আপনাদের মাঝে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা যেটি মূলত ইন্টারনেট কানেক্ট সংক্রান্ত। আপনার বাসা যদি মোবাইল নেটওয়ার্কে বাইরে অথবা দূরে হয় তাহলে আপনাকে প্রায় নেটওয়ার্ক সংক্রান্ত ঝামেলা তো থাকেই পিসি বা ল্যাপটপে তো আরও খারাপ অবস্থা ৩জি তো দূরের কথা ২জিও পাইতে চায়না।
আমরা যারা গ্রামে বসবাস করি তাদের ৩জি নেটওয়াক পাই না বললেই চলে।আমরা স্বাধারণত ৫০ টাকা দামের ক্যাবল দিয়ে নেট সংযোগ পেতে চেষ্টা করি তো দেখা যায় ১০-১৫ ভালোই যায়। কিন্তু কিছুদিন পর আর কানেক্ট করা যায় না। অনেক চেষ্টা করেও যখন আমরা সফল হতে পারি না। মনে করি পিসি খারাপ। কিন্তু আমরা অনেকেই জানিই না পিসি না আপনার ক্যাবলের জন্য নেটওয়ার্ক ওঠানামা এবং ডিসকানেক্ট হচ্ছে তা আজে ছোট একটা ভিডিতে দেখে নিবো বাস্তব প্রমাণ সহ।
বিভিন্ন প্রকার ক্যাবল দেখতে চাইলে এই সাইটা দেখতে পারেন। মানে আপনাকে অবশ্যই দেখতে হবে। কেননা ভালো হাই স্পিড ক্যাবল ছাড়া কোন ভাবেই ৩জি নেটওয়াক পাওয়া সম্ভব নয়। সাইটি দেখতে cabole
তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি টিউন ভিডিও যেটি দেখলে আর আপনাদের কোন দিন ৩জি স্পীড নিয়ে ভাবতে হবে না। হোক সেটি পিসি বা ল্যাপর্টপ |
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Professional Web Developer