কি করবেন যদি ইউটিউব বা ফেইসবুকের মত সাইট ব্লক করে দেয়া হয়?

কিছুদিন আগে বাংলাদেশের মানুষ এক নতুন আভিজ্ঞতার সন্মুখীন হয়েছিলেন আর তা হচ্ছে ইউটিউবের মত সাইটে প্রবেশ করতে না পারা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশের মানুষই এই সমস্যার সন্মুখীন হন। বিশেষ করে চীনে এই ধরনের সমস্যায় প্রতিনিয়তই পড়তে হয়। চীনে ইউটিউব বন্ধ আছে বেশ অনেক দিন ধরেই। ইউটিউব ছাড়াও আরো অনেক সাইটেই চীন থেকে প্রবেশ করা যায়না। এছাড়া সিরিয়া সহ আরও অনেক আরব দেশেই বন্ধ করে দেয়া হয়েছে ফেইসবুক। তাহলে সমাধান কি ?
অনেক প্রক্সি সাইট আছে যেখানে আপনার কাঙ্ক্ষিত সাইটের URL টি লিখে আপনি সেই সাইটে প্রবেশ করতে পারবেন। কিন্তু এসব প্রক্সি সাইট থেকে ইউটিউবের মত ভিডিও শেয়ারিং সাইটে প্রবেশ করা যায় ঠিকই কিন্তু ভিডিও দেখা যায়না।
তাহলে আরো ভাল সমাধান কি?
আমার মতে সবচেয়ে ভাল সমাধান হচ্ছে “ফ্রী গেইট”। মাত্র ৪১০কিলোবাইটের ছোট্ট একটি সফটওয়্যার।

free.jpg

সফটওয়্যারটি এখান থেকে আপনার কম্পিউটারে ডাউনলোড করুন। তারপর রান করুন। সফল ভাবে রান হলে সফটওয়্যারটি নিচের ছবির মতো দেখাবে।

freee.jpg

রান করার সাথে সাথে ইন্টারনেট এক্সপ্লোরার খুলবে। এবার সাধারন ভাবেই ইন্টারনেট এক্সপ্লোরারের এড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে যেকোন সাইটে প্রবেশ করতে পারবেন।

সতর্কতাঃ  কম্পিউটার বন্ধ করার আগে সফটওয়্যারটি অবশ্যই বন্ধ করে নিন।

টিপসঃ  সফটওয়্যারটি বন্ধ না চালু অবস্থায় যদি ইন্টারনেট এক্সপ্লরার ঠিক মত কাজ না করে, তাহলে সফটওয়্যারটি বন্ধ করে আবার চালু করলেই সব ঠিক হয়ে যাবে।

[বিঃ দ্রঃ এই সফটওয়্যারটি চীনে অবস্থানরত ব্যবহারকারীদের জন্যে সম্পূর্ন ফ্রী, চীন ছাড়া অন্য কোথাও Free to try। নিয়মিত ব্যবহার করতে হলে কিনতে হবে ]

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jotilssss

Level 0

ভাই এটা তো ফ্রী না।
এইটা ফ্রী টু ট্রাই।
মাত্র কয়েক মিনিট ইউজ করা যাবে।

সবই বুঝলাম কিন্তু চিনে ইউটিউব বন্ধ কেন এবং অন্যান্য সাইটেই বা কেন প্রবেশ করতে পারবে না,তারা আবার কি দোষ করল।

@ইয়াসিন- বাংলাদেশে যে কারনে ইউটিউব বন্ধ করা হয়ে ছিল, হয়তো সেরকম কোন কারনেই চীনে ইউটিউব বন্ধ করা হয়েছে। আর চীনে সবসময়ই ইন্টারনেট ব্যবহারের উপর কঠোর নজরদারি করা হয়।

Level 0

এটা ব্যবহার করার পরে ইন্টারনেট এক্সপ্লোরারে সমস্যা হয়।

Simply good tunes.

মচতকার টিউন। থ্যাংকু

এখন বাংলাদেশে ফেইসবুকে বন্ধ………..দেখি আপনার কথা মতো কাজ হয় কিনা!!

Now it down 🙁