কেমন আছেন সবাই ?যারা জানেন তাদের এই পোষ্ট পড়ার দরকার নেই ।আমার এই পোষ্টটি নতুনদের কাজে আসবে । techtunes সহ ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট আমরা যারা ভিজিট করি ও মন্তব্য করি , কিন্তু ইচ্ছা থাকলেও জানিনা কিভাবে নিজের ছবি যোগ করতে হয় । প্রথমে http://www.gravatar.com যান এবার singup ক্লীক করুন । এবার আপনার ইমেইলে ঠিকানা প্রবেশ করাতে বলবে আপনার ইমেইল ঠিকানা প্রবেশ করিয়ে সাইন আপ ওকে করুন । এবার আপনার ইমেইল চেক করুন দেখুন gravatar থেকে লিংক পাঠিয়েছে ওই লিংকে ক্লীক করে কনফার্ম করুন যে এই ই মেইল ঠিকানা আপনার । এবার লিংকটি আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করার ঘরে নিয়ে যাবে । এবার আপনার পছন্দ মতো ইউজার নেম দিন . পাসওয়ার্ড দিন
পাসওয়ার্ডটি আবার দিন এবার singup ক্লীক করুন । এবার ছবি সেট করার জন্য আপনার এক্যাউন্ট তৈরী । এবার http://www.gravatar.com এ লগইন করুন add image ক্লীক করুন এবার আপনার ছবি আপলোড করুন next ক্লিক করুন এবার ছবিটির মাপ ঠিক করে crop and finish ক্লিক করুন । তারপর ছবিটিতে ক্লীক করুন এবার G R এরকম কয়েকটি অপশন আসবে G তে ক্লীক করুন এবার confrim করুন । ব্যস এবার আপনার ইমেইল ঠিকানা দিয়ে techtunes সহ যেকোন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট মন্তব্য করলে সেখানে আপনার ছবিটি অটোমেটিক ভাবে প্রর্দশন করবে । কাজে লাগলে জানাবেন ভাল থাকবেন ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
চর্বিত চর্বন!