একটি সতর্ক টিউন- ডাউনলোড নিয়ে

টেক টিউন্সে যখন আসছি তখন থেকে এ পর্যন্ত অনেক টিউন ই দেখলাম। ডাউনলোড স্পীড বাড়া কয়েক গুন বা আরো হাবিজাবি নিয়ে ও কিছু দেখলাম, যা আসলে ভুয়া।)

যারা এ রকম টিউন করে তাদের উদ্দেশ্যে কিছু বলছি না। তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই। তারা ও যেন আমাকে ভুল না বুঝে, প্লিজ।

এটা হচ্ছে যারা সফট গুলো তৈরি করে তাদের সমস্যা। এবার কি সমস্যা তা বলি। এ সব ডাউনলোড ম্যানেজার গুলো দিয়ে যখন ডাউনলোড করেন তখন ডাউনলোড শুরু হওয়ার সাথে সাথেই যা  ডাউনলোড করে তা ক্যাস করা থাকে এবং যখন " ডাউনলোড/সময়" স্পীড দেখায় তখন ক্যাস করা ডাউনলোড সহ আপনাকে বর্তমান ডাউনলোড স্পীড দেখায়। কিন্তু কিছুক্ষন পরই আসল স্পীড বেরিয়ে আসে। এ চালাকি IDM ও করে। আমি মনে হয় আপনাদের বুঝাতে পেরেছি আসল ঘটনা।

এবার আপনার চিন্তা করার পালা, আপনাকে যদি আপনার নেট প্রোভাইডার  20Kbs/s দেয় কিভাবে আপনি এটা বাড়িয়ে 40Kbs/s  বা আরো বেশি করবেন?? কারন আপনার লিমিট ই হচ্ছে সর্বোচ্ছ20Kbs/s । আপনি স্পীড পেলে এর ছেয়ে কম পেতে পারেন বেশি কিভাবে পাবেন?? আসা করি এ পয়েন্ট ও ধরতে পারছেন। IDM এ দেখবেন মাঝে মাঝে স্পীড অনেক বেড়ে যায় আবার অনেক কমে যায়। এবারেজ আপনার নিয়মিত যে স্পীড সেটাই পান আপনি বেশি একটু পান না। তবে IDM এর একটি সুবিধা হচ্ছে এটি আপনার নেট কানেকশনের সকল স্পীড ই দখল করবে। ব্রাউজার বা অন্য কিছুকে নেট ব্যবহার করতে দিবে না। সব নিজেই কাজে লাগাবে। কিন্তু নিজের থেকে স্পীড বাড়াতে পারবে না।

ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমার জ্ঞান। আপনাদের যদি ভালো কিছু থাকে তাহলে আরো ভালো। কিন্তু চিলে কান নিয়েছে বলে তার পিছনে না দৌঁড়ানো ই ভাল। আসলে কি হচ্ছে তাই একটু বের করবেন।

আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি কাউকে আক্রমন করার জন্য বলি নি। এখানে সবাই আসে কিছু শিখার জন্য ভুল শিখার জন্য নয়।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম এরা নিজেরা ঘাষ খায়, আর অন্যদের খাওয়ানোর চেষ্টা করে

    তাই,… আপনি কবে খাচ্ছেন??

    Level 0

    ভাই খাইনা দেখেই এখন ঘাষ অঞ্চল থেকে দূরে থাকি
    আর ওই ঘাষ কাহোয়াগুলোকে পেলে মিউজিয়ামে রেখে দিতাম,
    আফটার অল দেশের সম্পদ, আমাগো জব্বার কাগুর মত

    “ভাই খাইনা দেখেই এখন ঘাষ অঞ্চল থেকে দূরে থাকি
    আর ওই ঘাষ কাহোয়াগুলোকে পেলে মিউজিয়ামে রেখে দিতাম,
    আফটার অল দেশের সম্পদ, আমাগো জব্বার কাগুর মত”

    সেইরকম বলেছেন লাকি ভাই। 😉

    এ ব্যাপরে আমি এই টিউনটি করেছিঃ হাই স্পিড ডাউনলোড সম্পর্কে সঠিক ধারণা রাখুন আশা করছি ভালো লাগবে।

    আপনার টিউন দেখছি। প্রথমেই একটা ভুল করছেন, আপনি নিজে নিজে ভের করে ঠিক করবেন আসা করি। পরের অংশ গুলো ভালো হয়েছে

ভালো কথা শুনতে ভালো লাগে।জাকির ভাই ঠিকেই ধরেছেন।

    সাপোর্ট দেওয়ার জন্য আউয়াল ভাইকে ধন্যবাদ।

আমাদের আলাউল ভাইকে অনেক দিন দেখি না। কেউ কি উনার কোন খবর জানেন???

