আশাকরি নিশ্চয় ভাল আছেন আমি ও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালই আছি। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমি গুছিয়ে লিখতে পারিনা যাই হোক আর কথা বাড়াবো না এবার চলুন কাজের কথায় আসা যাক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফরেক্স ট্রেডিং। প্রথমেই আমি একটি কথা বলে নেই আজকের এই পোস্টটি একদম নতুনদের জন্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি জানেন এবং বুঝেন অর্থাৎ যারা এডভান্স লেভেলের আছেন তাদের জন্য আমার এই টিউন নয় আপনারা চাইলে এখান থেকেই স্কিপ করতে পারেন।
বর্তমানে আমাদের দেশে ফরেক্স ট্রেডিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পেশা হিসেবে অনেকেই ফরেক্স কে বেছে নিচ্ছেন বা নিতে চাইছেন আমি যেভাবেই বলি না কেন। তো এখানে আমি নিজেও মনে করি পেশা হিসেবে ফরেক্স হতে পারে একটি best platform তবে আপনি যদি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চান অথবা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে অনেক বেশি জানতে হবে। তো কিভাবে আপনি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করবেন সেবিষয়ে পরবর্তীতে এডভান্স লেভেলের টিউটোরিয়াল দিব। আজকে আমি আলোচনা করব একটি সিগনাল apps নিয়ে যারা ফরেক্স মার্কেটে একদম নতুন আছেন তারা এই সিগন্যালটি ফলো করলে আশা করি বেশ উপকৃত হবেন এই signal টির নাম daily forex signal এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা এই লিংকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তোর চলুন প্রথমেই আমরা দেখেছি সিগন্যালটি কিভাবে কাজ করে সিগন্যালটি ডাউনলোড করার পর ওপেন করার সাথে সাথে আপনার সামনে হোমপেজে একটি বাটন দেখতে পারবেন সেখানে লেখা আছে Start signal তো সেই start signal এ ক্লিক করুন
এবার দেখুন ফরেক্সের পেয়ারগুলো দেখা যাচ্ছে যেমন EUR USD GBP USD USD JPY ইত্যাদি এখানে আপনারা দেখতে পাবেন buy sell অথবা waiting, neutral এধরনের signal আর প্রতিটি পেয়ারের পাশেই দেখুন analysis বাটন দেয়া আছে এবার সেই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন কোথায় টেক প্রফিট সেট করবেন আর কোথায় স্টপ লস সেট করবেন নিচের চিত্র দেখুন।
এখানকার এই analysis টা বুঝতে অনেকের কষ্ট হয় তো আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন buy position by টেকপ্রফিট sell position sell টেকপ্রফিট সবই আছে
ধরুন আপনি GBPUSD তে দেখে আশাকরি বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন আমি সমাধান দেয়া চেষ্টা করব
ও হ্যাঁ যাবার আগে আরেকটি কথা কখনোই কোন সিগন্যাল প্রোভাইডার এর ওপর ভিত্তি করে অথবা কারো কথায় কারো পরামর্শে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন না সিগন্যাল প্রোভাইডার এর সিগন্যাল এর সাথে যদি আপনার ট্রেডিং স্ট্রাটেজি মিলে যায় তাহলেই আপনি ট্রেড করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ। .
আমি লুৎফর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।