যেভাবে সেটআপ ও তৈরি করবেন আপনার গোপন ইমেইল

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান যুগ ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আর এই তথ্য প্রযুক্তির যুগে এখন আর কেউ চিঠি লেখে না। এখন সবাই ব্যবসায়িক এবং অফিসের কাজে ও ব্যক্তিগত যোগাযোগের জন্য ইমেইল ব্যবহার করে। ইমেইল ব্যবহার করার জন্য আপনার দরকার হবে একটি ইমেইল একাউন্ট। আর এখন যদি বলা হয় একটি গোপন ইমেইল ব্যবহার করতে তাহলে কি হবে? চিঠি পত্রের যুগে প্রেরকের ঠিকানা আমরা সহজেই গোপন করতে পারতাম কিন্তু এই ইমেইলের যুগে তা কিভাবে করবেন আপনি? সেটা নিয়েই আজকের আমার এই টিউনটি করতে বসা।

হ্যালো টেকটিউনস ভিউয়ার, আমি আপনাদের প্রিয় এবং পছন্দের টিউনার চলে এলাম আরেকটি নতুন এবং অন্যরকম দরকারী একটি টিউন নিয়ে। কিভাবে আপনি একটি Anonymous বা সম্পূর্ণ গোপন ও নাম বিহীন ইমেইল ঠিকানা খুলবেন সেটি আজ আমি এখানে দেখাবো। তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই:

সিক্রেট বা গোপন বা Anonymous ইমেইল। এটা কিন্তু কোনো এনক্রিপ্টশন ভিক্তিক ইমেইল নয়, এটি আরো এডভান্স প্রকৃতির ইমেইল সিস্টেম। ইমেইল এনক্রিপ্টশন করা এখন খুবই সহজ কাজ। যেমন জিমেইলের ইমেইলগুলো এনক্রিপ্টশন করতে আপনি ব্যবহার করতে পারেন Secure Mail ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে। ডেক্সটপ ইমেইল ক্লায়েটের এনক্রিপ্টশনের জন্য ব্যবহার করতে পারে GnuPG (Privacy Guard) কিংবা EnigMail ইত্যাদি সফটওয়্যারগুলো। কিন্তু এরা শুধুমাত্র ইমেইল এনক্রিপ্টশন করে, ইমেইলকে গোপনীয় বা Anonymous বা কে ইমেইলটি সেন্ড করেছে সেটা লুকাতে পারে না।

সত্যিকার ভাবে একটি Anonymous ইমেইল একাউন্ট খুলতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। তবে এটার আগে আমি এখানে বলে নিচ্ছি এই কাজগুলো আপনার অবশ্যই কোনো খারাপ এবং বেআইনী উদ্দেশ্যে প্রয়োগ করবেন না এবং এই টিউনের কনটেন্ট থেকে কোনো ব্যক্তি কোনো প্রকার খারাপ বা বেআইনী কাজ করলে সেটা সম্পূর্ণ দোষ উক্ত ব্যক্তির হবে এবং কোনো ভাবেই টেকটিউনস এবং টিউনার গেমওয়ালা এতে দায়ী থাকবে না।

প্রথম ধাপ: গোপনে ব্রাউজিং করুন

একটি সত্যি কথা হলো আপনি এই মুর্হুত্বে যে ব্রাউজারটি ব্যবহার করছেন (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, মাইক্রোসফট EDGE বা ইন্টারনেট এক্সপ্লোরার, ইউসি ব্রাউজার, অপেরা ব্রাউজার ইত্যাদি) সেটি আপনাকে ট্রাকিং করছে। কুকিস, unstoppable Super cookies গুলো আপনার বর্তমান লোকেশন এবং নেটে আপনি কোন কোন সাইট ব্রাউজিং করছেন সেটির সকল তথ্য কালেক্ট করতে সক্ষম। কিন্তু এই তথ্যগুলো আপনাকে সঠিক বিজ্ঞাপণ প্রদর্শন এবং গবেষণার কাজে ব্যবহৃত হয়ে থাকে।

আর ব্রাউজারের প্রাইভেট মোড বা incognito মোডেও তেমন একটা কাজ হবে না কারণ আপনার আইপি এড্রেস এতে লুকায়িত করা হয় না।