    হয়তো আপুনি আউয়াল ভাইকে খুজছেন,ভুল বলছি নাকি? আর আলওল কে খুজলে তার সন্ধান মনে হয় পাবেন না।

এসব কারণেই অনেকে টিটিকে সার্কাস বলে।

    আমি টিটি সম্পর্কে কিছু শুনতে রাজি নই। এখানে অনেক ভালো ব্লগার রয়েছে

    আমিতো সেটা অস্বীকার করিনি। কিন্তু সমস্যা হলো কিছু ব্লগারের জন্য সবাইকে এসব কথা শুনতে হয়।
    আমি মনে করি এজন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে টিটির মডারেশন প্যানেল। তারা যদি পোস্টগুলোকে ঠিকমত মডারেট করত তাহলে আর এই অবস্থা হত না।

    এটা মানতে রাজি আছি। ধন্যবাদ।

জাকির ভাই , আমিও এক মত পূষন করছি ।

“লোকাল এড্রেস” থেকে ডাউনলোডে কোন স্পিড লিমিট থাকে না। থাকে “গেটওয়ে” থেকে ওয়ার্ল্ড ওয়াইড।
ধরুন ঃ
A—-| |———–Z
|——- (getaway) internet—–(getaway) |———X
B—-| |——————-Y

এখানে A,B ও Z,X,Y পরস্পরের সাথে কানেক্টেড। A,B পরস্পরের মধ্যে ডাটা নিতে কোন লিমিট নেই। তেমনি লিমিট নেই Z,X,Y মধ্যে স্পিডের
এরা সবাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। যখনি getaway এর উপর দিয়ে যাবে তখনি লিমিটেড হয়ে যাবে।

আবার getaway যদি ডাটা ক্যাশ রাখে তবে, তা থেকেও আনলমটেড স্পিডে নামানো যায়। যেমনঃ জিপি একবার করেছিল।

    জটিল বিশ্লেষন পন্ডিত মশাই, জেনে ভাল লাগল।

    নতুন পন্ডিতের বিশ্লেষনের জন্য ধন্যবাদ।

কোন ডাউনলোড লিংকে ক্লিক করুন। আইডিএম আসার পর Start Download লিংকে ক্লিক না করে সেটাকে এমনিতেই রেখে দিন। মিনিট পাচেঁক পর Start Download এ ক্লিক করুন এবং সাথে সাথেই স্ক্রীন শর্ট নিন। এবার সেটা নিয়ে একটা টিউন করে ফেলুন।

    দারুন পয়েন্ট তুলে থরেছেন মারুফ ভাই। ধন্যবাদ আপনাকে।

    হা হা হা হা হা হা

    তাহলে ওরা বলবে ১০০ গুন ভাড়িয়ে নিন আপনার ডাউনলোড স্পীড বা আরো হাবীজাবী। আমি একবার এ রকম ডাউনলোড লিংকে ক্লিক করে অন্য কাজ করছি। যখন Start Download লিংকে ক্লিক করলাম তখনই আমার ডাউনলোড শেষ। তাহলে আমার কি বকে টিউন করা উচিত, একটা নতুন ম্যাজিক তাই না??? 😛

ধারণা ছিল আজ বিশ্বাসে পরিণত হল

আমিও এ বিষয়ে একমত

    ধন্যবাদ আমাদের সাথে এক মত হওয়ার জন্য

জাকির ভাই ঠিক বলেছেন।

    😛 😛 আমি কি বেঠিক বলতে পারি?? 😛

একমত আপনার সাথে জাকির ভাই।

ঠিক বলেছেন জাকির ভাই … আসলেই তাই, ঐসব হাবীজাবী টিউনে ভরে যাচ্ছে আমাদের টিটি।

আসলে জাকির ব্যপারটা হচ্ছে এরা না জেনে টিউন করছে।কিন্তু আমরা যারা জানি এরা প্রতিবাদ করছি না বা সমালোচনা করছি না ঝামেলা এড়ানোড় জন্যে,কিংবা তর্কাতর্কি হবে এই জন্যে।আমি এইখানে প্রথম টিউন করতে এসে একজনের কথার আক্রমনের শিকার হয়েছিলাম।যাই হোক এইগুলো আসলে মডারেটরদের নিয়মিত চেক করা উচিত।প্রয়োজনে মডারেটর বাড়ানো উচিত।যাই হোক আমার নিজের মতামত জানালাম।ভালো থেকো।

    একমত।মডারেশান প্যানেল টা তাড়াতাড়ি এক্টিভ করা দরকার।টিটিতে কেউ যাতে কোন ফালতু টিউন না পায়।

    আপনাদের দুই জনকেই ধন্যবাদ।

    ভাই, এজন ভুল শেখাচ্ছে। আমি ভুল বলতেই দুটা লিংক নিয়ে ৫ জন অশালিন কথায় আমার ইমেল বক্স ভরিয়ে দিল!

    ওদের প্রতি দিক্কার।।

agree with every 1

সহমত। লক্ষাধিক সদস্যের টিটি পরিবারের জন্য কম করে হলেও ৫০/৬০ জন মোডারেটর প্রয়োজন । যাদের কাজ হবে প্রতিটি টিউন+ কমেন্ট পড়া , আজেবাজে টিউন রিমুভ করা , নতুনদের ভালো টিউন করতে সহায়তা করা ইত্যাদি। আজকের টিটি সেই আগের ছোট শিশুটি নেই , লক্ষাধিক সদস্যের পদচারনায় টিটি আজ বিশাল বটবৃক্ষ । তাই এসব ব্যপার হেলাফেলা করার নয়, সবার টিটির প্রতি ভালবাসাকে সম্মান জানিয়ে এডমিন প্যনেল এ ব্যপারে সত্বর ব্যবস্থা নেবেন বলে আশা করছি, এবং এটা আমাদের দাবি। তাই বলব আসুন টিটি নামক বটবৃক্ষের ছায়াতলে মনের ক্লান্তি শ্রান্তি দূর করি, আর বটবৃক্ষের ডালে বসে পরা কাউয়া তাড়ানোর ব্যবস্থা করুন অনভিপ্রেত ঘটনা ঘটার পূর্বেই!

