নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য

প্রায় বছর দু'য়েক পূর্বে শখের বশেই একটা ইউটিউব চ্যানেল খুলে বসেছিলাম। কিন্তু কাজ করা হয়নি সেভাবে। আজ এতদিন পর সেই শখের বশেই ইউটিউব সম্পর্কিত সকল ইনফরমেশন নিয়ে গুগলে সার্চ করছিলাম। ইউটিউব আর্নিং প্রসেস, আর্নিং ফর পার ভিওয়ার্স, ইউটিউব মানি ক্যালকুলেটর, ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও স্পন্সর সহ বেশকিছু চমকপ্রদ ও তথ্যবহুল যে ইনফরমেশন গুলো আমি জানতে পেরেছি, তা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি, তা আপনাদেরকে ইউটিউব সম্পর্কে কিছু না কিছু হলেও নতুন কিছু শিখতে সহায়তা করবে ইনশাআল্লাহ।

যাহোক, এবার মূল টিউনে ফিরে আসি। প্রথমেই কথা বলবো, ইউটিউব আর্নিং প্রসেস নিয়ে।

ইউটিউব থেকে উপার্জনের ৩ টি পদ্ধতি

ক. ভিডিও মনিটাইজেশন করে।
খ. অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং
গ. ভিডিও স্পন্সর করে।

এবার এই বিষয়গুলো নিয়ে কিছু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি। বিস্তারিত জানতে গুগল মামা তো সবসময় ই
আছে। তাই আমি জাস্ট সেইসব টপিক সম্পর্কে জানার আগ্রহ টা তৈরি করে দিচ্ছি।

ক. ভিডিও মনিটাইজেশন করে।

টিভি বা সিনেমা নির্মাতাদের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত একটা নাটক বা সিনেমা তৈরি করে তা যখন
আমরা টিভিতে দেখি তাতে তাদের লাভটা কোথায় বলতে পারেন?
তাদের উপার্জনের সিংহভাগ আসে বিভিন্ন কোম্পানির বিভিন্নরকম বিজ্ঞাপণ থেকে। রোমাঞ্চকর মুভি বা নাটকের
বিরক্তিকর বিজ্ঞাপণ গুলোই মূলত আপনাকে মুভি বা নাটক টা দেখতে সহায়তা করে থাকে।
ইউটিউবেও আপনার তৈরিকৃত একটা ভিডিও-এর ভিউ বাড়ার সাথে সাথে ভিডিওর মধ্যে বেশকিছু বিজ্ঞাপণ
দেখতে পাবেন। মূলত ঐ বিজ্ঞাপনগুলোই আপনার উপার্জনের উৎস। আর এটাই হচ্ছে ভিডিও মনিটাইজেশন।

ভিডিও মনিটাইজেশনের জন্য একটা Doubtful ইনফরমেশন

ভিডিও মনিটাইজেশনের জন্য কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে উইদাউট বাংলাদেশ। ইজ ইট রাইট.!?
যাহোক, দেশ পরিবর্তনের জন্য ইউটিউব.কম এ প্রবেশের পর  স্ক্রল(বাম দিকের স্ক্রল বার)করে নিচের দিকে আসলে Settings
অপশন খোঁজে পাবেন। Settings এ Click করে Advance Settings চলে যান।

স্ক্রল করে নিচের দিকে আসলেই কান্ট্রি চেইন্জ অপশন খোঁজে পাবেন। না বোঝলে ছবিতে দেখুন। এরপরও না বোঝতে টিউনমেন্ট করুন।

খ.অ্যাফিলিয়েট মার্কেটিং করে।

ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা ভিডিও মনিটাইজেশন ছাড়াও এফিলিয়েশন করে আর্ন করেন।
আর এ ধরনের আর্নিং এর জন্য সাধারণত প্রোডাক্ট রিভিউ টাইপের ভিডিও বানাতে হয়। এফিলিয়েট
সাধারণত মার্কেটিং। অর্থ্যাৎ আপনি একটা ক্যামেরা সম্পর্কে রিভিউ টাইপের ভিডিও বানালেন। আর
ভিডিওর নিচে আপনি এই ক্যামেরাটা কোথা থেকে কিনবেন তার লিংক দিয়ে দিলেন। আর আপনার
প্রোভাইডেড লিংকে ক্লিক করে যত লোক এই পোডাক্ট টা কিনবে তার থেকে আপনি একটা কমিশন
পাবেন আর ভিডিও ভিউ এর উপর ত আর্ন থাকছেই। আর এফিলিয়েশন সাধারনত অ্যামাজন, ইবে,
ক্লিক ব্যাংক, আলি এক্সপ্রেস এই রকম সাইটেই এই সুবিধা দিয়ে থাকে।

