ভ্রমন বা চলার পথে মোবাইল থেকে ইমেইল করে ব্লগার এ পোষ্ট করুন ।

আমরা যারা ব্লগারে লেখা পোষ্ট করি তাদের জন্য সুখবর হলো আপনি ভ্রমনে বেরিয়েছেন বা আপনার বাসায় লোডশেডিং চলছে তাই বলে কি আপনার পোষ্ট করা বন্ধ থাকবে ? না ঝটপট পকেট থেকে আপনার প্রিয় ইন্টারনেট সাপোর্ট করে এমন মোবাইল হাতে নিন এবং আপনার ইমেইল সাইটিতে ঢুকে মেইল লেখা শুরু করুন .যদি কোন আকর্ষনীয় লোকেশনের ছবি বা পোষ্টের সাথে মিলিয়ে ছবি দিতে চান তাও পারবেন । subject এ পোষ্টের শিরোনাম লিখুন attach file এ ছবি যোগ করুন মেইল লেখার ঘরে পোষ্ট লিখুন এবার পাঠিয়ে দিন [email protected] এই ঠিকানায় । যদি আপনি এই পদ্ধতি ব্যবহার করতে চান এজন্য আপনাকে blogger এ রেজিষ্টেশন করতে হবে । প্রথমে আপনার ইমেইল থেকে লিখুন REGISTER লিখে পাঠিয়ে দিন [email protected] এই ইমেইল ঠিকানায় ১ মিনিটের মধ্য blogger.com আপনাকে কোড পাঠাবে কোডটি মনে রাখুন । এবার blogger লগ অন করুন এবার Dashboard নিচে আসুন mobile device অপশন পাবেন এবার learn how to start mobile blogging এ ক্লীক করুন. এবার দাবি যোগ্য টোকেন নামের ঘরটিতে blogger থেকে ইমেইলে পাওয়া কোড টি বসিয়ে ক্যাপচা মিলিয়ে "চালিয়ে যান" ক্লীক করুন । এবার আপনি কোন ব্লগে পোষ্ট করতে চান সেটি সিলেক্ট করে সেভ করুন । ব্যস রেডী এবার ইমেইল থেকে ছবি সহ পোষ্টিং শুরু করুন । যদি কাজে লাগে মন্তব্য করতে ভুলবেন না techtnes এর সকল ভিজিটর কে ধন্যবাদ জানাই ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ খবর। থ্যাংকস

পন্ডিত মশাই আপনাকেও ধন্যবাদ.পদ্ধতিটা অনেক পুরোনো আমি যেদিন থেকে ব্লগিং করি এটাই ব্যবহার করি । নতুনদের জন্য শেয়ার করলাম ।

যদি লাগে মানে…. লাইগা গেছে অনেক আগেই। 😀
এখন নতুনদের লাগার পালা 😉

শেয়ারের জন্য ধন্যবাদ

ফাটাফাটিতো ব্যাপারটা। শুভ কামনা রইল।