আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক ও ইন্টারনেট গতির দিক দিয়ে একটু পিছিয়ে থাকলেও বরাবরই দামের দিক দিয়ে টেলিটক খুবই ভাল। এই ঈদে তারা দিয়েছে অবিশ্বাস্য এক অফার। এবার অফারের দিক থেকে তারা সম্ভবত ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশের সব সিমকে।
আপনার গরুর সাইজ যেমনই হোক না কেন এই ঈদে টেলিটক দিচ্ছে সুপার সারপ্রাইজ। টেলিটকে এখন ৯৭ টাকা রিচার্জে পাবেন ১০ জিবি ডাটা ও ৯০ মিনিট টকটাইম। মেয়াদ ১০ দিন। আর ৬৫ টাকা রিচার্জে ৫ জিবি ডাটা ও ৬০ মিনিট টকটাইম। মেয়াদ ৫ দিন। এই অফার শেষ হবে টিউন লেখার সময়ানুযায়ী আগামীকালই, অর্থাৎ, ৫ সেপ্টেম্বর, ২০১৭। তাই, অফারটি গ্রহণ করতে হলে হাতে সময় কিন্তু কম! উল্লেখ্য যে, মূল্যের মধ্যে সকল চার্জ অন্তর্ভূক্ত। অর্থাৎ, বাড়তি ভ্যাট বা শুল্ক প্রযোজ্য নয়!
১) অফারটি সকল টেলিটক প্রিপেইড গ্রাহকদের (পিসিও এবং টেলিচার্জ ব্যতিত) জন্য প্রযোজ্য।
২) ৬৫ টাকার অফারটি চালু করতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুনঃ
ক) অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে P66 লিখে এসএমএস করুন 111 নম্বরে (চার্জ ফ্রী) অথবা ডায়াল করুন *১১১*৬৬# নম্বরে।
অথবা,
খ)ঠিক ৬৫ টাকা রিচার্জ করুন।
৩) ৯৭ টাকার অফারটি চালু করতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুনঃ
ক) অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে P67 লিখে এসএমএস করুন 111 নম্বরে (চার্জ ফ্রী) অথবা ডায়াল করুন *১১১*৬৭# নম্বরে।
অথবা,
খ)ঠিক ৯৭ টাকা রিচার্জ করুন।
৪)অফারটি চালু করার পর গ্রাহক ৬৫ টাকার জন্য পাবেন ৬০ মিনিট টকটাইম (৪০ মিনিট অন-নেট, ২০ মিনিট অফ-নেট) এবং ৫ জিবি ডাটা আর ৯৭ টাকার জন্য পাবেন ৯০ মিনিট টকটাইম (৬০ মিনিট অন-নেট এবং ৩০ মিনিট অফ-নেট) এবং ১০ জিবি ডাটা।
৫) অফার চলাকালীন অবস্থায় গ্রাহক যতখুশি ততবার অফারটি উপভোগ করতে পারবেন।
৬) অব্যবহৃত ভয়েস মিনিট এবং ডাটা পরবর্তীতে ব্যবহারযোগ্য নয়।
৭) ভয়েস মিনিট এবং ডাটার মেয়াদ (অ্যাক্টিভেশনের দিনসহ) ৬৫ টাকার জন্য ৫দিন এবং ৯৭ টাকার জন্য ১০ দিন।
৮) ১ সেকেন্ড পালস প্রযোজ্য।
৯) অফারটিতে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মূল্যে অন্তর্ভুক্ত।
বাংলাদেশের সিম কোম্পানীগুলোর আর দশটি অফর থেকে এটি অনেক ভাল মনে হয়েছে। আজ আর কথা বাড়াব না।
আরো দেখুন: বাংলালিংক দিচ্ছে ভ্যাটসহ মাত্র ৯৪ টাকায় ৩ গিগাবাইট ইন্টারনেট!
আল্লাহ হাফেজ।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।