সকলের দৃষ্টি আকর্ষণ ,ফেসবুকে বাংলাদেশ বিদ্বেষীদের অপপ্রচার চলছে,আসুন আমরা সবাই রুখে দারাই

সকলের দৃষ্টি আকর্ষণ ,ফেসবুকে বাংলাদেশ বিদ্বেষীদের অপপ্রচার চলছে

অনলাইনে বাংলাদেশ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশ বিদ্বেষীদের । যার বিরুদ্ধে নিয়মিত অনেকে লড়ে যাচ্ছে। কিন্তু, তবুও এই সব থামানো যাচ্ছে না ঐক্যের অভাবে। যার ফলে, বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আরো একটি ফেইসবুক পাতার খোঁজ পাওয়া গেছে।

https://www.facebook.com/pages/We-Hate-those-People-who-Love-Bangladesh/116677488410179
আপনারা সবাই সম্মিলিত ভাবে এই পাতাটির বিরুদ্ধে জাতিগত বিদ্বেষাচরণ এর অভিযোগ করুন এবং এটি বন্ধ করতে সাহায্য করুন। তবে, এই পাতাটির দেয়ালে কোন কিছু লেখার দরকার নেই, কারণ কোন কিছু লিখতে গেলেই আপনাকে এই পেইজটি সাময়িক ভাবে হলেও পছন্দ করতে হবে,
যা অবশ্যই আপনার এবং আমাদের সবার জন্য অপমান জনক।

প্লিজ সবাই রিপোর্ট করুন

Level 2

আমি মুহাম্মদ মঈনউদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 207 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি: মোঃ মঈনউদ্দিন জীবনের লক্ষ্য :মানুষের মাঝে বেঁচে থাকা। ভাল লাগে :সুন্দর কিছু দেখলে। খারাপ লাগে :যখন কেউ দেশের বিরুদ্দে কথা বলে, যখন নিজেকে ছোট মনে হয়, যখন ধর্ম নিয়ে কেউ বাজে কথা বলে। আনান্দ পাই :উপহার দিতে। কষ্ট পাই :অবাঞ্চিত কথাতে। শ্রদ্ধা করি :বাবা-মাকে। ঘৃণা করি :অভিশাপ দেওয়া, আত্মহত্যা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে হারামজাদারা এমন কাজ করে চলছে তাদের কে জীবন্ত মাটি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না……

    Level 0

    Please take a action against this group. They use ******* words about our country and nationality.
    Please take a action quickly .
    Otherwise we Bangladeshi will terminate facebook account.

    উপরের কথা লিখে [email protected] এখানে সবাই মেইল করেন।
    জেগে উঠো বাঙালী। গর্জে উঠো বাঙালি।

    Level 0

    এখানে সবাই প্যাচাল না পেড়ে ওদের বিরুদ্ধে মেইল করেন।

Level 0

যারা এমনটি করছে ,তারা খুবই খারাপ কাজ করছে,,,
বাংলা আমার মাতৃভূমি।

Level 0

gala gali korien na vai, tahole oder sathe amader kono parthokko thakbe na.

যারা এই কাজ করছে তারা অত্যন্ত জঘন্য মনের মানুষ । তাদের বিরুদ্ধে শাস্তি মূলক বাবস্থা নেওয়া দরকার ।

Level 0

এটা পাকিস্তানি এক আর্মি কুত্তার বাচ্চার কাজ।

    Level 0

    How can U say that this is a job of pakistani people ??
    Do U have any proof ??

আমার তো ইচ্ছা করতিছে কিছুক্ষণের জন্য like মেরে গালাগালি করে আসি….
সবাই দয়া করে রিপোর্ট দিতে থাকুন…

    রিপোর্ট দিসি.. আপনারাও দেন…. সবাই এগিয়ে আসুন………

    Level 0

    দিয়েছি!

Level 0

এসব রুখে দাঁড়াবার জন্য আমাদের চষ্টা তো থাকবেই, ক্ষমতা শীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। হায়রে দেশ, দেশে আসলে সত্তিকারের HACKER ও নাই(সব ধার করা বিদ্যা), থাকলে…। সবাইকে জানানুর জন্য ধন্যবাদ।

এইটা দেইখা মাথাটা পুরা গরম হইয়া গেল ভাই।কুত্তা গূলা ৭১ এ পারে নাই এখন এইভাবে আমাগো দেশের বিরুদ্ধে অপপ্রচার করতেছে।
মঈনউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ সবাইকে জানানোর জন্য।

সবাই fb রে মেইল করুন।
[email protected]
এই পেজ ব্যান না করলে আমরা বাংলাদেশীরা fb বয়কট করমু।
আসেন আমরা সবাই fb রে এই কথাটা বলি।

রুখে দাও সেই সব শয়তানদের যারা আমার মাতৃভূমি সর্ম্পকে অপপ্রচার চালায় ।

এটা অবশ্যই ঠিক না

ওকে আমি এটাকে এখনেই আমার স্টাটাসে দিয়ে সবাইকে জানাচ্ছি। কোন কুত্তার বাচ্চা আমাদের দেশকে এতটাই নিচু করে। 🙁

একটা লম্বা গালি দিয়ে আসলাম লাইক করার পর আপনারাও আমার সাথে যোগ দিন। তবে একটা কথা বলতেই হয় যে পেজ টা তৈরি করেছে সেও বাংলাদেশী । কারণ তিনি অনেক জায়গায় বাংলা ব্যবহার করেছে। আরো কিছু ব্যাপার দেখলেই বুঝতে পারবেন। তবে আমার মনে হয় এখানে এত কথা না বাড়িয়ে পেজটা বিরুদ্ধে আমার মতো রিপোর্ট করেন এটাই বুদ্ধি মানের কাজ।

    তবে আমার মনে হয় এটার সৃষ্টিকর্তা কোন কলকাতার লোক। যিনি ভালো বাংলা জানে।

Level 0

যে যাই বলেন এই পেজটা বন্ধ না করতে পারলে কিন্তু যুদ্ধে বাংলাদেশের পরাজয় হবে।

    Level 0

    সব বাংলা ব্লগে এটা জানিয়ে দেন।

Level 0

The evolution of the human rights movement clearly illustrates humanity's ongoing struggle toward creating a better world.
this is absolutely wrong who create this page. I am going to contact FB admin try to find out who create this page………..>

Level 0

ছোট বেলায় কবিতা পড়েছিলাম ছন্দ ঠিক মনে নেই ।
"কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পাঁয়,
কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ,
রাত্রে বেছার বিষম বেদনাই জাগে …..
মেয়েটি তাহার বলিল, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত ?
কষ্টে আর্ত বেচারা হাসিয়া কহিল, কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পাঁয়
তাই বলে কি কুকরকে কামড়ানো মানুষের শোভাপায় !!
টেকটিউনের গুরুদের প্রতি অনুরুদ যদি পারে আইপির সাহায্যে এই ফেইসবুকের এই সাইটটি কোন দেশের খুজে বের করুন ।

ছৈয়দ জাফর উল্লাহ
কাতার দোহা ।

    একমত।তবে কোন দেশের আইপি তা বের করা যাবে না ফেসবুক এক্সেস না দিলে।

পেজটি ইতোমধ্যে ব্লক করেছে ফেসবুক কতৃপক্ষ। দেশের প্রতিবাদী ফেসবুক ব্যবহারকারীদের শুভেচ্ছা। তবে যেহেতু ফেসবুকে এ ধরনের পেজ নুতন করে খোলা টা কঠিন কিছু নয়, তাই আমাদের সবাইকে সদা জাগ্রত থাকতে হবে।

ইয়াহু !পেজ বন্ধ করা হয়েছে!! ধন্যবাদ মইনউঁদ্দিন ভাই।

আমাদের সকলের সম্মলিত প্রচেষ্টায় এই পেজটা বন্ধ করতে পেরেছি।
এই রকম পেজ আরো আসতে পারে,তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

Level 0

সাফল্লের জন্য সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

Level 0

সবাস বাঙালি। আমারা পারি না এমন কোন কিছু আছে নাকি?
সবাইকে বিজয়ী শুভেচ্ছা। 😀

Level 0

অলরেডি করা শেষ। ভাবছিলাম এইটা নিয়া টিউন করব। ধন্যবাদ