আশা করি সবাই ভাল আছেন।বাংলাদেশে নেটের মূল্য অনেক চড়া।তবে অপারেটর রা অনেক সময় নানান রকম অফার দিয়ে থাকে। রবি সিমে ভ্যাট সহ মাত্র ১১ টাকায় ১ জিবি ডাটা পাবেন।ডাটার মেয়াদ ৩০ দিন।
তবে আপনি ১১ টাকায় এক জিবি পাবার পর ত্রিশ দিনের ভিতরে এগারো টাকায় এক জিবি পাবেন না। অর্থাৎ ৩০ দিনের ভেতর একবার এই অফার টা পাবেন। আবার ৩০ দিন পরে এই অফার টা পাবেন। এই ডাটা আপনি রাত ১২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
আসুন কোড সহ জেনে নেই কিভাবে রবিতে এগারো টাকায় এক জিবি পাবেন।
★★ রবি প্রিপেইড
★★ ডাটা→ এক জিবি (রাত ১২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত)
★★ মেয়াদ → ৩০ দিন
★★ চার্জ → ভ্যাট সহ ১০.৯৬ টাকা।
★★ ডায়েল কোড → *8666*090#
★★ ব্যালেন্স চ্যাক → *8444*88#
ডাটা চেক করতে ডায়াল *৮৪৪৪*৮৮# করুন।
১ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন রাত ১২ টাকা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। তাড়াতাড়ি অফার টি নিয়ে নিন।আমি গত মাসে এই অফার পেয়েছি।আবার এই মাসেও পেলাম।হয়তো সামনের মাসেও এই অফার টি পেতে পারি।তবে যেকোনো দিন এই অফার টি বন্ধ করে দিতে পারে।তাই তাড়াতাড়ি নিয়ে নিন।
সবাই ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
আমি ভোরের শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sorry, the operation failed আসলো…