আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে এই প্রথম হাইডেফিনেশন সাউন্ড সিস্টেম নিয়ে রেডিওগুনগুন শুরু করেছে নতুন চ্যানেল। এখন থেকে রেডিওগুনগুনের শ্রোতারা হাইকোয়ালিটির আডিও শুনতে পাবে রেডিওগুনগুন থেকে। মনে হবে যেন অরিজিন্যাল ট্রাক শুনছেন। আর এজন্য হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন নেই। ন্যূনতম ৩২কেবিপিএস এর লাইন হলেই শোনা যাবে। কি বিশ্বাস হচ্ছে না? একবার শুনেই দেখুন না। আর গুনগুনপ্লেয়ারের নতুন ভার্সন গুনগুনপ্লেয়ার ১.৫ রিলিজ হয়েছে। আগের থেকে অনেক নতুন অপশন যোগ করা হয়েছে। এখন থেকে গানের টাইটেল, শিল্পী এবং এলবামের নামও দেখতে পাবেন। আর গুনগুনপ্লেয়ার বিনামূল্যে ডাউনলোড করুন http://www.radiogoongoon.com থেকে। আমাদের নতুন নতুন প্রোগ্রাম আসছে খুব শীঘ্রই। আশা করি সে অনুষ্ঠানগুলো আপনাদের ভাল লাগবে। আমরা আমাদের সাইটটিকে পরিবর্তন করেছি। এখন সাইটটিকে আরও আকর্ষণীয় এবং অনেক নতুন অপশন যোগ করা হয়েছে। সেই সাথে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে তাও জানাতে ভুলবেন না। আপনারা কি কি ধরনের প্রোগ্রাম শুনতে চান তাও আমাদের লিখে জানাবেন। রেডিওগুনগুন, চিত্তে যেথায় বাংলা গান।
আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লেখার মত কিছু পাচ্ছি না।
সামিউল ভাই, আপনাদের আন্তরিক ধন্যবাদ এরকম প্রচেষ্ঠার জন্য।
বাংলাদেশের স্লো নেট কানেকশনে টিভি দেখানোর ব্যাবস্থা করলে আপামর নেটজনতার খুব উপকার হত।
চেষ্টা করবেন কি?
rock samiul vai. ish ami rj hote parlam na