যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই। আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
বন্ধরা,
আপনাদের যাদের কাছে banglalink বন্ধ সিম আছে, তারা সবাই তারাতারি সিম টি মোবাইল ফোনে উঠিয়ে recharge পয়েন্টে চলে যান।
আর তাকে বলুন যে, banglalink বন্ধ সিম এ 23 Taka recharge করে ফ্রি 12GB ইন্টারনেট অফার টি পুরন করে দিতে।
শুধু এখানেই শেষ নয়,
সাথে ব্যালেন্স এ ২৩ টাকা তো থাকবেই।
আপনি কিন্তু প্রথমে পাবেন 1 GB. যার মেয়াদ হবে ১৫ দিন।
মনে রাখবেন,
এইটা কিন্তু প্রতিদিন সর্বোচ্চ ৩৫০ এমবি করে মোট ১৫ দিনে 1GB ব্যবহার করতে পারবেন।
আরো ১১ জিবি পেতে
আপনাকে ১৫ দিন পরপর 9 Taka recharge করতে হবে।
তাহলে আপনি আরো 1GB করে পেতে থাকবেন।
নতুন ও দারুন ওফার বাংলালিংকে ১৪ টাকাই ১জিবি ইন্টারনেট। জলদি নিন। (সমীত সময়ের জন্য)
আপনাদের সুবিধার জন্য বলছি যে
যদি কোন রিটেইলার এই পদ্ধতি না জেনে থাকে, তবে টিউনের নিচে আমি একটি রিটেইলার এর ফ্রি ফেসবুক আইডি দিয়ে দেবো।
সেখান থেকে আপনারা তাকে আপনাদের নাম্বার টা ম্যাসেজ করলেই সে আপনারদের কে অফার টি পুরন করে দিবে।
আর হ্যা….
আপনারা কিন্তু তাকে ঠকাবেন না।
আপনার অফারটি পুরন হওয়ার পর তাকে অবস্যই আপনার banglalink সিম এ 23 Taka recharge করে দেওয়া টাকা
তাকে ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে ফিরিয়ে দিবেন।
তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।
এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।
Read More.
আমি সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
নিজের ক্ষুদ্র জ্ঞানটুকু বিলিয়ে দিয়ে অজানাকে জানতে সমুদ্র পাড়ি দিতে পারি ...