৩ জন = ০.৬ ডলার = ৪৮ টাকা (প্রায়)
৫ জন = ১.০ ডলার = ৮০ টাকা (প্রায়)
১০ জন = ২.০ ডলার = ১৬০ টাকা (প্রায়)
১৫ জন = ৩.০ ডলার = ২৪০ টাকা (প্রায়)
২০ জন = ৪.০ ডলার = ৩২০টাকা (প্রায়)
২৫ জন = ৫.০ ডলার = ৪০০ টাকা (প্রায়)
৩০ জন = ৬.০ ডলার = ৪৮০ টাকা (প্রায়)
৪০ জন = ৮.০ ডলার = ৬৪০ টাকা (প্রায়)
৫০ জন = ১০.০ ডলার = ৮০০ টাকা (প্রায়)
৬০ জন = ১২.০ ডলার = ৯৬০ টাকা (প্রায়)
৭০ জন = ১৪.০ ডলার = ১১২০ টাকা (প্রায়)
৮০ জন = ১৬.০ ডলার = ১২৮০ টাকা (প্রায়)
৯০ জন = ১৮.০ ডলার = ১৪৪০ টাকা (প্রায়)
১০০জন = ২০.০ ডলার = ১৬০০ টাকা (প্রায়)
আপনি এতক্ষনে নিশ্চয় রেফারেল এর গুরুত্ব বুঝে গেছেন। এখন ১৬০০ টাকা বিনিয়োগ করে আপনি যদি ১০০ জন রেফারেল কেনেন, তাহলে আপনার মাসিক আয় কত দাঁড়াবে, তা আপনিই হিসাব করুন।
রেফারেল কেনার ধাপঃ
১। প্রথমে আপনার অ্যাকাউন্ট লগিন করুন।
২। আপনার অ্যাকাউন্টে উপরে উল্লেখিত যে কোন একটি প্যাকেজ কেনার মত ব্যাল্যান্স থাকতে হবে। [বিঃদ্রঃ এখানে আপনি একসাথে সর্বনিন্ম ৩টি এবং সর্বোচ্চ ১০০টি রেফারেল Rent করতে পারবেন। ]
৩। অ্যাকাউন্ট পেজে উপরে আপনার ইউজার নেমের উপর ক্লিক করুন।
৪। Referrals এ ক্লিক করুন।
৫। যদি এরকম পেজ আসে, তাহলে Continue তে ক্লিক করুন।
৬। Add Funds এ ক্লিক করুন।
৭। আপনার মূল ব্যাল্যান্স (আয়কৃত অর্থ) ব্যবহার করতে চাইলে Main Ballance এ ক্লিক করুন। অথবা, Paypal, Payza বা Neteller থেকে নিতে চাইলে নামের উপর ক্লিক করুন। আমি এখানে মূল আয়কৃত অর্থ থেকে নিচ্ছি।
৮। অর্থের পরিমান নির্ধারণ করুন < (ছোট) এবং > (বড়) চিহ্ন ব্যবহার করে পরিমান নির্ধারণ করুন। এবার Transfer From Your Main Balance এ ক্লিক করুন। এখান আমার রেন্টাল ব্যাল্যান্স $0.00 থেকে নির্ধারিত অর্থের সমান হয়ে গেছে।
৯। এবার আবার ৬ নাম্বার ধাপের পেজে ফিরে যান। এখান থেকে আপনি যতটি রেফারেল কিনতে চান, তার সংখ্যার উপর ক্লিক করুন।
১০। আমি এখানে ৩ এর উপর ক্লিক করেছি তাই এর মূল্য ০.৬ ডলার এসেছে।
১১। এবার একটি নিশ্চিতকরন বার্তা দেখাবে।
১২। এখানে Yes এ ক্লিক করে নিশ্চিত করতে হবে। তাহলে, এরকম একটি সফল বার্তা দেখাবে।
এখন আপনার অ্যাকাউন্ট এ তিনটি রেফারেল সক্রিয় হয়ে গেছে। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট করে জানান।
ইউটিউব ভিডিওঃ ক্লিক করুন
নিওবাক্স থেকে ইনকাম করুন $২০-$৩০ দেখতে ক্লিক করুন এখানে
ইমেইলঃ [email protected]
ধন্যবাদ।
আমি Rafiul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/