আপনি যদি ওয়েব ব্রাউজ anonymously ভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই মজিলা ভিক্তিক Tor ব্রাউজার ব্যবহার করতে হবে। এই ব্রাউজারের ব্যবহারের মাধ্যমে আপনি ডার্ক ওয়েবেও ব্রাউজিং করতে পারবেন।

টর ব্রাউজারে The Onion Router সিস্টেম ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনার আইপি এড্রেস সহ যাবতীয় লোকেশন ট্রাকিং সিস্টেম এতে কাজ করবে না। তবে এতে সাধারণত কোনো ওয়েব পেজ লোড হতে ক্রোম বা ফায়ারফক্সের থেকে বেশি টাইম লাগে। টেকটিউনসে টর ব্রাউজার নিয়ে আগে অনেক টিউন হয়েছে তাই আর আমি এই ব্রাউজার নিয়ে বেশি কিছু লিখলাম না।

দ্বিতীয় ধাপ: Anonymous ইমেইল

সত্যিকার অর্থে একটি গোপন ইমেইল আপনি সহজেই খুলতে পারেন। যেমন জিমেইল একাউন্ট খেলার সময় নাম ঠিকানা, লোকেশন, বার্থডে ইত্যাদি আপনি মিথ্যে দিয়ে পূরণ করে একটি আজগুবি নাম দিয়ে গোপন ইমেইল খুলে নিতে পারেন যেমন [email protected], [email protected], [email protected] ইত্যাদি। তবে আপনি আপনার পারসোনাল ইমেইল যদি জিমেইলে করে থাকেন তাহলে গোপনীয় ইমেইল টি অন্য সার্ভিসে খুলে নিলে ভালো হয়।

নিচে কিছু ওয়েব ভিক্তিক anonymous মেইল সার্ভিস লিস্ট দিয়ে দেওয়া হলো:

Hushmail:

আজকের আমাদের লিস্টে প্রথমেই রয়েছে hushmail. না এটি কোনো হাঁসের মেইল নয় (লুল)। এটি একটি সহজে ব্যবহার যোগ্য এবং সম্পূর্ণ এড ফ্রি ও বিল্ট ইন এনক্রিপ্টশনযুক্ত একটি anonymouse ইমেইল সার্ভিস। তবে এটির ফ্রি সংস্করণে আপনি ২৫ মেগাবাইট স্টোরেজ ব্যবহার করতে পারবেন। আর প্রতি বছরে ৪৯.৯৮ ডলারে ১০ গিগাবাইট অনলাইন স্টোরেজেও আপনি এর প্রিমিয়াম সংস্করণ পাবেন।

তবে আপনি এর ফ্রি সংস্করণ বা প্রিমিয়াম যে কোনো সংস্করণই ব্যবহার করেন না কেন আপনি এটি কোনো বেআইনী কার্যক্রমে ব্যবহার করতে পারবেন না।

Guerrilla Mail:

গেরিলা মেইল মূলত একটি ক্ষনস্থায়ী ও disposable ইমেইল সার্ভিস। আর আপনার ব্যবহৃত ইমেইল এড্রেসটি আর কেউ ব্যবহার করতে পারবে না। আপনার গেরিলা মেইল এড্রেস চালু করার এক ঘন্টা পর্যন্ত আপনার মেইলে আসা যাবতীয় মেইল আপনি guerrilamail.com সাইটে গিয়ে দেখতে পারবেন। গেরিলা মেইলে আপনি আপনার নিজের পছন্দমত ডোমেইনও ব্যবহার করতে পারবেন। যেমন [email protected] ইত্যাদি (লুল)। আপনি দ্রুত ও চটপটে একটি গোপনীয় মেইল এর জন্য গেরিলা মেইল সার্ভিসটি ব্যবহার করতে পারেন। এতে কোনো সাইন আপের প্রয়োজন হবে না, মেইলে আপনি ১৫০ মেগাবাইট পর্যন্ত ফাইল এটাচ করতে পারবেন।

Mailinator:

আরেকটি গোপনীয় ফ্রি এবং disposable ইমেইল সার্ভিস হচ্ছে Mailinator. এতে কোনো সাইন আপের প্রয়োজন হয় না তবে আপনি চাইলে গুগল একাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন। এটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু @mailinator.com এর আগে আপনা পছন্দ মতো একটি ইমেইল একাউন্টের নাম বসাতে হবে। তবে এখানে একটি সমস্যা হলো অন্য কেউ যদি আপনার পছন্দকৃত নামটি ব্যবহার করে প্রবেশ করতে পারবেন এবং তখন দুজনই একই ইমেইল এড্রেস ব্যবহার করবেন। মেইলে প্রবেশের জন্য কোনো পাসওর্য়াড এর প্রয়োজন পড়বে না।

