সবাইকে স্বাগতম। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে মাঝে মাঝেই windows রি-ইন্সটল করতে হয়। আমরা যারা নিয়মিত নেট ইউজ করি উইন্ডোজ রি-ইন্সটল করার পর একটু হলেও বে-কায়দায় পড়ি, কারন উইন্ডোজ দেয়ার পর আমাদের ব্রাউজারের bookmark, history, setting, saved password এ-সবই হারিয়ে যায়। আজকে আমি আপনাদের বলব কিভাবে ব্রউজারের setting, bookmark,setting, password ইত্যাদি ব্যাকআপ করে রাখা যায়। তো, বকবক অনেক হল, এবার কাজে নামি...
প্রথমে ৭২২ কে.বি.-এর ব্যাকআপ সফটওয়ারটি নামিয়ে নিন এখান থেকে। এবং ইন্সটল করুন।
১. আপনার ব্রাউজার running থাকলে close করুন।
২. MozBackup রান করুন
৩. next দিন
৪. Backup a profile এবং browser সিলেক্ট করুন। next দিন।
৫. এবার profile সিলেক্ট করুন। কোন profile ডিফাইন করা না থাকলে default সিলেক্ট করুন।
৬. Browse-এ ক্লিক করে কোথায় save হবে চিনিয়ে দিন। (C drive-এ দিবেন না !) । next দিন।
৭. আপনি ব্যাকআপ ফাইলটিকে password protected করতে চাইলে yes করুন।( যাতে অন্য কেউ রিস্টোর করতে না পারে)
৮. password দিন এবং confirm করুন।
৯. কি কি ব্যাকআপ করতে চান select করে next দিন।
১০. শেষ হয়ে গেলে finish করুন।
১. আপনার ব্রাউজার running থাকলে close করুন।
২. MozBackup রান করুন
৩. next দিন
৪. Restore a profile সিলেক্ট করুন। next দিন।
৫. এবার profile সিলেক্ট করুন। কোন profile ডিফাইন করা না থাকলে default সিলেক্ট করুন।
৬. Browse-এ ক্লিক করে ব্যাকআপ ফাইল কোথায় আছে চিনিয়ে দিন।
৭. Password protected হলে password দিন। next দিন।
৮. কি কি রিস্টোর করবেন সিলেক্ট করে next দিন।
৯. শেষ হলে finish করুন।
ইন্টারনেট বিভাগে এটাই আমার প্রথম পোষ্ট। মনে হচ্ছে খুবই বেশি লিখে ফেললাম। কারও কাজে লাগলে ভালো লাগবে।
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গত বছর অনেক খুজেছি………….. সারুন জিনিষ শেয়ার করলেন ভাই! থ্যাংকস