প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টিউনটি পড়ার জন্য। আমি রিসান টেকটিউনসে জয়েন করি সেই ২০১৫ সালে। এর সাথে থাকলে যে কি কি শেখা যায় তা আপনারা ভালো জানেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার ব্লগে কিভাবে আমি ফুল এপ্রোভ গুগল এডসেন্স পেয়েছি তাও মাত্র ৩০ টা গল্প টিউন করে। আমি ফেসবুকে একটি ভৌতিক গল্প লেখার গ্রুপের এডমিন প্রতিদিন সেখানে অনেকের লেখা টিউন করা দেখে মাথায় আশাকরি তাহলে কেমন হয়? প্রথমেই গুগলের blogspot হতে একটি ব্লগ খুলে ফেলি আমার ফেসবুক গ্রুপের নাম অনুসারে। ব্লগস্পটে খুলার কারণ এটা গুগলের তাই এপ্রুুভ তারাতাড়ি করে। পরে ভালো একটি টেমপ্লেট বাছাই করা কারণ ভালো একটি থিম ব্লগের জন্য খুবি দরকারি আপনার থিম ভালো না হলে ভিজিটররা আপনার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলবে আর সেটা ভালোও দেখাবে না চেষ্টা করবেন সিম্পল থিম বাছাই করতে। আসুন বলে দেই কি কি লাগে ব্লগে
এখন মনোযোগ দিবেন আপনার টিউন গুলোতে যেন অনেক শব্দ বা বাক্য থাকে কারণ অনেক টেক্সট না থাকলে আপনার এডসেন্স বলবে আপনার সাইটে ইনাফ টেক্সট নেই। আমার ব্লগের টিউন গুলো দেখতে পারেন
এটা ভালবাসার আর হরর গল্প লেখার ব্লগ যেটা আমাদের ফেবু গ্রুপের সাথে এটাচড করা ফেবু থেকে রেগুলার গল্প পড়তে আসে এখানে পাই ব্লগ ভিজিটর কারণ গুগল এডসেন্স শুধু cpc তেই নয় cpm ও পেইড করে থাকে। তো কি ভাবছেন আর আজই সম্পূর্ন খালি হাতে শুধু সামান্য বুদ্ধি দিয়ে আয় করুন আর বেশি আয় করতে চাইলে সিইও খুবি দরকারি সেটার বিষয়ে টেকটিউনসের ভেতরেই আছে বিস্তারিত সব। আর এডসেন্স কি রকম বিজ্ঞাপণ শো করে থাকে সেটা চাইলে আমার ব্লগে ঘুরে আসুন ব্লগে - হরর গল্প
থেকে আইডিয়া নিতে পারেন কারন আপনি চাইলে যে কোন সাইজের এড বাসাতে পারেন আর সেগুলো সঠিক হলে আয় ও হবে দ্বিগুণ। সবাই ভালো থাকবেন আর কোন প্রশ্ন থাকলে নিচে জানাবেন। ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য
আমি এজাজ রিসান। bhootgoyenda.blogspot.com, Bhootgoyenda Blog বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দিনের বেশির ভাগ সময়-ই কাটে ব্লগে আর ফেবুতে
ur fb link plz