Hide-Your-Email.com

চমৎকার ও সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস নিয়ে Hide-Your-Email.com সার্ভিসটি রয়েছে। এতেও কোনো সাইন আপের প্রয়োজন নেই শুধুমাত্র @pidmail.com আগে শুধু আপনার পছন্দমতো ইমেইল এর নাম দিতে হবে। তবে এতে কোনো ইমেইল সেন্ডিং অপশন পাবেন না। এর সার্ভিস সম্পূর্ণ ফ্রি।

TorGuard Email

টরগার্ড ইমেইল মূলত একটি ভিপিএন ভিক্তিক Anonymous VPN সার্ভিস যেটি সাবক্রিপ্টশন চার্জ প্রতি মাসে ৯.৯৫ ডলার থেকে শুরু। এতে আপনি আলাদা করে Anonymous Email সার্ভিসও পাবেন। টরগার্ড সার্ভিসটি G/PGP এনক্রিপ্টশন ব্যবহার করে এবং এতে কোনো বিজ্ঞাপণ নেই।

Email On Deck

ইমেইল অন ডেক ব্যবহার করা খুবই সহজ। মাত্র দুটি ধাপে আপনি একটি temp disposable ইমেইল পেয়ে যাবেন। প্রথম ধাপে আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে এবং দ্বিতীয় ধাপে আপনাকে ইমেইলটি সংগ্রহ করতে হবে। মনে রাখতে হবে যে এখানে আপনাকে তারা র‌্যানডম ভাবে একটি ইমেইল দিয়ে দেবে (যেমন [email protected])। আপনি চাইলে যখন তখন অন্য আরেকটি ইমেইল নিয়ে নিতে পারেন। তবে এই মেইলগুলো ২ ঘন্টা পর্যন্ত একটিভ থাকবে।

TrashMail.com

ট্রাশমেইল ডট কম জাস্ট একটি সাইট নয় বরং এটি একটি ক্রোম আর ফায়ারফক্সের এক্সটেনশন হিসেবেও কাজ করবে এবং এর ফলে আপনাকে তাদের সাইট বার বার ভিজিট করতে হবে না। এখান থেকে আপনি আপনার পছন্দমতো ডোমেইন এক্সটেনশন থেকে আপনার প্রয়োজনীয় ইমেইল এড্রেসটি খুলে নিতে পারেন। ফ্রি সংস্করণে আপনি লিমিটেড ইমেইলে সেন্ড এর অপশন পাবেন তবে প্রতি বছর ১২.৯৯ ডলার  দিয়ে প্রিমিয়াম সাবক্রিপ্টশন নিলে আপনি আনলিমিটেড ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

ProtonMail

আমাদের আজকের লিস্টের সবার শেষে রয়েছে প্রোটন মেইল। সবার শেষে থাকলে এটিই লিস্টের সবথেকে বেস্ট গোপন ইমেইল সার্ভিস বলা যেতে পারে। এটি আপনাকে ফুল টাইম এনক্রিপ্টশন মেসেজ সার্ভিস দেবে, সাথে থাকলে anonymouse এর ব্যবস্থা। এর সার্ভারগুলো সুইজারল্যান্ডে অবস্থিত আর সুইজারল্যান্ড দেশটি প্রাইভেসি নিয়ে ব্যাপক সচেতনই বলা যায়। প্রোটন মেইলের ফ্রি সংস্করণে আপনি দৈনিক ১৫০ মেসেজের লিমিট ও ৫০০ মেগাবাইট স্টোরেজ পাবেন। অথবা এডভান্সড ফিচার উপভোগ করতে আপনাকে প্রতি মাসে ৪ ইউরো খরচ করতে হবে।

তো এই ছিলো আজকের যত আয়োজন। তবে আমাদের অবশ্যই এই সার্ভিসগুলো ভালো এবং শুধুমাত্র শিক্ষনীয় ব্যাপারে ব্যবহার করা উচিত। আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি টিউনার গেমওয়ালা চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি কমিউনিটি টেকটিউনসে। আর টিউন সম্পর্কে কোনো মতামত থাকলে তা নিচের টিউমেন্ট বক্সে জানাতে ভূলবেন না যেন।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

xoss share