কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই নিশ্চইয় ভাল। আমি আপনাদের দোয়াতে ভাল আছি। তো বেশী পেচাল করার অভ্যাস আমার নাই। তো কাজের কথায় আসি। এখন আমরা সবাই কম-বেশী ইন্টারনেট ব্যাবহার করি, আর ব্রাউজারের দিক দিয়ে আমাদের রাজা হল FireFox তাতে নিশ্চইয় আপনাদের কোন সন্দেহ নেই। তো এই FireFox এর কিছু প্রয়োজনীয় Add-Ons নিয়ে আজ আমার আর্বিভাব।
Fox Tab- এটি আপনার FireFox ব্রাউজার এ খুব সুন্দর 3D Speed Dial তৈরী করে দেবে।
Web of Trust- এটি দ্বারা আপনি ইন্টারনেট ব্রাউজ করলে কোন সাইটে যদি ভাইরাস থাকে তাহলে বলে দেবে।
Yoono- এটি দ্বারা আপনি সমস্ত social network গুলোতে একসাথে কাজ করতে পারবেন।
Read It Later- এটি একটি FireFox এর অত্যান্ত পাওয়ারফুল এড-অনস। এটি দ্বারা আপনি কোন page কে এক ক্লিক এ save করতে পারবেন এবং পরে সেগুলো internet connection ছাড়াই পড়তে পারবেন।
Web Mail Notifier- এটিও একটি FireFox এর অত্যান্ত পাওয়ারফুল এড-অনস।এটি দ্বারা আপনি আপনার Yahoo!, Gmail, Hotmail, Alo etc. mail আসলে টের পাইয়ে দিবে।
WordPress Toolbar- WordPress প্রেমীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ Plugins. WordPress এর সাইটে না ঢুকেই আপনি WordPress এর Admin panel control করতে পারবেন।
Facebook- Facebook এর Friend Request, Notifications, & Messages Alerts + Facebook like Button সব FireFox এর toolbar এ পাবেন।
YouTube to MP3- এটা ব্যবহার করে youtube, MyVideo, Clipfish, Sevenload, Dailymotion, MySpace video কে সরাসরি MP3 তে অনলাইন এ convert করতে পারবেন।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু জানা ছিল, কিছু অজানা। অনেক ভালো হয়েছে । ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনের জন্য। আপনার সাথে কি আমি যোগাযোগ করতে পারি। [email protected]