সিরিয়াস প্রাইভেসি প্রোটেক্টশনের জন্য কিছু লগলেস ভিপিএন সার্ভিস

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

তথ্য প্রযুক্তির এই যুগে আজকাল আমরা বিভিন্ন কারণেই ভিপিএন সার্ভিস ব্যবহার করে থাকি! হোক সেটা নিজের অবস্থান গোপন করার জন্য কিংবা হোক কোনো কান্ট্রি ভিক্তিক সাইট ব্রাউজ করার জন্য, এরকম প্রায় অনেকগুলো কারণের জন্যই আমরা আজকাল বিভিন্ন পেইড বা ফ্রি ভিপিএন সার্ভিস ব্যবহার করে থাকি। তবে এখানে বলার অবকাশ থাকে না যে ফ্রি ভিপিএন সার্ভিসগুলোকে পেইড এর তুলনায় ফিচার কম থাকে এবং অনেক সময় সিকুরিটি নিয়েও বেশ ভোগান্তিতে পড়া হতে পারে! কারণ ইন্টারনেট ব্যবহারের কারণে আপনার প্রতিটি মুভমেন্ট প্রতিটি পদক্ষেপ প্রতিনিয়তই কোথাও না কোথাও ট্র্যাক এবং লগ হচ্ছে। তাই যারা নিজেদেরে ইন্টারনেট প্রাইভেসি নিয়ে সিরিয়াস চিন্তাভাবনায় রয়েছেন তাদের জন্য আমার আজকের এই টিউন! আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিরিয়াস প্রাইভেসি প্রক্টেশনের জন্য কয়েকটি লগ বিহীন ভিপিএন সার্ভিস যেগুলো ব্যবহার করে আপনি আপনার প্রাইভেসিকে সর্বোচ্চ সুরক্ষা দিতে পারবেন! তো চলুন সরাসরি টিউনে চলে যাই:

আসলে লগলেস ভিপিএন কী? লগলেস ভিপিএন বাজারে অনান্য ভিপিএন সার্ভিসের মতোই কাজ করে কিন্তু হিসেবে তাদের থেকে একটু আলাদা, একটু স্পেশাল! যেমন সারা বাংলাদেশেই দই পাবেন, খেতেও সুস্বাদু! কিন্তু বগুড়ার দইয়ের আলাদা বৈশিষ্ট্য যেমন থাকে ঠিক তেমনি লগলেস ভিপিএনগুলো অনান্য ভিপিএন সার্ভিসের থেকে আলাদা! কারণ একটি সত্যিকারের প্রাইভেট এবং anonymous ভিপিএন সার্ভিস কখনোই তাদের সার্ভারের সাথে আপনার ইন্টারনেট ইউসেজ এর উপর কোনো প্রকার লগস রাখা উচিৎ না। ভিপিএন সার্ভিসের উচিৎ আপনার পারসোনাল তথ্যগুলো পারসোনালই থাকে। আর সে কাজটি করে থাকে লগ বিহীন ভিপিএন সার্ভিসগুলো, এরা আপনার ইন্টারনেট ব্যবহারের উপর কোনো প্রকার লগস রাখে না। নিচে কয়েকটি লগ বিহীন ভিপিএন সার্ভিসের তথ্য আপনাদের সুবির্ধাতে দেওয়া হল:

এক্সপ্রেস ভিপিএন:

ExpressVPN তাদের হার্ডওয়্যার্ক এবং কাস্টমার সার্ভিসের মাধ্যমে বর্তমানে একটি অন্যতম পপুলার ভিপিএন সার্ভিস হয়ে উঠেছে। এক্সপ্রেস ভিপিএন সার্ভিস আপনার এক্টিভিটিসের উপর জিরো লগিং ফিচারটি সার্পোট করে, এতে রয়েছে ২৫৬ বিট এনক্রিপ্টশন, আর আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ভিপিএন প্রোটোকল যেখান থেকে আপনি আপনার নেট কানেক্টশনের সুবিধামত প্যাকেজটি বেছে নিতে পারবেন। এক্সপ্রেস ভিপিএন বিভিন্ন ধরনের প্লাটফর্মের জন্য পাওয়া যাচ্ছে, এদের মধ্যে উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড, রাউটার এবং লিনাক্সও রয়েছে। তাই আপনি কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন কিংবা রাউটার যেটিই ব্যবহার করেন না কেন সেটায় এক্সপ্রেস ভিপিএন সেটআপ দেওয়া খুবই সহজ! ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি সহ এই এক্সপ্রেস ভিপিএনয়ে রয়েছে প্রায় ৯৪টি দেশের ১৪৫টি শহরের সার্ভার থেকে পছন্দসই সার্ভারটি বেছে নেওয়া ফিচার এবং রয়েছে আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড সার্ভারসুইচ, ৯৯.৯ % আপটাইম, ওপেনভিপিএন, টিসিপি, ইউডিপি, এল২টিপি-আইসিসেক, এসএসটিপি, পিপিটিপি সহ বেশ কয়েকটি প্রোটোকল, কোনো প্রকার এক্টিভিটি লগ এবং কোনো প্রকার কানেক্টশন লগ নেই।

প্রাইভেট ইন্টারনেট একসেস:

Private Internet Access হচ্ছে আরেকটি অন্যতম বেস্ট লগ বিহীন ভিপিএন সার্ভিস প্রোভাইডার যারা তাদের সার্ভিসের জন্য বিভিন্ন পুরস্কার জিতেছে এবং এই ভিপিএন সার্ভিসটি বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান তাদের কোম্পানির প্রাইভেসি এবং নিরবিচ্ছিন্ন সিকুরিটির জন্য ব্যবহার করে থাকে। প্রাইভেট ইন্টারনেট একসেস ভিপিএন সার্ভিসটি তাদের ভিপিএন এর ট্র্যাফিক, সেশনস, ডিএনএস কিংবা মেটাডাটা রিলেটেড কোনো কিছুরই লগস সংরক্ষণ করে রাখে না। তাদের একটি ইউনিক বৈশিষ্ট্য হলো এরা আপনাকে ১২৮ বিট কিংবা ২৫৬ বিট এনক্রিপ্টশন বা কোনো প্রকার এনক্রিপ্টশন বিহীন কানেক্টশন থেকে বেছে নেওয়ার সুযোগ করে দেয়! এই ভিপিএনয়ে রয়েছে বৃহৎ এবং বিশাল নেটওর্য়াক ইনফ্রাস্ট্রাকচার, ফাস্ট এবং স্ট্যাবল কানেক্টশন, বিল্ড ইন ভিপিএন কিল সুইচ যেটার মাধ্যমে কোনো কারণে ভিপিএন ফেইল করলে অটোমেটিক নেট ডিসকানেক্টশ হয়ে যাবে, রয়েছে মাল্টি গিগাবিট ভিপিএন ট্যানেল গেটওয়েস, এনক্রিপ্টেট ওয়াইফাই, পি২পি সার্পোট, আনলিমিটেড ব্যান্ডউইথ, SOCKS5 প্রক্সি সার্পোট, কোনো প্রকার ট্র্যাফিক লগ বিহীন সুবিধা সহ বেশ কিছু ফিচার।

টরগার্ড:

TorGuard হচ্ছে আরেকটি লগ বিহীন ভিপিএন সার্ভিস যেটি বিগত কয়েক বছরের মধ্যেই ভিপিএন প্রতিযোগীতায় নিজের স্থান শক্ত অবস্থানে গড়ে তুলতে পেরেছে। এদের বৈশিষ্ট্য হলো এরা তাদের সকল ইন্টারনাল সার্ভারগুলোতে একটি আলাদা shared IP কনফিগারেশন ব্যবহার করে এবং এর কারণে এই ভিপিএন ব্যবহারকারী কোনো কাস্টমারের সেশন ডাটা কিংবা ট্র্যাফিক লগস রাখে না। এই প্রক্রিয়ার কারণে সিঙ্গেল টাইম স্ট্যাম্পের মাধ্যমে একটি সিঙ্গেল ইউজারের আইপি এড্রেস ম্যাচ করা প্রায় অসম্ভব, আর এভাবেই এই ভিপিএন তার ব্যবহারকারীর প্রাইভেসিকে সুরক্ষিত করে থাকে। টরগার্ড তাদের ভিপিএন সার্ভিসে হাই লেভেলের এনক্রিপ্টশন সহ OpenVPN প্রোটোকল ব্যবহার করে থাকে, রয়েছে ১২৮ কিংবা ২৫৬ বিট এনক্রিপ্টশন থেকে বেছে নেওয়ার সুবিধা, রয়েছে কানেক্টশন কিল সুইচ, এপ্লিকেশন কিল সুইচ, ডিএনএস লিক প্রোটেকশন, IPv6 লিক প্রোটেকশন, WebRTC লিক প্রোটেকশন সহ স্টেলথ ভিপিএন সার্ভিস। এছাড়াও আপনি চাইলে টরগার্ড ডিএনএস সার্ভার কিংবা গুগল ডিএনএস সার্ভার থেকে যেকোনো টা বেছে নিতে পারবেন।

মালভাড:

Mullvad একটি সুইডিশ লগলেস ভিপিএন সার্ভিস যেখানে কোনো প্রকার কানেক্টশন কিংবা সেশন লগস জমা রাখে না এবং এরা বিভিন্ন প্রাইভেট সার্ভারের থেকে এদের ব্যবহারকারীদেরকে বেছে নেওয়া সুবিধা নিয়ে থাকে। মালভাড বিভিন্ন রেঞ্জের ভিপিএন প্রোটোকল সার্পোট করে যাদের মধ্যে ওপেন ভিপিএন রয়েছে, রয়েছে ভিপিএন লিক প্রটেক্টশন, ভিপিএন কিল সুইচ, একটিভ ফিল্টার ডিটেক্টশন সহ অটোমেটিক রিকানেক্টশন সুবিধা। তবে মালভাডে লিমিটেড সার্ভার রেঞ্জ রয়েছে।

পরিশিষ্ট:

তো পরিশেষে বলা যায়, ভিপিএন সার্ভিস সাধারণত আমরা কেন ব্যবহার করি? অনলাইনে নিজের প্রাইভেসি এবং নিজের পরিচয়কে গোপন রাখার জন্য, এখন যে ভিপিএন আপনি ব্যবহার করছেন তাদের কাছেই আপনার গোপনীয়তা না থাকলে চলে? তাই লগ বিহীন ভিপিএন সার্ভিসগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে যদিও এই প্রকারের ভিপিএন সার্ভিসগুলো শুধু পেইড সংস্করণে রয়েছে। ফ্রিতে কি ভালো জিনিস পাওয়া যায়? আপনারাই বলেন! আজকের টিউনটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা টিউমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন! আজ এ পর্যন্তই। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস