প্রতিদিন ইউট্যাবে আপলোড করা হয় নতুন নতুন ভিডিও। যেগুলো আমরা পেয়ে থাকি আপলোড করার অনেক পরে। কিংবা দরকারী কোনো ভিডিও সার্চ করলেও জনপ্রিয় কিছু ভিডিও দেখতে পাই যেগুলো অনেক পুরানো। এমতবস্থায় নতুন ভিডিও খুঁজে পাওয়া হয়ে যায় কষ্টকর ব্যাপার। কিন্তু আমরা একটু চতুর হলে খুব সহযে নতুন ভিডিও গান, নাটক, মুভি খুঁজে পেতে পারি। এর জন্য প্রথমে ইউট্যাবে যাবেন অথবা youtube এ গিয়ে সার্চ বক্সে আপনার দরকারী ভিডিওটির নাম লিখবেন। তারপরে সার্চ বারে ক্লিক করুন। হাতের ডানপাশে ঠিক উপরে Filter নামে একটা অপশন পাবেন। এবার Filter এ ক্লিক করুন। দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে আজকে আপলোড করা ভিডিও খুঁজে পাবেন।
উদাহরন স্বরুপ
প্রথম সার্চ করলেন Natok লিখে। তারপরে Filter এ ক্লিক করুন। তারপরে This Weak এ ক্লিক করুন। দেখবেন সামনে এই সপ্তহে আপলোড করা নতুন নাটক আপনার সামনে।
লিখাটি ভালো লাগলে আমার ইউট্যাব চ্যানেল Syed Rakib Subscribe করবেন।
আরো কিছু জানতে আমার সাথে সরাসরি যোগাযোগ করেন Syed Rakib
আমি সৈয়দ রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।