আপনিও হয়ে যান ইন্টারনেটের একজন সেরা লেখক

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

আছ্ছালামু আলইকুম।

কেমন আছেন সবায়? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে লেখা টিউন করার জন্য আগ্রহী ছিলাম, কিন্তু সময়ের অভাবে টিউন করতে পারেনি। যাইহোক আজ সুযোগ হলো তাই লিখতে বসে পরলাম। আজ আমি এই টিউন করছি সকলের জন্য। আমরা সকলেই জানি টেকটিউনস একটি বিশাল কমিউনিটি। কিন্তু এখন তারা আর কাউকেই তাদের সাইটের সদস্য বানাচ্ছেনা আর তাদের অনেক ডিমান বেড়েছে। আর আমাদের মতো যারা ব্লগে লিখতে চায় তারা লিখতে পারছিনা। আমরা চায় যে আমরা যা লিখি তা যেন সকলেই দেখে। এই জন্য আমরা সকলেই টেকটিউনসকে বেচে নিই।

যাইহোক, আজ আমি আপনাদের কে একটা নতুন সাইটের সাথে পরিচয় করে দেব, তার আগে আমি আপনাদের কে বলতে চায় যে আমরা তো অনেক সাইটের কম বেশি লিখি। কেননা আমরা এই সাইটে লিখে এই সাইটকে আমরা আমাদের মিলন মেল বানিয়ে নিই আর এই সাইটের টপ লেখকে মধ্যে ও সেরা একজন হয়ে উঠি। এই সাইটা নতুন কিন্তু এই সাইটটায় আমাদের মতো যাদের নিজের ওয়ব সাইট নাই বা যাদের আছে তারা এই সাইটে টেকনলজি ও বিনোদন ছাড়া আপনাদের এসইও কাজে ব্যবহার করতে পারবেন।

এই সাইটটা কে আমি টেকটিউনসের বানিয়ে আমরা অন্যকে বলতে পারবো এই সাইটের আমি ও একজন পুরানত লেখক আপনিও হয়ে যেতে পারেন ইন্টারনেট কমিউনিটর একজন নতুন মুখ। এই সাইটা কে আমাদের জন্য একটা প্ল্যাটফম বা মিলন মেলা বানিয়ে আমরা এই সাইটা কে ফেসবুকের মতো লেখবো। যাইহোক আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে আপনারা  সকলেই এই সাইটের সদস্য হোন ও ইন্টারনেটের একজন্ বিখ্যাত মুখ।

সাইটের লিংটাহলো :- PriyoTunes.com

আমরা আশা করব আমাদের সাথে আপনারাও অংশগ্রহণ করবেন এই মহৎ কাজের সাথে। আর তার জন্য আপনাকে লিখতে হবে প্রিয়টিউনসে।

সবার কাছে এই আশা ব্যক্ত করে আমি আজকের লেখা এখানেই শেষ করছি। আপনার সকলে ভালো থাকবেন।

Level 3

আমি সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

নিজের ক্ষুদ্র জ্ঞানটুকু বিলিয়ে দিয়ে অজানাকে জানতে সমুদ্র পাড়ি দিতে পারি ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস