কেমন আছেন সবাই।আজকের টিউন তেমন বড় করব না ,কাল প্রথমিক ধারনা টা ভাল ভাবে দিতে পারি নি,তাই সবার বুঝতে অসুবিধা হয়ে গেল।যা হোক,কথা না বাড়িয়ে চলুন প্রসঙ্গে চলে আসি।
ওয়াপ সাইট বানানোর প্রজেক্ট কয়েকটি ধাপে সম্পন্ন হবে, নিচে ধাপগুলো দেওয়া হলোঃ
এখন আমরা একটি Free Domain খুলবো।
Domain হল আপনার সাইট এর নাম , এই নামেই সারা বিশ্বে আপনার সাইট টি পরিচিত হবে।
আমরা মুলত এখন একটি Free Domain খুলবো , Free Domain বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ dot.tk / co.cc / আমরা এখন dot.tk তে খুলব । এটির মেয়াদ এক বছর আমার মতে এটিই সবচেয়ে ভালো।এটা যেহেতু ফ্রী ডোমেইন সেহেতু যদি আপনার ওয়েব সাইটে ৯০ দিনে ২৫ বার হিট না হলে ডোমেইন নেমটা ওরা বন্ধ করে দিবে ।এবার এখানে যান।সেখানে একটা বক্স দেখতে পাবেন। বক্সটিতে আপনার পছন্দের ওয়াপ সাইটটির এড্রেসটি লিখুন। Next বাটনে ক্লীক করুন।This domain is still available এই লেখা আসলে মনে করবেন এই ডোমেইন টি ওকে। এবার Free domain এ ক্লিক করেন। এবার your website url তারপর এই খানে খালি রাখেন। এবার use dns আপনার হোস্টিং এর DNS (ডি এন এস সার্ভার) এখানে নিচের দুইটি oneitbd এর DNS (ডি এন এস সার্ভার)
এবার captcha কোড দিয়ে name,password,email দিয়ে রেজিস্ট্রেশান শেষ করুন।
এখন আমরা একটি Free Hosting খুলবো।
Hosting হলো আপনার সাইটের যাবতীয় কন্টেন্ট , মেইল এ্যাকাউন্ট , ব্যান্ডউইথ , সাবডোমেইন , সি প্যানেল যেখানে থাকবে।
আমরা মুলত এখন একটি Free Hosting খুলবো , Free Hosting বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ ONEITBD.COM আমরা এখন ONEITBD.COM তে খুলব কারন এটি একটি দেশি company এবং সবচেয়ে ভালো।এই সুবিধা পেতে 01722071072 এ কল করুন । সকল তথ্য আপনি আপনার দেয়া মেইল এ্যাকাউন্ট এ ২-৩ মিনিটের মধ্যে ডেটাইলস পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন। এ সুবিধা শুধু মাত্র আপনাদের জন্য................আপনি এখান থেকে ৫০-১০০ এমবি ফ্রী Hosting পাবেন
এবার চলুন সাইট বানাই...আজ আমি ডাউনলোড সাইট এর কথা বলব ..কারন এখন ডাউনলোড সাইট গুলা খুব পপুলার । সবচেয়ে সহজ পদত্তি তা আজ বলছি.... এখান থেকে তা ডাউনলোড করে নেন,তারপর এটা unzip করে নোটপ্যাড অথবা যে কোন এইচটিএমএল এডিটর দিয়ে header.php,footer.php ফাইল গুলা তে আপনার সাইট এর titel,copyright,এগুলা এডিট করে নেন । এবার সবগুলা ফাইল কে আপনি compress করে .zip ফরম্যাট এ নেন এবং আপনার Hosting এর file managerএর htdocks বা public html ফোল্ডার এ upload করেন,আর তারপর unzip করে ফেলেন ...আবার আপনার সাইট তার url দিয়ে browse করে দেখেন তো সাইট তা ওপেন হয় কিনা,যদি হয় তাইলে সব ঠিক আছে ,আবার আপনি আপনার file manager এর Download_Menu ফোল্ডার এ গিয়ে আপনার ইচ্ছা মতো ফোল্ডার বানান এর তার ভিতর upload করেন...এবার নিজেই নিজের সাইট থেকে ডাউনলোড করেন...
এটি হল ওয়াপ সাইট বানানর সব চেয়ে সহজ পদত্তি।আমি সামনে আর ও অনেক পদত্তিতে সাইট বানানর কথা বলব।
ভাল থাকবেন...আর comments করতে ভুলবেন না............
আমি Ronybd44। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হচ্ছে। চালিয়ে যান। পরের পর্বের অপেক্ষায় থাকলাম। যত তারাতারি সম্ভব দিবেন প্লেজ।
আর হ্যা, এই ওয়াপ সাইটের স্ক্রীপ্টগুলো কোথায় পাব?? এমন কোন সাইট থাকলে একটু শেয়ার করবেন??
আর সাইটে কিভাবে অ্যাড দিতে হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করবেন আশা করি।