ইন্টারনেট স্পিড বাডিয়ে নিন। নেট হ্যাং করা থেকে বাচুন।
আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নেট স্পিড বাড়ানো যায়।
আমি বলবো না যে আপনি একদম রকেটের গতিতে নেট চালাতে পারবেন। সেটা আপনার ডাটার মান (2g/3g) এবং নেটওয়ার্ক রেঞ্জ এর উপর। তবে যা যা সুবিধা পাবেন তা হলো:-
# কানেকশন লস :- নেট ব্রাউজ করার এক সময় নেট হ্যাং হয়ে যায় যেন কাজ কারা বন্ধ হয়ে যায়(Droidvpn ইউস করার সময় বেশি হয়)। সেইটার সমাধান করে
#নিউ কানেকশন :- এপটি নেটের DNS Cashe আপগ্রেড করে, নতুন কানেকশন, নতুন আইপি সেট করে। অর্থাৎ
নেট পরিষ্কার করে দেয়।
#wifi ইউজাররাও এটি ইউস করতে পারবেন
ম্পূর্ন কাজটি হয় একটি এপ দিয়ে। ডাউনলোড করে পরখ করে দেখতে পারেন।
অ্যাপসটির সাইয ছোট, ছোটবলে অবহেলা করবেননা যেনো। কারন ছোট মরিচের ঝাঝ বেশি।
আমি টিপু সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।