এ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় করবেন

এ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সাধারনত পন্য বিক্রি করে কিছু কমিশন প্রাপ্তিকে বোঝানো হয়ে থাকে।

আমাদের দেশে এ ধরনের  ব্যবসা করছে অনেক প্রতিষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন থেকে যতগুলো আয়ের পন্থা

সম্পর্কে আমরা জেনেছি, এ্যাফিলিয়েট মার্কেটিং তাদের মধ্যে অন্যতম। ভাল মানের একজন ব্লগার এ মাধ্যম থেকে

প্রচুর পরিমান অর্থ উপার্জন করতে সক্ষম। ভাল মানের একজন ব্লগারের কথা বলছি এ কারনে যে, এই মাধ্যম থেকে

উপার্জনের জন্যও আপনার দরকার হবে প্রচুর পরিমান ভিজিটর আর ভাল মানের একজন ব্লগারই পারে বিভিন্ন মাধ্যম

থেকে ভিজিটর সংগ্রহ করতে।Amazon বেশ ভাল মানের এবং নির্ভরযোগ্য একটি সাইট এ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ।

বিশ্বের অনেক ব্লগার এই সাইটের পন্য মার্কেটিং করে প্রচুর পরিমান অর্থ উপার্জন করছে। এ সাইটের পন্য বিক্রি করতে পারলে

আপনি পাবেন মোট  commission ১৫%। অর্থাৎ ১০০ টাকার একটি পন্য বিক্রি হলে আপনি পাবেন ১৫ টাকা৷

১০০ ডলারের পন্য বিক্রিহলে আপনি পাবেন কমপক্ষে ১০০০ টাকা।

My website name is http://www.outsourcingbd.com

এ্যাফিলিয়েট মার্কেটিং এর পূর্ব প্রস্তুতি:

  1. শুরুতেই paid ডোমেইন বা free ডোমেইন এর মাধ্যমে একটি ওয়েবসাইট খুলে unique  আর্টিকেল পোষ্ট করুন৷
  2. বিশ্বের বিভিন্ন দেশ থেকে  মোট ভিজিটরের পরিমান বৃদ্ধির জন্য ব্যাকলিংক তৈরি করুন৷
  3. ফোরাম পোষ্টিং, কমেন্ট পোষ্টিং ও  Seo এর কাজগুলো বেশি বেশি করতে থাকুন।
    কারণ ভিজিটর বৃদ্ধির জন্য Seo এর কোন বিকল্প নেই।
  4. নিয়মিত ভিজিটরের আপডেট দেখে দেখে  নতুন পরিকল্পনা গ্রহন করুন।

যখন মনে করবেন আপনার ব্লগটি এখন বেশ popular এবং ভিজিটরদের কাছে গ্রহনযোগ্য হয়েছে তখন আপনি

এ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য পরিকল্পনা গ্রহন করুন। কেননা, সবচেয়ে বড় সত্য হচ্ছে আপনার সাইটে

বিদেশী ১০০০ ভিজিটর ঢুকলে হয়ত আপনার এ্যাফিলিয়েটকৃত পন্য বিক্রি হবে minimum ১০ টি।

তবে এটিও সত্য যে, ভালমানের একটি ব্লগ সাইটে প্রতিদিন হাজার হাজার ভিজিটর আনা কঠিন কিছু নয়।


কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন Amazon.com এর পন্য:

শুরুতেই http://www.amazon.com সাইটে সঠিক নাম-ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করুন।

সাইটের Make Money with Us অপশন থেকে এসোসিয়েট হিসেবে যোগদান করুন।

এখানে একটি Id আপনার জন্য নির্দিষ্ট করা হবে, সে আইডিটি সংরক্ষনে রাখুন

আপনার  সকল তথ্যের পর্যালোচনা শেষে 2 দিনের মধ্যে আপনাকে একটি

মেইল পাঠানো হবে এবং বিশেষ একটি পেজে প্রবেশের অনুমতি পাবেন।

মূল পেজে প্রবেশের পরে Get started now বাটনে ক্লিক করে দেখে নিন সকল নিয়ম কানুনের আপডেট।

এবার এ সাইট থেকে প্রডাক্ট এর লিঙ্ক এইচটিএমএল কোড সংগ্রহ করে আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটে

ব্যবহার করুন। এরপর যারাই আপনার দেয়া লিঙ্ক থেকে পন্য সংগ্রহ করবে আপনি পাবেন মোট পন্যমূল্যের ১৫%।
যারা নতুন blog বা website খুলেছেন৷ আশা করি তারা  কিছুটা হলেও এ্যাফিলিয়েট মার্কেটিং

সম্পর্কে ধারনা নিতে পারবেন।

পেমেন্ট পদ্ধতি অবশ্যই চেক সিলেক্ট করবেন।

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল

Level 0

Good tune. i like this

ভাল লাগল না অনেক টা জটিল

ব্লগারে খুব সহজেই আমাজনের গেডগেট যোগ করা যায় মানিটাইজ (Monetise) অপশানে গিয়ে।

thanks

ধন্যবাদ আপনাকে । কিন্তু একটু জটিল কাজ।

Level 0

excellent i like online marketing plz carry on for more details information…………….>

ভালো একটা টিউন করলেন ধন্যবাদ।

নতুন কিছু তো দেখলাম না। কিভাবে এফিলিয়েট কাজ করে? কিভাবে পেমেন্ট পাব কিছুই তো দিলেন না। আর এরা সবাই পেপাল চায়। আপনি তো আপনার সাইটের এড চালাচ্ছেন দেখতেছি, কয়েকটা টিউনে আপনার সাইটের লিংক।

ভাই আর একটু বিস্তারিত লিখবেন ………………. তা না হলে নতুন আমরা কিছু বুঝবনা…….

Level 0

ভাইয়া ব্লগার একাউন্ট দিয়ে কি এ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা যায়।একটু তাড়াতাড়ি জানাবেন কি?

Level 0

josh

Level 0

Hi!

Apnar post ta valo laglo.But Bangladeshi hisabe mone hoy Affiliate kora possible na.Because Country option-a Bangladesh ar name ni.
Abepare bistarito likhun.Please

onek valo akta post dakhlam….thanks

Level 0

খুব ভালো লাগলো রাখ ঢাক না রেখে সোজাসুজি কথাগুলো বলে দেয়ার জন্য। একই বিষয়ে আপনার আরো পোষ্ট চাই।