ক্রোম যখন নিজেকে প্রকাশ করা শুরু করল আমিও তখন ইন্টারনেট দুনিয়া আসছি। এ জন্যই মনে হয় গুগল ক্রোমকে বেশি ভালোবাসি। ফায়ার ফক্সকে ও পছন্দ করি তবে কম ব্যববহার করি। অনেকে ক্রোমকে পছন্দ করা সত্ত্বে ও ক্রোমে চলে আসতে পারে না। কারন নাই এই এক্সটেনশন বা এড-অন্স। আজ ডেভলফার দের জন্য দুটি এক্সটেশন নিয়ে আসলাম।
একটা হচ্ছে ফায়ার বাগঃ
https://chrome.google.com/extensions/detail/bmagokdooijbeehmkpknfglimnifench?hl=en এখানে গিয়ে ইন্সটল করে নিন।
আরেকটা হচ্ছে SEO tool:
https://chrome.google.com/extensions/detail/oangcciaeihlfmhppegpdceadpfaoclj?hl=en
সকল ব্যবহার কারীর জন্য আরো কয়েকটি এক্সটেশন শেয়ার করলামঃ
ইন্সটল করতেঃ https://chrome.google.com/extensions/detail/ggkljdkflooidjlkahdnfgodflkelkai?hl=en
TooManyTabs for Chrome: আপনার যদি অনেক গুলো ট্যাব খোলার রোগ থাকে তাহলে আপনার জন্য এ এক্সটেশন।
ইন্সটল করতেঃ https://chrome.google.com/extensions/detail/amigcgbheognjmfkaieeeadojiibgbdp?hl=en
Facebook for Google Chrome: ফেসবুকে না গিয়ে তথ্য ও স্ট্যাটস দিতে
ইন্সটল করতে ঃ https://chrome.google.com/extensions/detail/lkdedmbpkaiahjjibfdmpoefffnbdkli?hl=en
আরো অনেক হাজার এক্সটেশন আপনার জন্য অপেক্ষা করছেঃ https://chrome.google.com/
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ফায়ার বাগ আর সিওটুল টা জোশ। কিন্ত্য অনেক ট্যাব খোলার বাতিক থআকলেও TooManyTabs for Chrome কাজে দিল না! 🙁
আপনাকে অনেক ধন্যবাদ। 😀