একটি দেশের উন্নতি নারীদের অংশগ্রহন ব্যাতিরেকে কখনোই সম্ভব না। তাই রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক নারীদের বিনামূল্যে ২০ লাখ সিম দিচ্ছে। গত রবিবার থেকে সিম বিতরণ শুরু হয়েছে। সারাদেশে টেলিটকের ৯৭টি কাস্টমার এবং নির্ধারিত রিটেইল পয়েন্ট থেকে সিম সংগ্রহ করতে পারছেন নারীরা। একজন নারী সর্বোচ্চ দুটি সিম সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।
বিনামূল্যে নতুন সংযোগ। ৯৯টি এফএনএফ।
২৯ বা ৯৯ টাকা রিচার্জে সর্বনিম্ন কলরেট
১জিবি-৮টাকা, ২জিবি-১৪টাকা
এসএমএসঃ ৪০ পয়সা/যেকোন অপারেটর
গত রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম ‘অপরাজিতা’ নামের টেলিটকের এই সিম উদ্বোধন করেন। সে সময় তিনি জানান, টেলিটকের কাস্টমার কেয়ার ও রিটেইলার পয়েন্টে গিয়ে অন্যান্য সিম নেওয়ার মতো সুনির্দিষ্ট তথ্য দিয়ে বায়োমেট্রিক পদ্ধতি (আঙুলের ছাপ) অনুসরণ করে এই সিম নেওয়া যাবে। অপরাজিতা সিম দিয়ে সুলভ মূল্যে ফোনকল করা এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে।
অপরাজিতা | ||||
সেবাসমূহ | রেট | সময় | ||
ভয়েজ কল | ২৯ ও ৯৯ টাকা রিচার্জে | অন-নেট | ৩০ পয়সা/মিনিট | ২৪ ঘন্টা |
অফ-নেট | ৬০ পয়সা/মিনিট | |||
রেগুলার কল-রেট | অন-নেট | ৬০ পয়সা/মিনিট | ||
অফ-নেট | ৯০ পয়সা/মিনিট | |||
ভিডিও কল(অন-নেট) | ৬০ পয়সা/মিনিট | ২৪ ঘন্টা | ||
FnF | FnF এর সংখ্যা | ৯৯ (যেকোন অপারেটরে) | ||
FnF কল রেট | অন-নেট | ৩০ পয়সা/মিনিট | ২৪ ঘন্টা | |
অফ-নেট | ৬০ পয়সা/মিনিট | |||
SMS | অন-নেট | ৪০ পয়সা | ২৪ ঘন্টা | |
অফ-নেট | ||||
পালস | ১ সেকেন্ড | |||
MMS | ১ টাকা | |||
পে-পার-ইউজ রেট | ০.০১ টাকা/৩০ KB |
*আরও তথ্যের জন্য "বিস্তারিত" ট্যাবে দেখুন। সকল ট্যারিফে VAT,SD ও SC প্রযোজ্য।
স্টার্ট-আপ বোনাসঃ
১। গ্রাহক ১০ টাকা প্রিলোডেড এমাউন্ট হিসেবে পাবেন।
২। প্রিলোডেড অ্যামাউন্টের মেয়াদ ৯০ দিন।
৩। গ্রাহক ১ জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং ৫ মিনিট অফ-নেট ফ্রি পাবেন।
৪। ফ্রি মিনিট ও ডাটার মেয়াদ অ্যাক্টিভেশনের দিন থেকে শুরু করে ৭ দিন
স্পেশাল ডাটা অফারঃ
১। অপরাজিতা গ্রাহক ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম অ্যাক্টিভেশনের তিন মাসে যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন। মেয়াদ ৭ দিন।
২। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবেনা।
৩।রিচার্জ অ্যামাউন্টে ভ্যাট,সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত।
২৯ টাকায় রেট কাটারঃ
১। ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।
২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৭ দিন।
৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল কলরেটে ফিরে যাবেন।
৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য।
৯৯ টাকায় রেট কাটারঃ
১। ৯৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।
২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।
৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।
৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য
শর্তাবলীঃ
১। শুধুমাত্র নারী গ্রাহকগণ অপরাজিতা প্যাকেজ ক্রয় ও মাইগ্রেট করতে পারবেন।
২।অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করার জন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
৩।সর্বনিম্ন মূল্যের ডাটার মেয়াদ ৩ মাস।
আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।