    মডারেশন প্যানেল ঘুমায় দেখতেছি কয়েক মাস ধরে।
    @সুফি ভাই,
    ৫০/৬০ মডারেটর এর দরকার কেন বুঝলাম না। প্রতিদিন টিউন হয় বড় জোড় ৪০ টা। ৪০টা পোস্ট মডারেটর করার জন্য দাবি জানালেন ৬০ জন মডারেটর।

    আর কিছু বললাম না। আশাকরি বাস্তব বিবেচনা করে দাবি জানাবেন।

    দুই জনকেই ধন্যবাদ। আমাদের নিয়মিত একজন মডারেটর হলেই যথেষ্ট।

    সুফি সাহেব এর সাথে একমত।

হুমম, আমারও তাই মনে হয়।

Level New

আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত। গতকাল একটি টিউন দেখলাম “হুম….সম্ভব আপনার ডাওনলোড স্পীডকে সর্বচ্চ ৫০ গুন বৃদ্ধি করার! [টিউটোরিয়াল]+ ছোট হলেও কাজের অনেক কিছু (মেগা টিউন)*(এক্সক্লুসিভ টিউন)*” https://www.techtunes.io/internet/tune-id/52668/ যা আসলেই ভুয়া। এটা প্রথম কয়েক মিনিট Fake speed দেখায় সত্য আমার স্পীড দেখাচ্ছিল 512 kBPS but আমি ব্যবহার করি 160 kbps মানে 20 KBPS এর লাইন। হাহাহা হাহাহ। কিনতু কয়েক মিনিট পরই এটা আপনার আসল স্পীডে ফিরে যায়। আপনাকে এটা প্রথম Fake speed দেখিয়ে প্রলুব্ধ করে কিনতু কয়েক মিনিট পরই আপনার আসল স্পীড যদি 20 KBPS হয়ে থাকে তাহলে এটা 20 KBPS এই ডাউনলোড করবে। ?জাকির! ভাই এই টিউনটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ ঘটনা টা তুলে ধরার জন্য।

    আচ্ছা জাকির ভাই 15-20 মিনিট এর ডাউনলোড করার সময় অনেক সময় দেখা যায় স্পিড বাড়ছে কমছে এটা কি কারনে হয়। আমি মাঝে মাঝে এমনটা দেখি কিন্তু কারন টা বুঝিনা।

    নেটকানেকশনের কারনে।

Level 0

সামান্য বেপার নিয়ে এতো লেখালেখির কি আছে বুঝলাম না। সকল কাজ বন্ধ থাকা অবস্থায় ১৫ মেগাবাইটের ফাইল নামতে ব্রাউজারের লেগেছে ৯ মিনিট আর IDM এর লেগেছে ৬ মিনিট অতএব ডাউনলোডের সময় আমি IDM চাই।

    সামান্য না। বুয়া টিউন থেকে সবাই প্রতারিত হবে এটা কি সামান্য?

iDM nia eto Faala Fali korlento apnarai.. Ekhn apnarai boltesen MOderate korun.. Purai ajob deki. Ami kno DM use korina, default firefox download diai kaam chalay nei

    আপনি ভুল বুঝেছেন। কোন কিছু বাড়িয়ে বলার একটা অভ্যাস যে আমাদের আছে তাই তুলে ধরলাম।

    bujcchi bandwidth er bepare ekmot, sorru vul bujar jnno

    maaf korben , Lapi dia bangla likte koshto laage

    ওকে কোন সমস্যা নেই। আর বাংলা না লিখলে কেমন যেন লাগে।

ভাইয়া আমি আপনার সাথে ১০০% একমত। তবে আপনার ISP আপনাকে জে স্পীড দেয় তা মাঝে মাঝে কম বেশি হয় । আপনি ২৫৬ কে বি স্পীড ব্যবহার করছেন । কিন্তু আপনার ডাউনলোড স্পীড ৩২ KB এর উপরে উঠতে পারে । তবে এটা হটাত হটাত isp এর সার্ভার এর কারনে হয় । আপনারা dumeter ব্যবহার করে দেখতে পারেন।

আনাকে অসংখ্য ধন্যবাদ . তবে কালকে 50 গুণ স্পীড এর টিউন দেইখা আমার মাথায় গ্যাস্ট্রিক উঠছিলো . আপনি আমারে বাচাইলেন. নৈলে কাল P6 চালাই তাও আবার 1GB 7-8 দিনে শেষ. বাকিটা বুঝতেই পারছেন ……¿

জাকির ঠিক,ঠিক,ঠিক।আমিও একমত।যত্তসব আজাইরা পেঁচাল।ব্যাডওইথ কী নিজেনিজে তৈরি করা যায়

    ঐ সব সফট গুলো তৈরি করতে পারে 😛

Level 2

কি আর বলব। সবাই নানা দিক থেকে নানা প্রশ্ন করেছে। আমার যা প্রশ্ন জেগেছিল সব উত্তর পেয়ে গেছি। ধন্যবাদ জাকির ভাই।

হুম। ভাল লাগলো। আমি আপনার সাথে এক মত।

আমিও আপনার সাথে একমত ভেজালে দেশটা ভরে গেছে। টিটিতে ও তার হাওয়া লেগেছে । আসলেই ভাল হয়েছে আপনাকে ধন্যবাদ….!

    টিটি কে আমরা ভেজাল হতে দিব না

আমার আর কোন প্রশ্ন নাই। সবকিছুর উত্তর পেয়েছি। কিন্তু এটা কেমন ধরনের কথা মডারেটর নাকি ঘুমায়?

    আসলে মডারেটর প্রয়জনের তুলনায় কম তো তাই…

আপনার সাথে একমত না হয়ে কোন উপায় আছে বলেতো আমার মনে হয়না,
এর আগেও কোন একটা টিউনে আমি বলেছিলাম এই কথাটা,
ধন্যবাদ জাকির ভাই বিষয়টা উপস্থাপন করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ। অনেক দিন পর আপনাকে দেখলাম।

Level 0

are bhai r boilen na, ekhan kar onek tuner k dekhesi, jara bivinno website theke ja pai, ta Banglai khub roshalo vashai translate kore, tarpor por oishob site theke jei software gulo pai shegulo k download kore ekta folder e dhukhai then oi folder e ekta notepad e nizer nam r email address diye emon vab dekhai, mone hoi jeno software ta she nizei toiri korese, and erokom onek k claim o korte dekhsei. Jemon, Kaspersky 5 years er crack er jei tune ta, shekhane, j tuner she likhese j, she 1st e Kaspersky 3700 din er jonne hack kore, kintu Kaspersky oi license block kore dei r eta dekhe she naki rege mege ekakar hoye kaspersky 5 bosor er jonno hack kore, r sheitar tutorial tai she eivabe diyese, othcho oi tutorial ta she bidheshi ek site theke niye just Banglai translate korese, r nizer mon gora kotha lagise. R eta korte giye, net e jai pai era tai ekhane niye hajir hoi, r onek khetrei jane j konta karjokor r konta na. Eishob tune gulo to pray erokom hoi. E jonne ami apnar shathe ekmot. 🙂

    আপনি অনেক গুলো সত্য কথা লিখছেন। বাংলায় লিখলে সবাই জানতে পারত।

Level 0

আমি অবশ্য বাংলাতে লিখেসিলাম কিন্তু ইংলিশ লেটার এ। জাইহক, যেটা বলতে চাসসিলাম, যে এখানে আমি দেখেসি জ অনেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে টিউটরিয়াল কে বাংলাই খুব রসালো ভাসাই লিখেন। তারপর যেটা করেন যে। সফটওয়ারে গুল ডাউনলোড করে তার ফোল্ডার এ একটি নোটপ্যাড এ নিজের নাম র মেইল অ্যাড্রেস দিয়ে ওইটা আবার megaupload, fileshare, ইত্যাদি ওয়েবসাইট এ উপ্লয়াদ করে এমন উনারা ভাব দেখাই জেনো সফটওয়্যার গুল উনারাই তইরি করেসেন। যেমন কিনা কাস্পেরস্ক্য এর ক্র্যাক এর যেই উধাহরন দিলাম। ওনেকেকে ত চলাইম অ করতে দেখসি যে তারা নাকি সফটওয়্যার তা বানিয়েসে। যেমন নাম না বলে একজন এর কথাই বলি। সে দাবি করল যে সে র বাংলাদেশ আর্মি মিলে একটা পর্ণ ব্লক করা সফটওয়্যার বানিয়েসে। অথচ দেখলাম যে ওঁর বয়স মাত্র ১৬ কি ১৭ যে কিনা ২০০৮ থেকে কম্পিউটার এর প্রতি তার অনেক আগ্রহ জন্মে। এখন কোথা হল যে অ এত অল্প সময়ে প্রগ্রামিং শিখে এই সফটওয়্যার কিভাবে বানাল র বাংলাদেশ আর্মি কেনই বা তাকে ওই সফটওয়্যার বানাতে ডাকবে। বাংলাদেশ আর্মির কি কোন common sense নেই যে একটা অপ্রাপ্ত বয়স্ক একটা সেলে কে এইশব বানাতে ডাকবে?? একজন tiger mate কে নিয়ে লিখতে গিয়ে বলল যে সে নাকি ওই hacker কে কোন জাতের এ hacker মনে করেনা, অথচ সে তার প্রোফাইল দেখলেই বুঝবেন যে সে নিযে খুব বেশি হলে "script kiddie" কোন Elite Hacker না অথচ সেই hacker কিন্তু Elite Hacker এবং একজন ইন্টারন্যাশনাল মানের hacker. যদিও hacker হিসেবে একজন ভাল মানুশ না। তাই বলে কি তার ট্যালেন্ট নিয়ে এরকম বলাতা কি মানাই? এক্ষেত্রে ত সাফ সাফ বলা যাই যে ছট মুখে বর কথা। যাই হক আর কিছু বললাম না, তবে এদের contribution এখানে ভাল। একটা জিনিশ এ ভাল না সেটা হল অশম্ভব চাপাবাজি। র অন্নের ট্যালেন্ট ক নিজের ট্যালেন্ট বলে নিজেকে জাহির করা। ওই পিচ্ছি সেলেতা নাকি আবার হ্যাকিং এর অপর বাংলাই বই লিখবে। মনে হই, দেখবেন Hackers Underground Handbook or A beginner's guide to Ethical Hacking অথবা অন্ন কোন পপুলার বই কে বাংলাই রুপারন্তর করে নিজের নাম কামাবে। দেখেইখেন।ঃপ

    Level 0

    1. যারা নিজের নাম লাগায় তাদের ব্যাপারে আপনি কিছু বলতে না পারলেও যারা বলে নিজে বানাইসে তাদেরকে নাম ধরে বলেন, তারপর বেরুবে কে বানাইসে কে বানায়নাই
    ২. আপনি যার কথা বলছেন সে <b>বাংলাদেশ সাইবার আর্মির</b> কথা বলছে , আপনি মনে হয় চশমা খুলে লেখাটা পড়েছিলেন; কিন্তু যদি থিক পড়ে ভুল লিখেন তাহলে আপনাকে বলছি, আগে জানুন, বাংলাদেশ সাইবার আর্মি কি, তাদেরকাজ কি, তারা কারা…….. তারপর সমালোচনা করেন
    ৩. বললেন ১৬ ১৭ বছর বয়সে সে যে তার প্রোগ্রামিং জ্ঞানকে একতু হলেও সমাজকে রক্ষা করার উদ্দ্যোগ নিয়েছে তাতো বড় বড় মাথারাওতো নেয়নি, তা বলুন আপনার সমস্যা কি তার বয়সে, নাকি তার সফটে যেটা হয়তো সেই সব লোকদের পর্ন থেকে বিরত রাখবে যারা বলার সময় কম বলেনা, তথয ভেরিফাই না করেই
    ৪.৩ টা ব্যাখ্যা পড়ে কমন সেন্সের অভাবটা কার একটু দেখেন
    ৫. আর টাইগার মেটের কথা বলছেন????? চুরি করে যদি নোবেল প্রাইজ এনে বলেন আমি নুবেল পাইসি তাইলে সেতা আপনাকেই মানাবে, কে কি বললো না বললো তাকে কমেন্ত করেন, এট লিষ্ট যারা টিউনার প্যানেল তারা কিছুটা হলেও তথ্য ভেরিফাই করে, আর যারা করেনা, তারাতো আপনারমত কমেন্ট করে
    ৬. অসম্ভব চাপাবাজি কে করলো একটু দেখেনতো, আসেন নিজের ছবি দেন বসেন, চাপাবাজি না কি প্রমান হয়ে যাবে
    ৭. আরে মিয়া অইটা যদি পিচ্চি ছেলে হয় তাইলে আপনিতো একটা আস্ত ** ;
    তা এইযে এত কিছু বললেন নিজের অভিজ্ঞতা থেকেই তো বলছেন, মানে নিজে করে অভিজ্ঞতা হয়ে এখন অন্নদেরকেও তাই ভাবতেছেন?? নাহলে সত্যকে মিথ্যা করার এই কমেন্ট তো আর আমার কাছে হাজির হতনা

    <b>ভালো হইতে সময় লাগেনা</b>
    বিঃদ্রঃ এই মন্তব্য আমি ভেরিফাইড হয়েই দিয়েছি 🙂

    আমি বুঝতেছি না ঐ ছেলেটা এন্টি-পর্ন সফট বানায়ছে তাতে আপনার সমস্যাটা কোথায়।
    প্রথমতঃ ২০০৮-২০১১ এত অল্প সময় হয় কিভাবে? আপনার কি কম্পিউটার সম্পর্কে কোন ধারণা আছে। শুধু তিন মাস সময় দিলেই আপনি নিজে থেকেই প্রোগ্রামিং এর একটা বই লিখে ফেলতে পারবেন।
    দ্বিতীয়তঃ টাইগার মেট যে কোন মানের হ্যাকার তা সবাই(যারা হ্যাকিং সম্পর্কে কিছুটা হলেও জানে) জানে।
    তৃতীয়তঃ রসালো করে লিখে নিজের নামে চালাতে জানাটাও একটা ক্রেডিট।
    ৪র্থতঃ আপনি যেই বইটার নাম লিখেছেন সেইটা আপনি নিজে পড়েছেন? আপনার কাছে যখন এসব কিছু মামুলি ব্যাপার তখন দয়া করে আমাদের মত মূর্খদের জন্য আপনি নিজ উদ্দেগে বইগুলো বাংলায় অনুবাদ করে দেন। কথা দিলাম পুরা ক্রেডিট আপনাকে দিব।

    ভাই, আপিন অনেক বড় পন্ডিত মেনে নিলাম। আচ্ছা, কষ্ট করে একটু বলবেন কি প্রোগ্রামিং শিখে এন্টিপোর্ন-বা এইধরণের সফটওয়্যার তৈরি করতে বয়স কত হওয়া লাগে???

    প্রথমতঃ বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লেখাটা কখনোই খারাপ ব্যাপার নয়। আর যারা নিজের নাম আর ই-মেইল এড্রেস দিয়ে ফাইল সেয়ারিং সাইটগুলিতে আপলোড করে দেয় তারাও মোটেও ভাব ধরেণা যে উনারাই সফট্ওয়ারটি তৈরী করেছেন। তবে হ্যা কিছু কিছু লোক আছে যারা লিখে দেন যে তারাই সফট্ওয়ারটি তৈরী করেছেন। কিন্তু তাদের সংখ্যা খুবই সীমিত। তাই বলে কি তাদের সাথে সবাইকে তুলনা করবেন?

