আমি এবার আপনাদের কাছে এমন এক সফ্টওয়্যার শেয়ার করতে যাচ্ছি যার জন্য আপনি-আমি অনেকদিন যাবৎ অপেক্ষা করছি। আপনি হয়ত জানেন বিভিন্ন ব্লগিং সাইটে মাঝে মাঝে এসকল প্রমিয়াম একাউন্ট শেয়ার করা হয়। আর এই সফ্টওয়্যার এর ক্রিয়েটর ঐ সকল প্রিমিয়াম একাউন্ট জোগাড় করে তা কোনো ব্লগ পোষ্ট এ না লিখে ডায়রেক্ট তার সফ্টওয়্যার এর মাধ্যমে শেয়ার করে।
প্রতিদিনই নতুন নতুন আইডি পাসওয়ার্ড পাওয়া যায়। প্রায় ৭-৮টা করে প্রতিটি ওয়েবসাইটের!!
এবং মজার কথা হল আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে না(এতে একাউন্ট ফ্রী হয়ে যায়) শুধুমাত্র সফ্টওয়্যার ওপেন করে আপনার কাঙ্খিত ওয়েবসাইট সিলেক্ট করুন কিছু সময় পর আইডি পাসওয়ার্ড দেথতে পাবেন এবং যেকোনো একটি আইডি সিলেক্ট করে Use It এ ক্লিক করলেই কাজ খতম।
আসলে যা হয়: আপনার রেজিষ্ট্রিতে নিচের মত একটা রেজিষ্ট্রি ক্রিয়েট হয়
[HKEY_CURRENT_USER\Software\DownloadManager\Passwor ds\http://*fileserve.com]
"User"=hex(0):6c,6c,69,6e,6e,65,74,74,65,00
"EncPassword"=hex(0):67,6e,6c,64,6a,7d,4f,3d,3c,3b ,3a,0
যার দরুন আপনি যখন ঐ ওয়েবসাইটের কোনো লিংক থেকে ডাউনলোড করতে যান তখন ঐ সাইট এই আইডি পাসওয়ার্ড গ্রাব করে নেয়। ব্যাস প্রিমিয়ামভাবে ডাউনলোড শুরু হয়ে গেল।
যেভাবে ডাউনলোড করবেন: আগেই বলে রাখি ডাউনলোড প্রসেস করতে ৫ মিনিট সময় লাগবে আমিও বহুত চেষ্টা করেছি সময়টা কমানো যায় কিনা উপায় নাই।কথা হল আপনার প্রক্সি চেন্জ করে ডাউনলোড করতে হবে তা না হলে বাংলাদেশী আইপি দিয়া ডাউনলোড ঠিকই হবে কিন্তু সমস্যা হল সফ্টওয়্যার চলবে না। আপনি চেষ্টা করে দেখতে পারেন কিন্তু লাভ নাই(গ্যারান্টিড)।
ভালই হল আসুন শিখে নেয়া যাক কিভাবে যেকোনো দেশের প্রক্সি ব্যবহার করে আপনি কোন স্থান থেকে ব্রাউজ করছেন তা লুকিয়ে ফেলা যায়। এমনকি কিছু কিছু সাইট আছে যেগুলোতে নির্দিষ্ট দেশের লোক ছাড়া প্রবেশ নিষেধ আবার কিছু কিছু সার্ভেয় আছে যেগুলো কেবলমাত্র নির্দিষ্টকিছু দেশই করতে পারে সেগুলোতেও প্রবেশ করার নিয়ম শিখি।(ছবি সহ বিস্তারিত)
Open your Mozilla then Click Tools>Add-ons
On the Search tab type "Proxy" then press enter & follow like the bellow images:
After Restarting Your Firefox this will pop-up and just ingone it because we dont have money to buy those..
এখন হল সবচেয়ে জরুরী কাজ। প্রক্সি এড করা। আপনি Shift+M চাপতে পারেন অথবা নিচের ছবির মতও করতে পারেন।
এই বাক্সে প্রক্সি বসাতে হয়। আমি দুইটা দিয়ে দিচ্ছি। এই সফ্টওয়্যার ডাউনলোড করতে আপনাকে আমেরিকার প্রক্সি ব্যবহার করতে হবে। এগুলো আমেরিকার প্রক্সি নাম্বার।
যেকোনো দেশের এক্টিভ প্রক্সি পাওয়ার জন্য http://www.hidemyass.com ব্যবহার করুন। এবং এই সফ্ট ডাউনলোড করার জন্য আমেরিকার আরও প্রক্সি লাগলে(আমার গুলা কাজ না করলে) এই লিংক এ ক্লিক করুন।
Now Click Any proxie then start browsing if fails then try another one. I have succeeded with those two.
এবার ডাউনলোড করার পালা। আমেরিকার প্রক্সি এক্টিভেট করে এই লিংক এ ক্লিক করুন। তারপর নিচের ছবির মত Skip Ad,Skip Ad,Skip Ad(তিন পেইজে তিনবার) ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
আমার জানা মতে(বন্ধুর পিসিতে ইন্সটল করতে গিয়ে দেখলাম) কেসপারস্কি এন্টিভাইরাস এই সফ্টটা ইন্সটল হতে দেয় না সেক্ষেত্রে ডিজেবল করে নিতে হয় আমার কম্পিউটারে এভাস্ট কোনো সমস্যা করে নি।
কমেন্ট বন্ধ: আপনারা যারা টেকিতে টিউন করেন তারা নিশ্চয়ই জানেন একটা বেড কমেন্ট পড়লে মনটা কথ খারাপ হয়ে যায়। আর আমি এমন এক দুর্ভাগা যে আমি কখনই তেমন একটা ভাল কমেন্ট পাই না। তাই এবার ঠিক করেছি কমেন্ট বন্ধই করে দিব। আজ এমনিই আমার মন খারাপ আরও খারাপ হওয়ার দরকার নাই।
আমি টেকটিউনস টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভেজাল…এর থেকে নন প্রিমিয়াম থেকে নামালেই ভালো…।কিন্তু শেয়ার করার জন্য ধন্যবাদ