গ. ভিডিও স্পন্সর বানিয়ে :

বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন যারা স্পনসরশিপ নিয়ে ভিডিও বানিয়ে উপার্জন করেন। অর্থ্যাৎ আপনি
এমন একটা ভিডিও বানালেন, যেটাতে কোনো কোম্পানি সম্পর্কে বললেন বা প্রচার করলেন(As a actor)।
তবে ভিডিও স্পন্সর পেতে প্রথমে আপনাকে ভাল মানের ইউটিউবার
হতে হবে। বাংলাদেশে প্রথম সারির কিছু ইউটিউবার আছেন যারা ভিডিও স্পন্সর তৈরী করে উপার্জন করে।

কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকরী টিপস

♦Google Chrome-এ বেশকিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন এবং এর যথাযথ ব্যবহার আপনার ইউটিউব ভিডিও ট্যাগ লিস্ট কপি করার জন্য অনেক বেশিই সহায়ক হবে বলে আশা করছি। আশা করছি, নিচের ভিডিও টি থেকে আপনি সেসব এক্সটেনশন সম্পর্কে অনেক ভাল ধারণা লাভ করতে পারবেন। তাছাড়া নিম্নলিখিত পরামর্শসমূহও আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেক বেশি সহায়ক হতে পারে বলে মনে করছি।
♦Regular ভিডিও আপলোড করুন।
♦সঠিকভাবে Tag নির্বাচন করুন(SEO)।
♦ভিডিও Description যেন প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে লক্ষ্য রাখুন।
♦দর্শকের রুচি অনুযায়ী চেষ্টা করুন হাই কোয়ালিটির ভিডিও আপলোড করতে।
♦ভিডিও ভয়েস বাংলা হলে, চেষ্টা করুন English সাবটাইটেল ব্যবহার করতে।
♦Camera ব্যবহারের নিপূণতাও আপনার চ্যানেলের রেটিংস্ বাড়ানোর জন্য সহায়ক  হবে অনেকখানি।
♦দর্শকদের মন্তব্যের উত্তর দিয়ে সবসময় চ্যানেলটাকে প্রাণবন্ত করে তুলুন।
♦টিউটোরিয়াল বেইজড ভিডিও হলে অবশ্যই কি-বোর্ড শর্টকাট কমান্ড হাইলাইটস্ করুন।

Calculate করুন ইউটিউব আর্নিং

যাহোক, এবার কথা বলছি একটা চমকপ্রদ ওয়েবসাইটের অ্যামেজিং ফিচারস্ নিয়ে। হয়তোবা অনেকেই আগে থেকেই
জেনে থাকবেন এ বিষয়ে। কিন্তু আমি এটা জাস্ট আজই জানতে পেরেছি। তাই আমার মত যারা আছেন, তাদের কাছে
শেয়ার করার ইচ্ছা হলো। আশা করছি, আপনাদেরও ভাল লাগবে। ভাল লাগলে টিউমেন্ট করে উৎসাহিত করলে নতুন
কিছু জেনে শেয়ার করার উৎসাহ পাবো।

চলুন, জেনে নেয়া যাক সেই Amazing সাইট টি সম্পর্কে। সাইট টি সম্পর্কে জেনে নিতে নিচের ভিডিও টি দেখে নিন। আশা করি, ভালই লাগবে। ভাল লাগলে শেয়ার, লাইক এবং টিউমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর ভাল না লাগলে কি আর করা, Dislike অপশন তো রয়েছেই। অন্তত, সেই ফিডব্যাক থেকেও নিজের কাজের প্রতি আরো বেশি যত্নশীল হতে পারবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে।

ভিডিও

ফেসবুকে আমি
টুইটার
ইন্সটাগ্রাম
আপওয়ার্ক
ট্রুলেন্সার
স্টিমিট
ফ্রিল্যান্সার
গুগল প্লাস
লিংকেদিন
কন্টেন্টমার্ট
(কন্টেন্টমার্ট রেফারেল লিংক)
ফাইভার

উপরের সবগুলা সাইটেই আমার নামমাত্র অ্যাকাউন্ট রয়েছে। HTML, CSS, WordPress এর পর এখন JavaScript
শিখছি। এরপর jQuery, PHP, MySQL সহ বেশকিছু ল্যাঙ্গুয়েজ শেখার পর মার্কেট প্লেস গুলোতে কাজের জন্য বিড করতে
চাইছি। নাকি এখনি বিড করে কাজ শুরু করে দিবো?
টিউমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানালে উপকৃত হতাম।

Level 0

আমি মাহমুদুল হাসান। , Jamalpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস