অনেকেই সরকারী কম্পানী এর কারনে BTCL খারাপ সার্ভিস দেওয়ার কথা চিন্তা করে. কিন্তু আমি BTCl এর ইন্টারনেট ব্যাবহার করে সন্তুষ্ট। আজ আমি BTCL এর ADSL ইন্টারনেট নিয়ে বলব। ADSL একটি নতুন প্রযুক্তি। যার মাধ্যমে তামার তার দিয়ে ব্রডব্যান্ড সুবিধা পাওয়া যায়। এবং এ প্রযুক্তি ব্যাবহার করলে একই সাথে ফোন এবং ইন্টারনেট ব্যাবহার করা যায়। আসুন ADSL সম্পর্কে জানি।
WIKIPEDIA থেকে জানা যায়-
Asymmetric Digital Subscriber Line (ADSL) is one form of the Digital Subscriber Line technology, a data communications technology that enables faster data transmission over copper telephone lines than a conventional voiceband modem can provide. It does this by utilizing frequencies that are not used by a voice telephone call.[1] A splitter, or DSL filter, allows a single telephone connection to be used for both ADSL service and voice calls at the same time.
পুরো ব্যাপার টা জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
http://en.wikipedia.org/wiki/Asymmetric_Digital_Subscriber_Line
BTCL এর ADSL সেবা কে BCUBE নাম দেয়া হয়েছে। EMEM Systems নামে একটি কম্পানি কে outsourcing company হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। BCUBE এর রয়েছে কতগুল প্যাকেজ। প্যাকেজ গুলো দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
http://www.bcube.net.bd/tariff.html
আবেদন প্রক্রিয়া দুই ভাবে করা যায়। একটি হচ্ছে আপনার TNT Exchange এ এবং আরেকটি হচ্ছে EMEM SYSTEMS এর কার্যালয় এ গিয়ে। একটি ফর্ম নিতে হবে, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আপনার সর্বশেষ পরিশোধিত বিল এর কপি। বলা বাহুল্য যে, আপনার অবশ্যই একটি BTCL CONNECTION লাগবে। ফর্ম জমা নেয়ার ৭ কার্যদিবস পর আপনি আপনার USER ID and PASSWORD পেয়ে যাবেন।
আপনি EMEM এর দেয়া মোডেম কিনতে পারেন। আবার নিজেও কিনতে পারেন। তবে মোডেম ইত অবশ্যই ADSL+2 সুবিধা যুক্ত হতে হবে।
BCUBE সেবা shared type internet. তাই আপনি যদি 256kbps এর নেট ব্যাবহার করেন তাহলে কখনো ২০০kbps কখনো ৩০০kbps স্পীড পাবেন। তবে গড়ে ২৫৬kbps ই পাবেন।
ইউটিউব এর এই ভিডিও টি দেখুন-
http://www.youtube.com/watch?v=PfGmupc2D3I
PINGTEST এ A পায়।
মোডেম setup করতে এই ভিডিও টি দেখুন-
http://www.youtube.com/watch?v=IrzJWEgTzB4
[ টিউন টি ভাল লাগলে জানাবেন]
আমি faiyaz26। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি IT এর চরম ভক্ত। আমি NSU এ CSE তে পরি।and I LOVE PROGRAMMING>>>>...:)
আমি যতটুকু জানি এদের লাইন ব্যবহার করলে ভালো হবে কারন সরকারের কাছে প্রচুর ব্যন্ডউইথ পড়ে আছে , এই স্পিড অনেক পাওয়া যায় ।