কম্পিউটারের নিরাপত্তার জন্য আমরা কত কি না করি। এর মধ্যে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করে থাকি। যে যাই ব্যবহার করি না কেন! ক্যাসপারস্কি এন্টিভাইরাস প্রোগ্রাম সবচেয়ে জনপ্রিয়। আপনি যদি ক্যাসপারস্কি এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন, তাহলে আপনি ইচ্ছা মতো যেকোন ওয়েবসাইট ব্লক করতে পারেন। এজন্যঃ
১. ক্যাসপারস্কি এন্টিভাইরাস চালু করুন।
২. উপরে Settings ট্যাবে ক্লিক করুন এবং Protection >>> Parental Control এ ক্লিক করুন।
৩. Enable Parental Control নির্বাচন করে Operation Profile >>> Child নির্বাচন করুন।
৪. এবার Settings বাটনে ক্লিক করুন এবং Child ট্যাবে Settings বাটনে ক্লিক করুন।
৫. “Child” profile settings উইন্ডোর Restrictions টাবে যান। Set Restrictions বাটন নির্বাচন করুন।
৬. Block access to web addresses চেক করে Select বাটনে ক্লিক করুন।
৭. +Add বাটনে ক্লিক করুন এবঙ যে যে ওয়েবসাইট ব্লক করতে চান সেগুলো একে একে Add করুন।
৮. OK করে সবগুলো উইন্ডো বন্ধ করুন।
৯. ক্যাসপারস্কিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করুন। পাসওয়ার্ড প্রোটেক্ট থাকলে দরকার নেই পাসওয়ার্ড প্রোটেক্ট করার।
১০. এবার ব্রাউজার ওপেন করুন। যে সাইট গুলো Add করেছেন সেগুলোতে প্রবেশ করুন। দেখবেন ক্যাসপারস্কি ঐ ওয়েব সাইট ব্লক করে দিচ্ছে এবং ACCESS DENIED ম্যাসেজ আসছে।
অর্থাৎ ক্যাসপারস্কি এন্টিভাইরাস উক্ত ওয়েব সাইট ব্লক করে দিয়েছে।
মন্তব্য করবেন.....
আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটা সঠিক নিয়ম নয়। সঠিক নয়ম হচ্ছে এন্টি ব্যানার অন করা। এবং প্রয়োজনীয় সাইট এড করা।