পিক্সেল সিরিজের ক্যামেরা সফটওয়্যারের কিছু অংশ সবার জন্য উন্মুক্ত করেছে গুগল।
পোর্ট্রেইট মোড বা সাবজেক্ট ছাড়া বাকি অংশ বোকেহ ইফেক্ট দেয়ার ফিচারটির মূল কোড ওপেন সোর্স করে দেয়া হয়েছে।
গুগলের আশা, এর মাধ্যমে আরও শক্তিশালী ক্যামেরা অ্যাপ তৈরি করতে পারবে অ্যাপ নির্মাতারা।
গুগলের তৈরি ক্যামেরা সফটওয়্যার ছবির সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য নির্ণয় করে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ করে দেয়। একই কাজ করার জন্য অন্যান্য নির্মাতারা দুটি আলাদা ক্যামেরা ব্যবহার করেন। অথচ তার পরও গুগলের পোর্ট্রেইট ছবির মান রয়েছে সবার ওপর।
সোর্স কোড এতদিন গোপন থাকলেও বেশ কিছু ডেভােলাপার গুগল ক্যামেরা অ্যাপ পিক্সেলের বাইরেও অন্যান্য ফোনে চালানোর ব্যবস্থা বের করেছেন।
জনপ্রিয় যে সকল ফোনে পিক্সেলের প্রসেসর রয়েছে, যেমন শাওমি এমআই৫ বা ওয়ানপ্লাস থ্রি-টি, তার প্রায় সবগুলোর মডেলের জন্যই গুগল ক্যামেরার মডেড সংস্করণ পাওয়া যাচ্ছে।
গুগলের সোর্স কোড পেয়ে এই ডেভেলাপাররা আরও উন্নত ক্যামেরা অ্যাপ উপহার দেবেন তাতে সন্দেহ নেই।
টিউনমেন্টটি ভাল লাগলে এবং এমন আরো টেক সংবাদ পেতে আমার পেজটাও ঘুড়ে আসার অনুরোধ রইলো। http://TIPSTUNEBD.ML
ধন্যবাদ ✌✌
আমি রুমান খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।