Dark web এর Red Room কি? আসুন জেনে নেই…

- আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 🙂

আমি রাজন ইসলাম।

আজ আমি আপনাদের জানাবো Dark Web এর Red Room সম্পর্কে। শুরুতেই বলে রাখি যারা এখনো Dark web কি সেটা জানেন না, তারা টেকটিউনস এ খুঁজুন Dark web. টেকটিউনস এ Dark web এর ব্যাপারে full details এ বলা আছে।

- তো চলুন শুরু করি

Red room জ্বি না, এটা Dark web এর কোনো এনিমেশন না যেটা দেখার পর মানুষ আত্মহত্যা করে ফেলে। বা এটা কোনো লাল কক্ষও না!!! এটা হচ্ছে এমন একটি site যা dark web এ পাওয়া যায়।

যতোগুলো terrorist group আছে তাদের প্রায় ৮০ভাগ... টাকা অর্জনের জন্য dark web এর এই অংশটিকে বেছে নেয়। তারা victim কে বিভিন্ন উপায়ে শারীরিক টর্চার করে সেটির ভিডিও রেকর্ড করে red room এ ছেড়ে দেয়। বেশিরভাগ সময় সেই টর্চারের ভিডিও লাইভ দেখানো হয়। শুধু তাই নয় viewers রা এটা দেখে যার যার commentও প্রকাশ করে থাকেন।

যেমন ধরুন কোনো বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপাররা red room এ তাকে নিয়ে লোক ভাড়া করে বলে যে একে টর্চার করো। পরিবর্তে তোমাকে টাকা দেওয়া হবে। কিডন্যাপ এর পর টর্চারের সময় তার দাম ফিক্স হয় বলা হয়, তুমি ওর হাত কেটে দাও তাহলে আমি তোমায় ১০০০ডলার দেবো। গলা কেটে দাও তাহলে ২০০০ডলার দেবো। ওর চোখ তুলে নাও তাহলে ২০ডলার দেবো।

আর এইসব পেমেন্ট হয় bitcoin এর মাধ্যমে। Dark web এ প্রায় সব যায়গায় পেমেন্ট bitcoin দ্বারাই করা হয়ে থাকে। এটা তখনই খুঁজে পাওয়া সম্ভব যখন কোনো red room এর ঠিকানা আপনার জানা থাকবে। তবে তার মানে এই না যে আপনি red room এ প্রবেশ করেন। কারন এটা সম্পূর্ণ illegal, বিভিন্ন মাফিয়া গ্রুপ এইসব ঠিকানার ব্যবহার করে টাকা অর্জন করে। সুতরাং এটি brows করা অবস্থায় আপনার ip ধরা পড়লে সোজা জেল এ relax করতে হবে। :v

- তো এই হলো red room এর ব্যাপারে মোটামুটি ধারনা। এখানে বিভিন্ন টর্চারের ভিডিও মানুষ লাইভ দেখে এবং commentও করতে পারে। অনেকটা ফেসবুক লাইভের মতোই। :p

যারা এসব দেখে তারা আমার মতে মানুষিক ভাবে দুর্বল। এরা মানুষকে যন্ত্রণা দিতে ও যন্ত্রণায় দেখতে পছন্দ করে। যখনি কোনো মানুষিক রোগীর এসব দেখার ইচ্ছা হয় সে Dark web এর forum এ red room এর admin কে রিকুয়েস্ট করে তাকে red room এ ঢুকতে দেওয়ার জন্য। তখন admin বলে ঠিক আছে আপনি আমাকে এতো বিটকয়েন দেন, আমি এতো সময়ের জন্য red room এ আপনাকে allow করবো।

- আমি red room সম্পর্কে যা যা জানতাম, তার সবই আপনাদের বললাম। টিউন ভালো না লাগলে sorry 🙁

আমার fb link:

Rajon Islam

Level 0

আমি মাহদী হাসান রাজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মাহদী হাসান রাজন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

dark web এ প্রবেশ উপায় এবং ভয়ংকর কিছু সাইট ও বিস্তারিত দেখুন এই ভিডিও তে……
https://www.youtube.com/watch?v=tcLaKMexMNs

Level 1

onek sundor idea diyachen bai tnx