আপনি কি নতুন Modem কিনা কথা ভাবছেন ? তাহলে এই টিউনটি আপনার জন্য।

কি ভাবছেন আমি কি আপনার কাছে মোডেম বিক্রয় করব ! আরে না আমি কোন কোম্পানির লোক নই। তাই আমাকে নিয়ে ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই। বেকার মানুষ তাই মানুষের একটু উপকার করার চেষ্টা করি। তাই এখানে সেখানে  একটু লেখালেখি  করি এই আরকি। তো হ্যা যে কথা নিয়ে বলতে চাচ্ছিলাম। আপনি যদি নতুন মোডেম কিনার কথা ভাবেন। তাহলে আমি আপনাকে সাজেষ্ট করব বাজেট একটু বাড়িয়ে  মোডেম কিনুন। কারণ এখানে যে সকল  সুবিধা পাবেন

১. একটি ইন্টারনেট প্যাকেজেই মোবাইল ও কম্পিউটার চালাতে পারবেন।

২. নিজস্ব একটি wifi হটস্পট তৈরী করতে পারবেন

৩. বাড়িতে সবাই একত্রে ব্যবহার করতে পারবেন।

৪. সেখানে খুশি নিয়ে যেতে পাববেন। তবে সাথে একটি  পাওয়ার ব্যাংক লাগবে।

৫. দামও হাতের লাগালে ২৩০০-২৭০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

৬. আমাদের মত গ্রামীণ এলাকায় wifi দিয়ে নেট চালতে গেলে এটি বেশ উপকারী কারণ ঘড়ের বাইরে রেখে আপনি ঘরের ভিতরে ব্রাউজিং করতে পারবেন।

বিষয়টি নিয়ে আমার একটি ইউটিউব ভিডিও আছে  সময় থাকলে দেখে নিতে পারেন

আমার সাথে যোগাযোগ করতে
ফেসবুক
স্কাইপ
আমার ইউটিউব চ্যানেল

Level 2

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Professional Web Developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vi, eto loudly music dia kotha bolle lokjon konta sunbe ? Apnar kotha na music?