সবাই কে জানাই আন্তরিক সুভেচ্ছা এবং অভিনন্দন।
আজ আমি আপনাদের সাথে জিপি ফ্রি নেট নিয়ে কথা বলবো।কে না চাই আনলিমিটেদ ফ্রি নেট ইউস করতে।কিন্তু কয় জনই বা পারে।আসলে সবাই শর্টকাট পথে খোজে সেই জন্নই কাছে এসে ফিরে যেতে হয়।আমি কি বলছি বুঝতে পারছেন।মানে অনেকেই ফ্রি নেট চালানর জন্য বিভিন্ন ভিপিয়েন ব্যবহার করে।যেমন ইউছি হান্দেলার বা অন্যান্য ভিপিএন যেগুলো সবাই ইউস করতে চাই কেননা এগুলই কোন কনফিগার লাগে না।কোন ঝামেলাই নেই।তাই যদি হত তাহলে আমি kpn tunnel ইউস করি কেন আমিও তো পারতাম অন্য ভিপিএন ব্যবহার করতে যেগুলোতে কনফিগার লাগে না।কিন্তু কেন ইউস করি না।একটা কথা বলেন তো আপনি কি kpn tunnel ছাড়া অন্য কোন ভিপিএন দিয়ে চালাইছেন।জানি উত্তর দিবেন না।কেননা কনফিগার ছাড়া অন্য কোন ভিপিএন দিয়ে এখন আর ফ্রি নেট চলে না।তাই এদিক ওদিক না ঘুরে এই টিউনটি শেষ করুন।দেখুন টিউনটির সেশে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি দেখিয়েছি কিভাবে চকনফিগ বানাবেন।এবং সেটা দিয়ে ফ্রিতে নেট চালাবেন।আমি অন্য সবার মতো বলবো না যে আমারতার স্পিড এত অত দিস্কানেক্ত ঝামেলা নাই কারন এসব কথা যারা বলে তারা সব মিত্থাবাদি।আরে দাতা প্যাক কিনে চালালেও তো ২-৩ এম্বির বেশি স্পিড পাই না তাহলে ফ্রিতে কি করে ২০ এম্বি স্পিড পাই আসলে আপনারা জাতে তাদের টিউন গুলো পরেন সেই জন্নই এই মিথ্যা কথা বলে।আমি জা বলছি সেতাই সত্য আমি কেন মিথ্যা বোলব।আমি যেভাবে কাজ করেছি এবভাএ করলে আপনার হবে সেটাও আমি বলছি না আবার হবে না সেটাউ বলছি না আমি সুধু বলতে চাচ্ছি আমার হয়েছে।এখন আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন আবার নাও দেখতে পারেন এতে আমার কোন যাই আশে না।কারন আপনি ফ্রি নেট চালালে তো আমার কোন উপকার হচ্ছে।আবার না চালালেউ তো আমার কোন ক্ষতি হচ্ছে না।আমি ভিডিওটি দিলাম কারন আমার এই ভাবে ফ্রি নেট চলেছে আপনারও ট্রাই করে দেখতে পারেন চলে কিনা।কিন্তু এটা সত্য যে আমি এখন এই ফ্রি নেট ইউস করেই এই টিউনটি লিখতেছি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুনঃ
পারলে আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন।বলাতো যাই না আপনার না চাইতেও আমার চানেলের কোন ভিডিও আপনার উপকারে আশ্তে পারে।
এতোক্ষণ টিউন টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আমি লিমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।