    দ্বিতীয়তঃ পর্ণগ্রাফিগুলি দেখে দেখে মনেহয় আপনার চোখগুলার পাওয়ার কমে গেছে তাই "বাংলাদেশ সাইবার আর্মি" লেখাটাকে আপনি "বাংলাদেশ আর্মি" দেখেছেন। আগে খোজ নিয়ে দেখেন যে "বাংলাদেশ সাইবার আর্মি" কি? তারপর এইটা নিয়ে কথা বলেন। আর "সাধারণ জ্ঞান" কার নেই আর কার আছে, সেইটা আপনার কমেন্ট দেখে খুব সহজেই বুঝা যায়।

    তৃতীয়তঃ আপনি মনেহয় আজাইরা কাজে সবসময় বিজি থাকেন তাই ২০০৮ থেকে ২০১১ সালকে আপনার খুবই অল্প সময় মনে হয়।

    চতুর্থতঃ ১৬-১৭ বয়সের ছেলেরা সফট্ওয়ার বানাবে নাতো কি আপনার মত বুড়াগাধারা বানাবে? যে ঠিকমত বাংলাই লিখতে জানেনা? অতটুকু বয়সে যে উনি একটা উপকারী সফট্ওয়ার তৈরী করেছেন তাতে তো উনার প্রশংসা করা উচিত।
    অবশ্য আপনি উনার প্রশংসা করবেন না, কারণ আপনার কমেন্ট দেখে বুঝাই যায় যে আপনি পর্ণ সাইগুলার অনেক ভক্ত।

    পঞ্চমতঃ টাইগার ম্যাটের ভক্ত হিসেবে আপনাকে খুব ভাল মানায় কারণ উনি তো পর্ণ সাইট হ্যাক করতে পারেন না। উনি টেকটিউনস্ এর মত সাইটগুলিকে হ্যাক করতে পারেন।

    ষষ্ঠতঃ ওই পিচ্চি ছেলেটা যার মেধার কাছে আপনার মেধা অনেক খাট। সে "Hackers Underground Handbook or A beginner’s guide to Ethical Hacking" বইটা তৈরী করতে না পারুক। কিন্তু সে যে এইরকম একটা বই তৈরী করার কথা ভেবেছে তাতেই অনেকগুলা ধন্যবাদ দেওয়া উচিত। উনি এখনো বইটা তৈরী করেননি। তাই কোন কিছু ঘটার আগেই মন্তব্য করার অভ্যাসটা পাল্টান।

    সপ্তমতঃ মন্তব্যতো ভালই করতে পারেন। নিজে কোনদিন কিছু করেছিলেন? খালি পটর পটর ! আগে ওই পিচ্চি ছেলেটার মত কিছু একটা করে দ্যাখান। তারপর উনাকে নিয়ে সমালোচনা করবেন।

    অবশেষেঃ আপনার মত ফাল্তু একটা চিন্তাধারার মানুষ এবং কমেন্টারের কমেন্ট-এ যে আমি মন্তব্য করেছি তাতেই আমার ঘৃণা হচ্ছে।

    "দৃষ্টিভঙ্গিটাকে পাল্টান, জীবনটাই পাল্টে যাবে"

    যেই লোক "antiporn" সফট নিয়ে প্রশ্ন তুলতে পারে সে আর যাই হোক পর্ণগ্রাফির যে ভাল ১জন ভক্ত তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।

    আমার মনে হয় উনার কম্পিউটারে কেউ এই সফট ইন্সটল করে দিসে যার কারনে উনি পর্ণগ্রাফি দেখতে পারছেন না এবং
    মনে হয় unintall ও করতে পারছেন না!!!!!!!!!!!!!!!!!
    হাহাহাহা

    @LuckyFM, যাদের আক্কেল জ্ঞান নাই তাদের বলে কিছু লাভ নাই। তারা সব সময় ভাল কাজের নিন্দা করেই যাবে। 🙁

    @মাখন, সমস্যা উনার মনে আর কোথাও না। দেশে কি ক্রেডিটের জোয়াড় আসছে যে, আজাইরা পাবলিকদের দিতে চান। মানুষ বুঝে দেন ভাই কাজে লাগবে। 😀

    @আল-আমিন কবির, কারে কি কও ভাই, কিছু দিন পরেই শুনা যাবে প্রাইমারীতে পড়ুয়া ছেরে উইথ মেয়েরাও বড় বড় প্রোগ্রামিং করতেছে। যদিও এখনও হচ্ছে। আর তুমি যারে কইরা সে মনে হয় এখনো, লেপের নিচে …… ****** 😛

    @সাইফুল, তুমি আমার মনের কথা গুলো ব্যক্ত করে দিয়েছো। তোমাকে ধৈন্য 😀

    অন্য অনেক বাংলা ব্লগের সাথে টেকটিউন এর পার্থক্যটাই হলো এখানে সবাই বন্ধুভাবাপন্ন। আশাকরি এটা আপনারা ভুলে যাবেন না।

    Level 0

    @সাম্য ভাই, আমরা অতিথীকে করি আপ্যায়ন ,
    আর কুকুরকেও করি আপ্যায়াওন তবে মুগুর দিয়ে
    মুগুর চিনেনতো মিঃ শোহেল have it on ur back

Level 0

Avro keyboard use kore khub druto likhte giye likhata valo kore likhte parlam na. Onek spelling mistake hoyese. Er jonne sorry.:)

    কি মিঞা? এতবড় বুড়াগাধা হয়েও তাড়াতাড়ি লিখতে গিয়ে এতগুলা ভূল করেছেন?

