পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল নতুন সার্চ ইঞ্জিন WolframAlpha । গত শুক্রবার প্রথমবারের মত এর পরীক্ষামূলক সংস্করনটি ইন্টারনেটে ছাড়া হয়। এটি তৈরীর পেছনে মূলত কাজ করেছেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. ষ্টিফেন ওলফ্রাম।
তবে এই ওয়েব টুলটি সার্চের কাজ করলেও ওলফ্রাম এটিকে সার্চ ইঞ্জিন বলতে চান না। তারমতে ওলফ্রাম হচ্ছে স্বয়ংক্রীয় মেধা সম্পন্ন একটি জ্ঞান ইঞ্জিন। যা গুগল বা ইয়াহূ থেকে সম্পূর্ণ আলাদা। গুগল বা ইয়াহূ তাদের সার্চ রেজাল্টে কী ওয়ার্ডের সাথে মিলিয়ে অসংখ্য ফলাফল প্রদশর্ন করে। আর ওলফ্রাম এর সার্চে যা জিজ্ঞাসা করা হবে সে তার তথ্য সহ সরাসরি উত্তর দেবে। তার মতে সার্চের জন্য এটি একরকম উইকিপিডিয়ার মত কাজ করবে তাই তার ধারনা এটি খুব শীঘ্রই গুগল এবং ইয়াহূর জনপ্রিয়তায় ভাগ বসাবে। তবে এরকম কোন সম্ভাবনার কথা গুগল উড়িয়ে দিয়েছে।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থ্যাংস্