ইন্টারনেট এর এই যুগে ভিডিও শেয়ারিং সাইট ‘ইউটিউব/YouTube’ ভিজিট করে না এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর।
আপনিও হয়তো ‘YouTube‘ এর একজন নিয়মিত ভিজিটর। প্রতিদিন ইউটিউব এ আপলোড করা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও। এবং আমরা সেই ভিডিও গুলো দেখি এবং মজা পাই বা কিছু শিখি। ইউটিউব হয়তো আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু ইউটিউব এর কিছু অজানা তথ্য সম্পর্কে আমরা জানি না। তাই, আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম YouTube সম্পর্কে কিছু অজানা মজার তথ্য।
ইউটিউব প্রথমে একটি ড্যাটিং সাইট হিসেবে ২০০৫ সালে ইউটিউবের যাত্রা শুরু হয়।
ইউটিউব এর জনক মোট তিন জন। যারা হলেন- চাড হার্লে, স্টিভ চেন ও জাওয়েদ কারিম। তারা সবাই ‘পেপাল’ তখন কোম্পানিতে কর্মরত ছিলেন।
তারা তাদের বোনাস আয় দিয়ে তখন ইউটিউব এর খরচ বহন করতেন।
YouTube এর সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।
২০০৬ সালের নভেম্বরে গুগল ১.৬৫ বিলিয়ন ডলার এর বিনিময়ে ইউটিউব কিনে নেয়।
ইউটিউব এ আপলোড করা প্রথম ভিডিও টি হচ্ছে “Me at zoo”। যা ২৩ এপ্রিল, ২০০৫ এ রাত ৮.২৭ মিনিট এ আপলোড করা হয়। ভিডিওটিতে ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা ‘জাওয়েদ করিম’ কে চিড়িয়াখানায় ঘুরতে দেখা যায়।
ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে দক্ষিণ কোরিয়ার গায়ক ‘PSY’ এর ‘Gangnam Style’ ভিডিওটি। এটি বর্তমানে প্রায় 3 বিলিয়ন এরও বেশি বার দেখা হয়েছে। যা এখনো প্রতিনিয়ত বাড়ছে।
সবচেয়ে বেশি দেখা সাধারণ ভিডিও (মিউজিক ভিডিও নয়) হচ্ছে “Charlie Bit My Finger”। যা দেখা হয়েছে প্রায় ৮58 মিলিয়ন বার।
YouTube এ সবচেয়ে বেশি 8M Dislike পাওয়া ভিডিও টি হল Justin Bieber এর Baby গানটির ভিডিও।
YouTube এ প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন এর বেশি এক্টিভ ইউজার ভিজিট করেন।
প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৪০০ ঘন্টার ভিডিও আপলোড করা হচ্ছে। এবং তা প্রতিনিয়ত বাড়ছে।
প্রতিদিন ফেইসবুকে যে পরিমাণ ইউটিউব ভিডিও শেয়ার করা হয় তা দেখতে আপনার প্রায় ৫০০ বছর লেগে যাবে।
ধারণা করা হয় ইউটিউবে যত ভিডিও আছে তা দেখতে প্রায় ২০০০ বছরের প্রয়োজন। এবং তা প্রতিনিয়ত বাড়ছে।
see this full video.
ভাল লাগলে আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করুন।
আমি মহাসিন আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।