    তাও আবার অভ্র দিয়ে, যাতে কিনা "স্পিলিং চেকার" আছে। 😆

    জনাব সোহেল, এতো তাড়াহুড়ার কি আছে? এমন কিছু করছেন নাকি যে, ভয়ে আপনার হাত-পা কাপছে তাই ভুল করছেন লিখতে। 😛

Level 0

So many offensiveness, with one by one attack against my comments!! Well, kids now listen to me very carefully, I never targeted all the tuners, only a few who do this quite tactfully and regularly. And yes, I have read the books mentioned above and so many that you might not have heard till now, and I can translate all of them in Bangla and have them back in the previously used language as well. I have no problem with software being made against pornography, what my query was to identify if the it was actually made by Mr. Almas and the Cyber army, cause that kind of software was made long before and is available all throughout the internet if you know how to use Google:). I used Avro to sympathize your level of understanding in English, otherwise, I would rather prefer to kicked your ass with what I have always been comfortable with. And no! it doesn't take 3 months to learn programing language, 1 month is long enough to master on such skill but you dumped idiot has never bothered to learn what I wrote to mean. Find out tunes related gmail phisher and Kaspersky cracking (not hacking) where the tuners clearly claimed to be the maker of those softwares. Stupids like you are always ready to attack not even understanding what point a person is coming up with. You really don't know how to be civilized, your upbringing is to be blamed for your current sate of mind. Get this clear ok?? Here I was always respectable to all tuners for their contributions and would like every participants to mention the name behind making such superb softwares. That's it. No more comments will ever be given against your smelly tongue, because the two of you are not well suited person to talk with me. Be civilized, get matured and learn some more and then come back and talk to someone like!:)

    হা হা। ইংলিশ তো ভালোই লিখেন। আপনি নিজেই আগে আচার-ব্যবহার শিখে ফেলেন কষ্ট করে। আপনি প্রথম হিট করে কথা বলেছেন। আর এমন একজনকে হিট করেছেন যে আমাদের সকলের প্রিয় আর আদরের। সে যতটুকু জানে ততটুকুই প্রয়োগ করেছে বাংলার জন্য। আর আপনি এত জ্ঞানী হয়েও ওর পিছনে লেগেছেন। ভদ্রতা ছাড়া জ্ঞানের কোন মুল্য নাই। ভদ্রতাটা শিখে ফেলেন তারপর অর্জিত জ্ঞান দিয়ে চেষ্টা করে দেখেন বাংলাদেশের জন্য কিছু করতে পারেন কিনা। আর কতদিন এইভাবে জ্ঞান চুরি করবেন।
    <b>আর হ্যা আপনি ইংলিশে লিখে অনেক বড় অন্যায় করেছেন। এটা বাংলা ব্লগ। ভবিষ্যতে যদি বাংলাকে এরকম অপমান করেন ফলাফল ভালো হবে না। এটা আপনি হুমকি কিংবা Warning হিসাবে দেখতে পারেন</b>

    Level 0

    1. it's not offensive, just ur lying explanation was there
    2. whoever do this comment on their places, as we commented u on ur fault
    3. gd my dear scholar, now try to spread in world, make use of ur time
    4. u can, gd, so go on, we'll have some 😛
    5. give me such softz name which were made in BD, and specialized 4 BD porn sites with others
    6. hey mr. English GORU sorry guru, go & kick ur ass comfortably , but not in TT, my foot
    7. u Find out "tunes related gmail phisher and Kaspersky cracking (not hacking) where the tuners clearly claimed to be the maker of those software's" and comment there, if any problem or unusual happen, then tell us, step will be taken
    8. we may be STUPID but not always attack, only attack on bloody fool who do mistake sincerely or ignorantly, remember it
    9. hey mr. civilized, we explained what u said, don't come here to get kicked on ur ass, my foot
    10. at 1st think about ur upbringing, then see ur comment, u'll get similarity fuuh
    11. mr. matured junk, don't comment like a fool on public blog, go to home, have some juice and be nutritious

    বিঃদ্রঃ উপরের ইংলিশ লেখার জন্য অন্যদের কাছে দুঃখিত, ইনি আবার ইংরেজী পন্ডিততো এইজন্য বলের জবাবটা ব্যাটেই দিতে হল

    @Sohal, There haven't any offensive here. If you wanna says that here it is. So, I tell you in a word you are totally shameless and blind. You know that TT is bangali blogging platform but you used English language here. You made so disgusting for all TT members. Disgusting people you are. 🙁

    @LuckyFM, Exactly you are taking about this junk …… lol 😛

    @মাখন , 😀 right

    @সকলকে, আমার মনে হয় উনি বাংলাদেশ সাইবার আর্মি না বুঝে শুধু বাংলাদেশ আর্মি ভেবে এটা বলেছেন। উনাকে পরিস্কার করে বুঝিয়ে দিলেই তো হয়। এত কাদা ঘাটাঘাটির কি দরকার !!!

    সোহেল ভাই, ইংরেজিতে ভালো লিখতে পারা ভালো গুন, কিন্তু এটা নিয়ে এভাবে অহংকার করা ঠিক না। আপনি নিশ্চয়ই জানেন না যে আমরাও ইংরেজিতে পড়ালেখা করি !

Level 0

@Makhan: What makes you warn my butt kid? stop dreaming and get real. I can't satisfy your ego with my sweetening words, here you had to listen what you were supposed to. And who told you that I stole your knowledge? are you still dreaming? I recommend you to stop freak me out and do what you have been doing here. Just don't put your name on what you demonstrate others software to be used. Learn to respect people who are the genuine maker of a software and a tutorial. It's not your childhood playground to play with them without mentioning the real name being responsible to make such things. You are lucky that you are being suggested by me of what is happening here. If it were done by someone else from abroad, your balls would have dropped off and started dancing on the floor.

@LuckyFm: Kid!! do you know why I am constantly calling you a kid?? well, that's for your ego being blurted out with offensive mouth. You have a long way to go kid!! I still insist you to learn how to use Google, and no I didn't say the software was made in Bangladesh, I said the software was made long ago and is available everywhere. Anyway, you are being outspoken with no knowledge being placed into your words, and look at your English, it's like 2 year old boy trying to complain babbling. Lolzz. Tally ho!!! hahaha!!!

