব্যাবহার করেছি, অপেরা, এক্সপ্লোরার, সাফারিও….কিন্তু কোন এক বিচিত্র কারনে ফায়ারফক্সের ফক্সহোলে আটকে গেছি – বেরোতে ইচ্ছা করছে না। 🙂

    "করে ব্যবহার করে দেখুন ৯৯ % " ভাই ৯৯ % দেবার কারন আমরা বাঙালি পুরোনোকে সহজে ছাড়তে আমরা পারি না । ক্রোম ব্যবহার না করা এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার, আর আমি আগেও ফায়ারফক্স ব্যবহার করেছি করবোও তবে প্রয়োজন অনুসারে। আর যারা ফায়ারফক্সের ফক্সহোলে আটকে আছেন তাদের কাছেই আমার অনুরোধ দেখুন না একবার ব্যরহার করে নিজেকে আটকে রেখে লাভ কি সময়ের সাথে পরিবর্তন না হলেও ভাল জিনিশটা হাত ছাড়া করবেন ?

ব্যবহার করে দেখি কেমন স্পীড।ধন্যবাদ

ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ, তবে ব্যবহার করতে ভুলবেন না ।

আমিও অনেক কিছুই ব্যাবহার করেছি । কিন্তু Firefox এর বাধনে বাধা । কারন এর প্রচুর add-ons ।
Most easiest and effective way to use a web browser . এই সুবিধা যদি কনদিন কেও দিতে পারে তবেই Firefox কে কেও টপকে প্রথম স্থান নিতে পারবে । নাহলে এর পরেই থাকতে হবে । । ।

    অদৃশ্য ভাইকে দেওয়া Reply আপনার ক্ষেত্রে বলা যায় , আমারও ফায়ারফক্স ব্যবহার করার কারনই হল add-ons তবে সব সময় add-ons প্রয়োজন হয় না শুধু যখন add-ons দরকার হয় তখন Firefox ব্যবহার করি, তবে আপনার ব্যক্তিগত ব্যাপার আর সময়ই বলবে কে আগে থাকবে আর কে পরে ।

আমি আপনার সাথে একমত। আমি প্রায় আট মাসের মত chrome use করতেছি। এককথা বলব খুব ভাল ব্রাউজার। স্ক্রীনটা অনেক বড। কিন্তু firefox এর স্ক্রীন অনেক small.তাছাডাও অনেক সুবিধা আছে এতে।

শুরু থেকেই ক্রোম ইউজ করছি…….পাশাপাশি অপেরা…….অফিসে পাকাপাকিভাবে ফায়ারফক্স……কাল ফায়ারফক্স ৪.০ ইনস্টল করলাম বাসায়……সুপারফাস্ট…….এরকম হলে ক্রোম ছেড়ে বাসায়ও ফায়ারফক্স ইউজ করবো.

@সাইফুল্লাহ ভাই
আমি বার বার গুগল ক্রোম এ যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি।

@তাপস ভাই
ফায়ারফক্স ৪.০ ইউজ করেন। আর দেখেন কত্ত বড় উইন্ডো।

ব্রাউজারটি চমত্কার

I will try
Thank u…

Level 3

যে একবার গুগল ক্রোম ইউজ করবে সে অন্য কোন ব্রাউজার ব্যবহার করবে না।

ফায়ারফক্স এর বুকমার্ক গুলো কি গুগল ক্রোম এ ইমপোর্ট করা যাবে? জানাবেন । ধন্যবাদ।

    Level 0

    settings => option => personal stuff => Import data from another browser
    thats it 🙂

    ভাই উত্তর পেযেগিয়েছেন। ব্যবহার করুন আশা করি ভাল লাগবে।

আমি অপেরা,ফায়ারফক্স ২ টাই ইউস করে হতাশ হবার পর গুগল ক্রম ব্যবহার করা শুরু করছি|এক কথায় দারুন একটা ফাস্ট ব্রাউজার|

ভাই ক্রমে লেখা একটার উপর আর একটা আছে।এবং টেকটিউনসে আইডিএম অটো ডাউনলোদ হয়।