হ্যাঁ আমরা বাংলা ডোমেইন কেনার অপেক্ষায় ছিলাম কবে ইন্টারনেটে ডোমেইন নাম হবে বাংলা । কবে এভাবে লিখতে পারবো http://www.মা.com .আমরা অধীর আগ্রহে রয়েছি মাতৃভাষা বাংলাকে ইন্টারনেট ডোমেইন পাবার জন্য । শীঘ্রই আমাদের এই প্রত্যাশা পুরন হতে চলেছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ আর ইতিমধ্য চালু হয়েছে http://www.বাংলাদেশ.com ? কিন্তু প্রশ্ন থেকেই এবারো কি কম.বিডি ডোমেইনের মত বাংলা ডোমেইন দায়িত্ব পাচ্ছে বিআরটিসি? যদি তাই হয় আমার প্রশ্ন সরকারের হাতে থাকা প্রতিষ্ঠান কতটুকু সফলতা পায় ? কতটুকু সফল টেলিটক .বিটিসিএল ও কম.বিডি ডোমেইন ? সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শর্ত ও দুর্নিতীর খড়্গে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে উঠে তাই আমার অনুরোধ বাংলা ভাষার যে সম্মান দেখিয়েছে আইকান এই সম্মান রক্ষার্থে ও বাংলা ভাষাকে আরো প্রসার করার লক্ষ্যে বাংলা ডোমেইন ক্রয় বিক্রয়ের দায়িত্ব বিটিআরটিসি নয় অন্যকোন বাংলাদেশী কোম্পানীকে দেওয়া উচিত্ ও জোরালো দাবি জানাচ্ছি।অবশেষে একটি বাংলা ডোমেন কিনে ওয়েবসাইট বানাতে পারবো এই আশায় আজকের মত বিদায় ।
লেখাটি একযোগে somewhere in bangla blog লেখাটি একযোগে techtunes bangla information technology blog ও লেখাটি একযোগে bangla it blog প্রকাশ করা হলো ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
বিষয়টা ক্লিয়ার হলাম। অনেক ধন্যবাদ.