@Shaon: If your level of English is is stuck in between the word "disgusting" then kid be educated and try with it later. I understand your language. Don't make yourself a fool again with your pathetic level of English and attitude which I think should be reworked. You are crossing the line of what you people are commenting on, be to the point and talk like a man!! you got that kid!!

@Shammo: k bollo apnake j ami English niye gorbo koresi?? eta shudhu ekta language jeta kina ekta 5 bosor bachcha k shekhaleo valo kore, parbe.

    Level 0

    @mr. sohel, i''m KID বাট আপনার মত বুড়া গাধা না 😛
    আপনি যে ঘাস খান তার প্রমান এই কমেন্ট, কারন আমাকে গুগল শিখতে বলছেন, জানেননা যে কিডরা কিছু শিখেনা শিখায়, তবে যারা শিখতে না চায় তাদের কি হয় তা এখনো টের পাননি
    আরে বাচুর সাহেব, আপনি বাংলাদেশের সাইট(পর্ন) ব্লক করে এমন সফট দেখান,
    আর ইংলিশের কথা বলছেন??? আমিতো ২ বছরের বাচ্চার থেকেও শিখি, তবুও আপনার মত ভাব ধরা শিক্ষিত আবুলের মত চেচাইনা, না জেনে

    আর আমি না হয় কমপ্লেইনেরসাজেশান পেলাম, আপনি কালকেই হাট থেকে কাঠাল পাতা কিনে খাবেন, আপনার জন্য আর কোন খাবার পুষ্টিকর বলে মনে হয় না
    এবার হাট দৌরান
    জানেনতো ছাগল হাসলেও যে শব্দ করে তালি দিলেও সেই শব্দ করে, তাই আপনার কমেন্ট পড়ে আমি তালি দিচ্ছি
    আপনি হাসেন শব্দটা একটু আস্তে করিয়েন
    by the way, i'm a kid i'm a learner, i learn 4m everything,
    and don't think y ur comment yet live here, bcz i already managed to be here
    so keep rocking with ur fool comment, and get washed everywhere

Level 0

@Sammo: tai English niye ekhane amar ohonkar korar kisui silo na. Opore ekjon amar challenge korlo j ami jeu 2 ta books er nam bolesi ota ami nize translate korar joggota rakhi kina. But it seems his balls definitely dropped off by now :D. R apni English paren to amar ki?? r jodi paren to dekhanni keno apnar Jalwa?? hahah!!!! English hok r Bangla hok, knowledge ta beshi important, jare pare tara eto eshob Bangla English er moto soto khato bepar niye pok pok kore na.

@To All: ekhane kau k insult korar uddesse kisu bola hoini amar torof theke. tai bhool bujben na. shudhu onner knowledge k nizer knowledge bole na dabi kora tai shikhkhito manush porichoi. Jader kase theke apnare egula anen just tader contribution k ektu respect kore tader nam na bole dilei to hoi r ki?? Jai hok etai amamr mool message silo. Asha kori er poreo keu amake target kore ulta palta korthe bole nizeke sotolok er porichoi diben na. Good Luck!!

    Level 0

    @ You BLOODY Asshole,
    GO and eat ur jumping balls with ur foolish Comment, look at ur 1 st comment……
    and be a debater, win with logic and prove,
    this kind of English makes me worried to learn more english 😛 😛 😛
    o man i'm happy what my allah gave, at least not like u Fuuh

    hey listen look at the person who is shouting without having any idea of nothing is just in front of the MIRROR

    by the way THANK 4 ur stupid comment 😉

এটা আমার টিউন ?? 🙁 🙁
সবাই জগড়া করে কি অবস্থা করতেছে 🙁

    আমার কোন দোষ নাই 😛
    দুঃখিত।

প্রথমে ধন্যবাদ জানাই জাকির ভাই কে এত সুন্দর করে লেখাটা লেখার জন্য।
প্রথমে আমি বলতে চাই Sohel ভাই যে কমেন্ট টা করছে তাতে লেখার ভুল বাদে ভুল কোথায় !!! উনি কি ঠিক বলেননি ??? এমন অনেক টিউনার ই আছেন যারা উনি যা বলছেন টা করে… আমি নিজেও এমন অনেক টিউন পড়ছি এই টিটি তে ই… So…
@ Sohel ভাই আপনি পরে নিজেকে একটু বেশিই যাহির……
@ LuckyFM, সাইফুল ইসলাম, মাখন, শাওন আপনাদের ওমণ করাটা কি আদ্যও ঠিক হল ? ছেড়ে দেন ওদের কে ওদের মত !!!
@ সাম্য ভাই প্রথম ভাল লাগছিল এই দেখে যে আপনি পরিবেশ শান্ত করছেন, কিন্তু কিছু সময় পর দেখলাম আপনি ও ঝগড়ায়…
সবার উদ্দ্যশে বলছি আপনারা জানেন কি ফেসবুক জরিপে সবচেয়ে বেশি ভোট পড়ছে ' সক্রিয় কমিউনিটি ' এই বেপারটায়…
sO fRienDs…. আমারা একটু সচেতন হই…
আমার কথায় কারো খারাপ লাগলে দয়া করে ক্ষমা করবেন।

Level 0

Valo laglo

ভালই বলেছেন ভাইয়া। কেন যে মানুষ মানুষকে এভাবে বোকা বানায় !!!