আশাকরি টেকটিউনসের সকল বন্ধুরা ভালো আছেন। বাংলাদেশে ২জি, ৩জির পর ৪জিও চলে এসেছে, কিন্তু ইন্টারনেটের দাম কমার কোন লক্ষনই নেই। টেকটিউনসে কিছু টিউনার আছেন যারা ফ্রি ইন্টারনেটের উপর টিউন করে থাকেন।
তাদের মধ্য থেকে, বাছাইকৃত কিছু টিউনারের টিউন নিচে তুলেধরা হলো। এখানে গুরুত্য দেওয়া হয়েছে ২০১৮ সালের করা টিউন গুলো। এবং টিউনের ভিউ, জোস ও টিউমেন্ট বিবেচনায় নেওয়া হয়েছে। গ্রামিনফোন, বাংলালিংক ও এয়ারটেলের টিউন রিভিউ করা হয়েছে। টেলিটক ও রবির ওপর পরবর্তিতে টিউন করা হবে।
প্রথমেই (১) গ্রামিনফোনঃ টিউনার- নাগর দোলা
শিরোনাম- আবারো ব্যবহার করুন জিপি ফ্রি নেট নতুন FREE VPN দিয়ে স্ক্রিনসর্ট সহ।
(২) এয়ারটেলঃ টিউনার- বিবিসি অনলাইন
শিরোনাম- এয়ারটেল এ এমবি নিন শুধু কোড বসিয়ে ১ টাকায় ৬০ এমবি স্ক্রিনসর্ট সহ।
(৩) বাংলালিংকঃ- টিউনার- কামরুল মজুমদার
শিরোনাম- আবারো ব্যবহার করুন বাংলালিংক ফ্রি নেট স্ক্রিনসর্ট প্রমান সহ।
উপরে লিংক সহ টিউনের শিরোনাম গুলো দেওয়া হলো ইচ্ছে করলে টিউন গুলো দেখে নিতে পারেন। আপনার মেধা শেয়ার করুন টেকটিউনসে। এবং সবসময় টেকটিউনসের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ।
আমি টেকটিউনস ভিউ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, এখন থেকে টেকটিউনস ভিউ আপনার বিভিন্য বিভাগের টিউন মডারেট করবেন।
বাংলাদেশে ২জি, ৩জির পর ৪জিও চলে এসেছে, কিন্তু ইন্টারনেটের দাম কমার কোন লক্ষনই দেখা যাচ্ছেনা। একমত।
যেদিন ১০ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে সেদিন কেও আর ফ্রি ইন্টারনেট খুজবেনা। ধন্যবাদ টেকটিউনস।