এন্ড্রোয়েড ফোনের ওয়াইফাই সমস্যার সমাধান।

কেমন আছেন বন্ধুরা???

আজকের বিষয়ঃ ওয়াইফাই প্রবলেম।

আপনার ফোনের ওয়াইফাই এবং ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিন্তু ওয়াইফাই কানেক্ট হচ্ছে না তাহলে নিম্নের স্টেপ গুলি ফলো করুন আশা করি সমাধান পেয়ে যাবেন।

১। প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন।

২।এরপর ওয়াইফাই সেটিংস এ যাবেন।

৩।তারপর যেই ওয়াইফাই নেট এ কানেক্ট করতে চান ওইটার পাসওয়াড দিন।

৪। যদি সঠিক পাসওয়াড দেওয়ার পরও ওয়াইফাই কানেক্ট না হয়, “Obtaining IP address” দেখায়।

৫। তবে নেচের অপশন গুলি ফলো করুন তাহলে সমাধান পেয়ে যাবেন।

৬।যেই ওয়াইফাইতে কানেক্ট করবেন সেই ওয়াইফাই এর SSID name এ ড্রাগ করে ধরে রাখুন।

৭। তারপর Manage Network/Modify network সেটিংস এ ক্লিক করুন।

৮। তারপর Show advance option এ ক্লিক করুন।

৯। তারপর IP Setting এ ক্লিক করুন।

১০। এরপর Static Option এ ক্লিক করুন।

১১। IP Address এ ওই আইপি সিরিজের যে কোন একটি আইপি সেট করে দিন।

১২। আইপি সিরিজ জানতে ওই ওয়াইফাইতে কানেক্টটেড কোন ফোন থেকে উপরের দেখানো সিষ্টেম ফলো করুন।

১৩। এরপর ok বাটন এ ক্লিক করে কানেক্ট করুন।

১৪। তাহলে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে।

যদি কানেক্ট করতে প্রবলেম হয় তাহলে টিউমেন্ট করে জানান সমাধান দেওয়ার চেষ্টা করবো।

আরো সহজে বুঝার জন্য আপনাদের সুবিধাথে একটি ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোঃ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস